ETV Bharat / bharat

শ্রীনগরে খতম 3 জঙ্গি

author img

By

Published : Sep 17, 2020, 12:47 PM IST

Updated : Sep 17, 2020, 1:03 PM IST

সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় নিরাপত্তাবাহিনী। তার ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে। নিকেশ করা হয় তিন জঙ্গিকে।

শ্রীনগরে গুলির লড়াই
শ্রীনগরে গুলির লড়াই

শ্রীনগর, 17 সেপ্টেম্বর : শ্রীনগরে বড় সাফল্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার শ্রীনগরের বাটামালুতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি । শ্রীনগরের এক পুলিশ অধিকর্তা একথা জানিয়েছেন। এনকাউন্টারে এক মহিলার মৃত্যু হয়েছে।

এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ও CRPF । জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল, সেই জায়গাটি ঘিরে ফেলা হয় । সেইসময় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেয় সেনাও । খতম করা হয় তিন জঙ্গিকে।


এর আগে শুক্রবার জম্মু ও কাশ্মীর বারামুল্লা জেলায় দুইপক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয় । একজন সেনা অফিসার জখম হন ।



শ্রীনগর, 17 সেপ্টেম্বর : শ্রীনগরে বড় সাফল্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার শ্রীনগরের বাটামালুতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি । শ্রীনগরের এক পুলিশ অধিকর্তা একথা জানিয়েছেন। এনকাউন্টারে এক মহিলার মৃত্যু হয়েছে।

এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ও CRPF । জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল, সেই জায়গাটি ঘিরে ফেলা হয় । সেইসময় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেয় সেনাও । খতম করা হয় তিন জঙ্গিকে।


এর আগে শুক্রবার জম্মু ও কাশ্মীর বারামুল্লা জেলায় দুইপক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয় । একজন সেনা অফিসার জখম হন ।



Last Updated : Sep 17, 2020, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.