ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি, রাজ্যসভায় সমর্থন তৃণমূলের

রাজ্যসভায় পেশ হল জম্মু কাশ্মীর রিজ়ারভেশন (সংশোধনী) বিল ও এক্সটেনশন অফ প্রেসিডেন্ট রুল ইন জম্মু কাশ্মীর । দুটি বিলেই সমর্থনের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 1, 2019, 4:28 PM IST

Updated : Jul 1, 2019, 5:17 PM IST

দিল্লি, 1 জুলাই : আজ রাজ্যসভায় পেশ হল জম্মু কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019 ও এক্সটেনশন অফ প্রেসিডেন্ট রুল ইন জম্মু কাশ্মীর । বিল দুটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুটি বিলেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ।

গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । জারি হয় রাজ্যপালের শাসন । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । এরপর রাজ্যপালের শাসন জারি হয় । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে রাজ্যে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । একাধিক মহলের ধারণা ছিল, লোকসভা নির্বাচনের সঙ্গে সে রাজ্যে বিধানসভা ভোট হবে । কিন্তু, লোকসভা ভোট হলেও বিধানসভা ভোট হয়নি । এরপর 28 জুন লোকসভায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে নির্বাচন সম্ভবপর নয় । ডিসেম্বরের মধ্যে ভোট হবে ।" লোকসভায় বিলটি পাশও হয় ।

আজ রাজ্যসভায় এক্সটেনশন অফ প্রেসিডেন্ট রুল ইন জম্মু কাশ্মীর বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী । বিলে সমর্থনের সিদ্ধান্ত জানায় তৃণমূল কংগ্রেস । একাধিক বিরোধী দলও গুরুত্বের কথা বিচার করে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে ।

এই সংক্রান্ত খবর : সিলমোহর লোকসভার, আরও 6 মাস রাষ্ট্রপতি শাসন জম্মু-কাশ্মীরে

এর পাশাপাশি আজ জম্মু কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019-ও পেশ করা হয় । এর আগে লোকসভাতে পাশ হয়েছিল এই বিল ।

২০০৪ সালে জম্মু-কাশ্মীর সংরক্ষণ আইন এনেছিল তৎকালীন UPA সরকার । এর ফলে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার বাসিন্দারা সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেতেন । নয়া বিল পাশ হলে, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকার মানুষও এই সুবিধা পাবেন । সংরক্ষণ সংক্রান্ত সংশোধনীতেও সমর্থন জানিয়েছে তৃণমূল ।

দিল্লি, 1 জুলাই : আজ রাজ্যসভায় পেশ হল জম্মু কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019 ও এক্সটেনশন অফ প্রেসিডেন্ট রুল ইন জম্মু কাশ্মীর । বিল দুটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুটি বিলেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ।

গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । জারি হয় রাজ্যপালের শাসন । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । এরপর রাজ্যপালের শাসন জারি হয় । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে রাজ্যে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । একাধিক মহলের ধারণা ছিল, লোকসভা নির্বাচনের সঙ্গে সে রাজ্যে বিধানসভা ভোট হবে । কিন্তু, লোকসভা ভোট হলেও বিধানসভা ভোট হয়নি । এরপর 28 জুন লোকসভায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে নির্বাচন সম্ভবপর নয় । ডিসেম্বরের মধ্যে ভোট হবে ।" লোকসভায় বিলটি পাশও হয় ।

আজ রাজ্যসভায় এক্সটেনশন অফ প্রেসিডেন্ট রুল ইন জম্মু কাশ্মীর বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী । বিলে সমর্থনের সিদ্ধান্ত জানায় তৃণমূল কংগ্রেস । একাধিক বিরোধী দলও গুরুত্বের কথা বিচার করে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে ।

এই সংক্রান্ত খবর : সিলমোহর লোকসভার, আরও 6 মাস রাষ্ট্রপতি শাসন জম্মু-কাশ্মীরে

এর পাশাপাশি আজ জম্মু কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019-ও পেশ করা হয় । এর আগে লোকসভাতে পাশ হয়েছিল এই বিল ।

২০০৪ সালে জম্মু-কাশ্মীর সংরক্ষণ আইন এনেছিল তৎকালীন UPA সরকার । এর ফলে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার বাসিন্দারা সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেতেন । নয়া বিল পাশ হলে, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকার মানুষও এই সুবিধা পাবেন । সংরক্ষণ সংক্রান্ত সংশোধনীতেও সমর্থন জানিয়েছে তৃণমূল ।

Lucknow (Uttar Pradesh), June 30 (ANI): A 14-year-old boy was apprehended on the suspicion of theft in Uttar Pradesh's Lucknow on Saturday. He was allegedly tortured in police custody. While speaking to ANI, ASP (North) of Lucknow Sukirti Madhav said, "A man had accused the boy of stealing his e-rickshaw that the latter used to drive for him. The case will become clear after medical tests."
Last Updated : Jul 1, 2019, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.