ETV Bharat / bharat

দুই নাবালিকাকে ছয় মাস ধরে যৌন নির্যাতন, গ্রেপ্তার 7 - যৌন নির্যাতনের অভিযোগ

নামাক্কাল জেলার রাসিপুরমের কাছে ছ'মাস ধরে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা প্রত্যেকে একই এলাকার বাসিন্দা ।

Minor girls sexually abused
Minor girls sexually abused
author img

By

Published : Oct 12, 2020, 10:51 PM IST

নামাক্কাল (তামিলনাড়ু), 12 অক্টোবর : দুই নাবালিকাকে দীর্ঘ ছয় মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ । গ্রেপ্তার এক বৃদ্ধসহ সাতজন । তামিলনাড়ুর নামাক্কাল জেলার রাসিপুরমের ঘটনা । অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

নামাক্কাল জেলার রাসিপুরমের কাছে ছ'মাস ধরে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা প্রত্যেকে একই এলাকার বাসিন্দা ।

প্রতিবেশীরা জানিয়েছেন, এই নির্যাতনের ঘটনা অন্তত ছয় মাস ধরে ঘটছে । জানা গিয়েছে একই এলাকার 12 জনেরও বেশি ব্যক্তি এই ঘটনায় জড়িত ।

প্রতিবেশীরাই জেলা শিশু কল্যাণ আধিকারিককে এই ঘটনা সম্পর্কে জানান । তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই আধিকারিক বিষয়টি পুলিশকে জানান ।

আজ সকালে রাসিপুরম মহিলা থানার পুলিশ নির্যাতিতা দুই নাবালিকার বক্তব্য রেকর্ড করে এবং অভিযুক্তদের শনাক্ত করার পদক্ষেপ গ্রহণ করে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই নাবালিকা দুটির বাবা মারা গিয়েছেন এবং তাদের মা দিনের বেলা কারখানায় কাজ করতে চলে যান । তাদের মায়ের অনুপস্থিতিতে ওই দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালাত অভিযুক্তরা ।

নামাক্কাল (তামিলনাড়ু), 12 অক্টোবর : দুই নাবালিকাকে দীর্ঘ ছয় মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ । গ্রেপ্তার এক বৃদ্ধসহ সাতজন । তামিলনাড়ুর নামাক্কাল জেলার রাসিপুরমের ঘটনা । অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

নামাক্কাল জেলার রাসিপুরমের কাছে ছ'মাস ধরে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা প্রত্যেকে একই এলাকার বাসিন্দা ।

প্রতিবেশীরা জানিয়েছেন, এই নির্যাতনের ঘটনা অন্তত ছয় মাস ধরে ঘটছে । জানা গিয়েছে একই এলাকার 12 জনেরও বেশি ব্যক্তি এই ঘটনায় জড়িত ।

প্রতিবেশীরাই জেলা শিশু কল্যাণ আধিকারিককে এই ঘটনা সম্পর্কে জানান । তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই আধিকারিক বিষয়টি পুলিশকে জানান ।

আজ সকালে রাসিপুরম মহিলা থানার পুলিশ নির্যাতিতা দুই নাবালিকার বক্তব্য রেকর্ড করে এবং অভিযুক্তদের শনাক্ত করার পদক্ষেপ গ্রহণ করে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই নাবালিকা দুটির বাবা মারা গিয়েছেন এবং তাদের মা দিনের বেলা কারখানায় কাজ করতে চলে যান । তাদের মায়ের অনুপস্থিতিতে ওই দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালাত অভিযুক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.