দিল্লি, 27 ডিসেম্বর: আজ বছরের শেষ "মন কি বাত"-এ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকাল 11টা থেকে "মন কি বাত" অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির
-
Tune-in tomorrow at 11 AM. #MannKiBaat pic.twitter.com/knB24XhvQt
— Narendra Modi (@narendramodi) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tune-in tomorrow at 11 AM. #MannKiBaat pic.twitter.com/knB24XhvQt
— Narendra Modi (@narendramodi) December 26, 2020Tune-in tomorrow at 11 AM. #MannKiBaat pic.twitter.com/knB24XhvQt
— Narendra Modi (@narendramodi) December 26, 2020
গতকাল প্রধানমন্ত্রী টুইট করেন, "আগামীকাল সকাল 11টায় থাকুন 'মন কি বাত' অনুষ্ঠানে ৷" কোভিড 19-এর কারণে বাধা-বিঘ্নে ভরা বছর 2020 কেমন কাটল, আগামী বছরের পরিকল্পনা কী ? এবারের "মন কি বাতে"-র সপ্তাহ খানেক আগেই সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ টুইটে লিখেছিলেন, "বছরটা কেমন গেল, 2021 সাল নিয়ে কী পরিকল্পনা রয়েছে ? বছর শেষের 'মন কী বাত'-এ জানান ৷ মাইগভ, নমো অ্যাপ অথবা 1800-11-7800 নম্বরে মেসেজ রেকর্ড করে আপনার বক্তব্য জানান ৷"
আরও পড়ুন: ডিডিসি নির্বাচন জম্মু-কাশ্মীরে নতুন অধ্যায়ের সূচনা করেছে : মোদি
প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবার হয়ে থাকে ৷ যেখানে তিনি দেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন ৷