দিল্লি, 24 মে : লাদাখে ভারত-চিন সীমান্তে টহলরত ভারতীয় সেনার কয়েকজনকে আটকে রেখেছিল চিন সেনা । এমন খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তা মিথ্যা বলে আজ জানিয়ে দিল ভারতীয় সেনা । সেনাবাহিনী সূত্রে খবর, "এটা সত্যি নয় ।"
লাদাখের গালওয়ান নালায় ভারত- চিন সীমান্তে চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে রাস্তার পরিকাঠামোগত কাজ শুরু করে । ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের রাস্তার যথাযথ পরিকাঠামো তৈরির কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । লাদাখের তিনটি জায়গায় আপাতত এভাবেই মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের জওয়ানরা । এরই মধ্যে খবর ছড়ায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের আটকে রেখেছিল চিন সেনা । কিন্তু সেখবর একেবারেই মিথ্যা বলে জানিয়ে দিল সেনাবাহিনী ।
সূত্রের খবর, ভারত ও চিনের কমান্ডাররা সীমান্তের পরিস্থিতি ঠিক করার জন্য কথা বলেন । কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি ।
জানা গেছে, চিন লাদাখের কাছে LAC-তে ক্রমশ জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে । শেষ দু'সপ্তাহে 100 টি টেন্ট তৈরি করেছে গালওয়ান নালা এলাকায় । এই দুই এলাকায় ভারতীয় সেনাও জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে । এদিকে, পরিস্থিতিতে খতিয়ে দেখতে গতকাল লাদাখ যান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নর্দার্ন কমান্ডের আধিকারিকদের সঙ্গে ।