ETV Bharat / bharat

ঢোলপুরে প্রতিমা নিরঞ্জনের সময় ডুবে মৃত 7, নিখোঁজ 3 - drowned

ঢোলপুর জেলা কালেক্টর রাকেশ জয়সওয়াল বলেন, " প্রতিমা নিরঞ্জনের সময় মোট 10 জন ডুবে গেছেন ৷ আমরা সাতজনের দেহ উদ্ধার করতে পেরেছি ৷"

নিখোঁজদের তল্লাসি চলছে
author img

By

Published : Oct 9, 2019, 9:57 AM IST

Updated : Oct 9, 2019, 12:03 PM IST

ঢোলপুর (রাজস্থান), 9 অক্টোবর: দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় নদীতে ডুবে গেলেন 10 জন ৷ তাঁদের মধ্যে সাতজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ তিনজন ৷ মঙ্গলবার রাজস্থানের ঢোলপুরের ঘটনা ৷

ঢোলপুরের জেলাশাসক রাকেশ জয়সওয়াল বলেন, " প্রতিমা নিরঞ্জনের সময় মোট 10 জন ডুবে গেছেন ৷ আমরা সাতজনের দেহ উদ্ধার করতে পেরেছি ৷" তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 1লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ নিখোঁজদের জন্য এখনও নদীতে উদ্ধারকাজ চলছে ৷

তল্লাসি চলছে

ঢোলপুর (রাজস্থান), 9 অক্টোবর: দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় নদীতে ডুবে গেলেন 10 জন ৷ তাঁদের মধ্যে সাতজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ তিনজন ৷ মঙ্গলবার রাজস্থানের ঢোলপুরের ঘটনা ৷

ঢোলপুরের জেলাশাসক রাকেশ জয়সওয়াল বলেন, " প্রতিমা নিরঞ্জনের সময় মোট 10 জন ডুবে গেছেন ৷ আমরা সাতজনের দেহ উদ্ধার করতে পেরেছি ৷" তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 1লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ নিখোঁজদের জন্য এখনও নদীতে উদ্ধারকাজ চলছে ৷

তল্লাসি চলছে
Vijayawada (Andhra Pradesh), Oct 09 (ANI): Marking an end to Dussehra celebrations, idols of Goddess Kanakadurga and Lord Malleswara were taken on the boat in river Krishna here in the evening. Thousands of devotees gathered on the banks of river Krishna to take a glimpse of the God and Goddess. The boat was decorated with colorful lights. During the Navratri period, the Goddess is decorated in nine different attires each day. On the tenth day of 'Vijayadashmi' after 'Purnahuti, the 10-day-long celebrations are concluded. In the evening, Goddess Kanaka Durga and Lord Malleswara were shifted on to the 'Hamsa Vahana' amid Vedic chants and traditional music.
Last Updated : Oct 9, 2019, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.