ETV Bharat / bharat

সুপ্রিমোর 80 তম জন্মদিনে 80 পয়সা কেজি পিঁয়াজ 'বিক্রি' NCP কর্মী-সমর্থকদের - NCP সুপ্রিমো শরদ পাওয়ার

NCP সুপ্রিমো শরদ পাওয়ারের 80 তম জন্মদিনে 80 পয়সা প্রতি কেজি পিঁয়াজ বিক্রি করলেন NCP কর্মী-সমর্থকরা ।

মহারাষ্ট্র
মহারাষ্ট্র
author img

By

Published : Dec 12, 2019, 11:55 PM IST

মুম্বই, 12 ডিসেম্বর : 80-তে পা দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সুপ্রিমো শরদ পাওয়ার । মহারাষ্ট্রের রাজনীতিতে 'চাণক্য'-র ভূমিকা ও মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পর আজ অভিনব উপায়ে তাঁর জন্মদিন পালন করলেন NCP-র কর্মী-সমর্থকরা । জন্মদিনে আগ্নিমূল্য পিঁয়াজ বিলি করলেন জলের দামে ।

আজ মহারাষ্ট্রের পিমপিরি ছিনছোরে NCP কর্মী-সমর্থকরা শরদ পাওয়ারের জন্মদিনে একটি অনুষ্ঠানে আয়োজন করেন । যেখানে NCP সুপ্রিমোর 80 তম জন্মদিনে 80 পয়সা প্রতি কেজি পিঁয়াজ বিক্রি করা হয় । যা নিতে রীতিমতো লাইন পড়ে যায় এলাকায় ।

প্রায় এক মাস ধরে গোটা দেশে পিঁয়াজের দাম উর্ধ্বমুখী । 150- 160 টাকা পর্যন্ত পৌঁছায় পিঁয়াজের দাম । আম জনতার হেঁশেলে রীতিমতো দাদাগিরি চালাচ্ছে তারা । আর তখনই 80 পয়সায় পিঁয়াজ পেয়ে বেজায় খুশি পিমপিরি ছিনছোর এলাকার বাসিন্দারা ।

এই নিয়ে খোদ শরদ পাওয়ার কী বলেছে ? তা অবশ্য জানা যায়নি ।

মুম্বই, 12 ডিসেম্বর : 80-তে পা দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সুপ্রিমো শরদ পাওয়ার । মহারাষ্ট্রের রাজনীতিতে 'চাণক্য'-র ভূমিকা ও মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পর আজ অভিনব উপায়ে তাঁর জন্মদিন পালন করলেন NCP-র কর্মী-সমর্থকরা । জন্মদিনে আগ্নিমূল্য পিঁয়াজ বিলি করলেন জলের দামে ।

আজ মহারাষ্ট্রের পিমপিরি ছিনছোরে NCP কর্মী-সমর্থকরা শরদ পাওয়ারের জন্মদিনে একটি অনুষ্ঠানে আয়োজন করেন । যেখানে NCP সুপ্রিমোর 80 তম জন্মদিনে 80 পয়সা প্রতি কেজি পিঁয়াজ বিক্রি করা হয় । যা নিতে রীতিমতো লাইন পড়ে যায় এলাকায় ।

প্রায় এক মাস ধরে গোটা দেশে পিঁয়াজের দাম উর্ধ্বমুখী । 150- 160 টাকা পর্যন্ত পৌঁছায় পিঁয়াজের দাম । আম জনতার হেঁশেলে রীতিমতো দাদাগিরি চালাচ্ছে তারা । আর তখনই 80 পয়সায় পিঁয়াজ পেয়ে বেজায় খুশি পিমপিরি ছিনছোর এলাকার বাসিন্দারা ।

এই নিয়ে খোদ শরদ পাওয়ার কী বলেছে ? তা অবশ্য জানা যায়নি ।

New Delhi, Dec 12 (ANI): Nirbhaya rape and murder case advocate in Patiala Court, Seema Kushwaha informed that the hearing will begin at 10:00 am in the morning at Patiala Court tomorrow (December 13), the hearing will take place through video conferencing. "Tomorrow, December 13, 2019, there is a hearing on the petition which we filed on December 13, 2018. The court asked all the stakeholders to be present there in the court for the hearing," said Advocate Seema Kushwaha. She further added, "The court also asked the 4 convicts to be present but their physical presence is not possible due to security issues. Thus, they will be there through video conferencing. The hearing will begin at 10:00 am in the morning in Patiala Court."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.