ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত তিরুপতির কর্মী - tirupati news

তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক কর্মী কোরোনা আক্রান্ত হলেন । দুইদিনের জন্য মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ করেছে মন্দির কর্তৃপক্ষ ।

tirumala
tirumala
author img

By

Published : Jun 13, 2020, 12:19 AM IST

তিরুপতি (অন্ধ্রপ্রদেশ), 12জুন : তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক কর্মী কোরোনা আক্রান্ত হলেন । শ্রী গোবিন্দরাজা স্বামী মন্দিরের সঙ্গে যুক্ত তিনি । আজ তাঁর সোয়াব রিপোর্ট আসার পর দুইদিনের জন্য মন্দিরে প্রবেশ নিষেধ করা হয়েছে ।

তিরুমালা তিরুপতির প্রথম কোরোনা সংক্রমণ । আরও 7000 স্থায়ী কর্মী এখানে কাজ করেন । আউটসোর্সের কর্মী রয়েছেন 12,000 ।

কেন্দ্রের নির্দেশিকা আসার পর সোমবার থেকে ভক্তদের জন্য মন্দির খোলা হয়েছিল । কিন্তু আপাতত দুইদিন কোনও ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না । তবে মন্দিরের দৈনিক কাজকর্ম চলবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

মন্দির চত্বর স্যানিটাইজ় করা হবে । এবং মন্দিরের ভিতরের অফিসগুলিও জীবাণুমুক্ত করা হবে । তারপর রবিবার থেকে ভক্তদের আবার মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে ।

মন্দির কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, ওই আক্রান্ত কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে । তাঁদের সোয়াব টেস্ট করা হচ্ছে । আক্রান্ত কর্মী তিরুমালা তিরুপতির স্বাস্থ্য বিভাগে কাজ করতেন ।

তিরুপতি (অন্ধ্রপ্রদেশ), 12জুন : তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক কর্মী কোরোনা আক্রান্ত হলেন । শ্রী গোবিন্দরাজা স্বামী মন্দিরের সঙ্গে যুক্ত তিনি । আজ তাঁর সোয়াব রিপোর্ট আসার পর দুইদিনের জন্য মন্দিরে প্রবেশ নিষেধ করা হয়েছে ।

তিরুমালা তিরুপতির প্রথম কোরোনা সংক্রমণ । আরও 7000 স্থায়ী কর্মী এখানে কাজ করেন । আউটসোর্সের কর্মী রয়েছেন 12,000 ।

কেন্দ্রের নির্দেশিকা আসার পর সোমবার থেকে ভক্তদের জন্য মন্দির খোলা হয়েছিল । কিন্তু আপাতত দুইদিন কোনও ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না । তবে মন্দিরের দৈনিক কাজকর্ম চলবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

মন্দির চত্বর স্যানিটাইজ় করা হবে । এবং মন্দিরের ভিতরের অফিসগুলিও জীবাণুমুক্ত করা হবে । তারপর রবিবার থেকে ভক্তদের আবার মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে ।

মন্দির কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, ওই আক্রান্ত কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে । তাঁদের সোয়াব টেস্ট করা হচ্ছে । আক্রান্ত কর্মী তিরুমালা তিরুপতির স্বাস্থ্য বিভাগে কাজ করতেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.