ETV Bharat / bharat

বিহারে উদ্ধার রাজ্যের 3 নাবালিকা, ধৃত 2 - তিন নাবালিকা উদ্ধার

কেন্দ্রীয় শিশু অধিকার সংরক্ষণ বিভাগের নির্দেশে অর্কেস্ট্রা সঞ্চালকের কবজা থেকে পশ্চিমবঙ্গের তিন নাবালিকা উদ্ধার ।

minor girls freed
minor girls freed
author img

By

Published : Nov 9, 2020, 12:44 PM IST

ছাপরা, 9 নভেম্বর : বিহারের খইরা থানা এলাকায় অভিযান চালিয়ে অর্কেস্ট্রা সঞ্চালকের কবজা থেকে পশ্চিমবঙ্গের তিন নাবালিকাকে উদ্ধার করল দিল্লি থেকে আসা পুলিশের একটি টিম । জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিশু দে নামে এক ব্যক্তি দিনকয়েক আগেই মেয়ের অপহরণের FIR দায়ের করেছিলেন ।

নাবালিকা অপহরণের ঘটনার তদন্তে নেমে বিষয়টি দিল্লিতে কেন্দ্রীয় শিশু অধিকার সংরক্ষণ বিভাগ ও মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রকে জানায় পশ্চিমবঙ্গের পুলিশ । একটুও দেরি না করে ওই নাবালিকাদের উদ্ধারের জন্য NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো দিল্লিতে মিশন মুক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর বিনোদকুমার সিং-কে দায়িত্ব দেন ।

বিনোদকুমার সিং ছাপরার চাইল্ড লাইনের সদস্যদের সহায়তায় খইরা থানায় যোগাযোগ করেন । সারণের পুলিশ ক্যাপ্টেন সয়ালী সাম্বলাশমের নির্দেশে খেরা থানার ডিরেক্টর SI মহম্মদ আফতাব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গঠন করেন । দিল্লি থেকে আসা এই টিম খইরা থানা এলাকায় অর্কেস্ট্রা সঞ্চালকের ঠিকানায় অভিযান চালায় । এই অভিযান চালাতেই ওই অর্কেস্ট্রা সঞ্চালকের ডেরা থেকে বিশু দে-র মেয়ের সঙ্গেই আরও দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । তিন নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য ছাপরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

নাবালিকা অপহরণের ঘটনায় অভিযুক্ত অর্কেস্ট্রা সঞ্চালক পশ্চিমবঙ্গের তনু কুমারী এবং সারণ জেলার কোপা থানা এলাকার সোনু মিশ্রকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । মেডিকেল টেস্টের পর ওই নাবালিকাদের ছাপরা বালিকা গৃহে পাঠানো হবে বলে জানিয়েছেন মিশন মুক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর বিনোদকুমার সিং ।

ছাপরা, 9 নভেম্বর : বিহারের খইরা থানা এলাকায় অভিযান চালিয়ে অর্কেস্ট্রা সঞ্চালকের কবজা থেকে পশ্চিমবঙ্গের তিন নাবালিকাকে উদ্ধার করল দিল্লি থেকে আসা পুলিশের একটি টিম । জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিশু দে নামে এক ব্যক্তি দিনকয়েক আগেই মেয়ের অপহরণের FIR দায়ের করেছিলেন ।

নাবালিকা অপহরণের ঘটনার তদন্তে নেমে বিষয়টি দিল্লিতে কেন্দ্রীয় শিশু অধিকার সংরক্ষণ বিভাগ ও মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রকে জানায় পশ্চিমবঙ্গের পুলিশ । একটুও দেরি না করে ওই নাবালিকাদের উদ্ধারের জন্য NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো দিল্লিতে মিশন মুক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর বিনোদকুমার সিং-কে দায়িত্ব দেন ।

বিনোদকুমার সিং ছাপরার চাইল্ড লাইনের সদস্যদের সহায়তায় খইরা থানায় যোগাযোগ করেন । সারণের পুলিশ ক্যাপ্টেন সয়ালী সাম্বলাশমের নির্দেশে খেরা থানার ডিরেক্টর SI মহম্মদ আফতাব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গঠন করেন । দিল্লি থেকে আসা এই টিম খইরা থানা এলাকায় অর্কেস্ট্রা সঞ্চালকের ঠিকানায় অভিযান চালায় । এই অভিযান চালাতেই ওই অর্কেস্ট্রা সঞ্চালকের ডেরা থেকে বিশু দে-র মেয়ের সঙ্গেই আরও দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । তিন নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য ছাপরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

নাবালিকা অপহরণের ঘটনায় অভিযুক্ত অর্কেস্ট্রা সঞ্চালক পশ্চিমবঙ্গের তনু কুমারী এবং সারণ জেলার কোপা থানা এলাকার সোনু মিশ্রকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । মেডিকেল টেস্টের পর ওই নাবালিকাদের ছাপরা বালিকা গৃহে পাঠানো হবে বলে জানিয়েছেন মিশন মুক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর বিনোদকুমার সিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.