ETV Bharat / bharat

শোপিয়ানে নিকেশ 3 জঙ্গি - sopian

শোপিয়ানের কেলারে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 28, 2019, 7:49 AM IST

Updated : Mar 28, 2019, 8:37 AM IST

শোপিয়ান, 28 মার্চ : শোপিয়ানের কেলার এলাকায় নিকেশ তিনজঙ্গি। আজ সকালে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় এখনও চলছে তল্লাশি।

গতকাল দুপুরে নিরাপত্তাবাহিনী, CRPF এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে শোপিয়ানের কেলারে তল্লাশি শুরু করে। গতকাল থেকেই চলছিল গুলির লড়াই। অবশেষে তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়।

ঘটনাস্থানের ভিডিয়ো

শোপিয়ান, 28 মার্চ : শোপিয়ানের কেলার এলাকায় নিকেশ তিনজঙ্গি। আজ সকালে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় এখনও চলছে তল্লাশি।

গতকাল দুপুরে নিরাপত্তাবাহিনী, CRPF এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে শোপিয়ানের কেলারে তল্লাশি শুরু করে। গতকাল থেকেই চলছিল গুলির লড়াই। অবশেষে তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়।

ঘটনাস্থানের ভিডিয়ো
Puducherry, Mar 28 (ANI): Puducherry police on Wednesday seized Rs 22 lakh from a vehicle in a surprise checking ahead of the Lok Sabha elections. Puducherry police was doing random checkings when the vehicle transporting the huge amount was caught. Police handed over the money to the Income Tax department for further investigation.
Last Updated : Mar 28, 2019, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.