ETV Bharat / bharat

পুলিশদের PPE দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট - There cannot be super-government to handle Covid-19 crisis says Apex Court on providing PPE

পুলিশ কর্মীদের জন্য PPE সরবরাহের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় ৷

There cannot be super-government to handle Covid-19 crisis says Apex Court on providing PPE
পুলিশদের PPE দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
author img

By

Published : May 5, 2020, 7:28 PM IST

দিল্লি, 5 মে : পুলিশ কর্মীদের জন্য PPE সরবরাহের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় ৷ বলা হয়, আবেদনকারী যেন এই বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করে ৷ কারণ সুপ্রিম কোর্ট এবিষয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে না । রাজ্যের অভ্যন্তরীণ নীতি আছে ।

সুপ্রিম কোর্ট বলে, রাজ্য সরকার তার কাজ যথাযথভাবে করছে না ৷ তাই আবেদনকারী শীর্ষ আদালতে আবেদন করতে বাধ্য হয়েছে ৷ জনগণের নিরাপত্তায় রাজ্য সরকারগুলি ব্যর্থ, বলেন আইনজীবী দেবদত্ত কামাত ।

তিনি আরও বলেন , কোরোনা সতর্কতায় 55 বছরের বেশি পুলিশ অফিসারদের কাজ করতে বাধ্য করা হচ্ছে ৷ রাজস্থান, ওড়িশা ও তেলাঙ্গানার মতো কয়েকটি রাজ্যে বেতনও কমানো হচ্ছে ।

এবিষয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে , এগুলি সব নীতিগত বিষয় ৷ এনিয়ে কোর্ট তখনই হস্তক্ষেপ বা প্রশ্ন করতে পারবে যখন রাজ্যগুলি এবিষয়ে সরাসরি কোনও প্রশ্ন করবে । বিচারপতি এস কে কউল বলেন, " এখন সবথেকে বড় সমস্যা আমরা যা দেখছি ৷ তা হল প্রত্যেকেই কোরোনা বিশেষজ্ঞ হয়ে উঠেছেন ৷ তাদের আর অন্য কোনও আবেদন নেই ৷ এই রকম আবেদনগুলি সত্যিই দুঃখজনক ৷ কারণ মানুষের যখন কোনও কাজ থাকছে না ৷ তখন তারা এই সব কাজ করছেন ৷ "

তিনি আরও বলেন, " প্রত্যেকেরই কঠিন সময় কাটছে ৷ পুলিশরা সামনের সারিতে থেকে কাজ করছে ৷ তাদের সবাইকে দেখাশোনা করতে হবে ৷ তাদের দেখাশোনা করার জন্য কোনও 'সুপার-গভর্নমেন্ট' হতে পারে না ৷ সেকারণে এই ধরনের আবেদন কখনও গ্রাহ্য করা হবে না ৷ তবে, আবেদনকারী সরকারের সামনে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন ৷ "

দিল্লি, 5 মে : পুলিশ কর্মীদের জন্য PPE সরবরাহের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় ৷ বলা হয়, আবেদনকারী যেন এই বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করে ৷ কারণ সুপ্রিম কোর্ট এবিষয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে না । রাজ্যের অভ্যন্তরীণ নীতি আছে ।

সুপ্রিম কোর্ট বলে, রাজ্য সরকার তার কাজ যথাযথভাবে করছে না ৷ তাই আবেদনকারী শীর্ষ আদালতে আবেদন করতে বাধ্য হয়েছে ৷ জনগণের নিরাপত্তায় রাজ্য সরকারগুলি ব্যর্থ, বলেন আইনজীবী দেবদত্ত কামাত ।

তিনি আরও বলেন , কোরোনা সতর্কতায় 55 বছরের বেশি পুলিশ অফিসারদের কাজ করতে বাধ্য করা হচ্ছে ৷ রাজস্থান, ওড়িশা ও তেলাঙ্গানার মতো কয়েকটি রাজ্যে বেতনও কমানো হচ্ছে ।

এবিষয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে , এগুলি সব নীতিগত বিষয় ৷ এনিয়ে কোর্ট তখনই হস্তক্ষেপ বা প্রশ্ন করতে পারবে যখন রাজ্যগুলি এবিষয়ে সরাসরি কোনও প্রশ্ন করবে । বিচারপতি এস কে কউল বলেন, " এখন সবথেকে বড় সমস্যা আমরা যা দেখছি ৷ তা হল প্রত্যেকেই কোরোনা বিশেষজ্ঞ হয়ে উঠেছেন ৷ তাদের আর অন্য কোনও আবেদন নেই ৷ এই রকম আবেদনগুলি সত্যিই দুঃখজনক ৷ কারণ মানুষের যখন কোনও কাজ থাকছে না ৷ তখন তারা এই সব কাজ করছেন ৷ "

তিনি আরও বলেন, " প্রত্যেকেরই কঠিন সময় কাটছে ৷ পুলিশরা সামনের সারিতে থেকে কাজ করছে ৷ তাদের সবাইকে দেখাশোনা করতে হবে ৷ তাদের দেখাশোনা করার জন্য কোনও 'সুপার-গভর্নমেন্ট' হতে পারে না ৷ সেকারণে এই ধরনের আবেদন কখনও গ্রাহ্য করা হবে না ৷ তবে, আবেদনকারী সরকারের সামনে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.