ETV Bharat / bharat

হায়দরাবাদ এনকাউন্টারের তদন্তে গঠিত হল SIT

author img

By

Published : Dec 9, 2019, 12:53 AM IST

Updated : Dec 9, 2019, 9:12 AM IST

এনকাউন্টারের তদন্তের দায়িত্ব দেওয়া হল বিশেষ তদন্তকারী দলকে ৷

encounter
হায়দরাবাদ এনকাউন্টারে গঠিত হল SIT

হায়দরাবাদ, 9 ডিসেম্বর : তেলাঙ্গানায় পশু চিকিৎসক ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ ৷ সম্প্রতি ধর্ষণে অভিযুক্তদের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে ৷ হায়দরাবাদের এই এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর পর থেকেই এসেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ সুবিচার হয়েছে এনকাউন্টারেই, এই বলেই উল্লাসে মেতেছেন একাংশ ৷ একাংশ প্রশ্ন তুলেছেন এনকাউন্টারের সত্যতা কিংবা এনকাউন্টারের পদ্ধতি নিয়ে ৷ এরপর গতকালই তেলেঙ্গানা সরকারের তরফে পুলিশি এনকাউন্টারের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল ৷

SIT-এর শীর্ষে থাকছেন রাচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ এম ভাগবত ৷ বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না ৷ বিচারব্যবস্থা যদি প্রতিহিংসাপরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ এনকাউন্টারের পরে এমনটাই বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ SIT গঠন করে এই এনকাউন্টারের যথাযথ তদন্তের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেলেন আইনজীবী এম এল শর্মাও ৷ বিচার ছাড়া হত্যাকে উৎসাহ দেওয়ার জন্য রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ও দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছিলেন শর্মা৷ মানবাধিকার সংগঠনগুলির তরফেও প্রশ্ন তোলা হয়েছিল এই এনকাউন্টার নিয়ে ৷

গতকালই সাইবারাবাদের পুলিশের বিরুদ্ধে একটি FIR দায়ের হয় ৷ এনকাউন্টারটি ভুয়ো, এমনই দাবি করা হয়েছে এই অভিযোগে ৷ হায়দরাবাদ গণধর্ষণের আট দিনের মাথায় গতকাল চার অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থানে গিয়েছিল পুলিশ । ঘটনার পুনর্নির্মাণই ছিল উদ্দেশ্য । এরপরই খবর আসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরবাদ গণধর্ষণে অভিযুক্ত চার জনের । পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা । তাই পুলিশ বাধ্য হয়ে এনকাউন্টার করে । এনকাউন্টারের দায়িত্বে ছিলেন সাইবারাবাদের পুলিশ প্রধান ভি এস সজ্জনর ৷

এনকাউন্টার নয়, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি জানান গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চেন্নাকেশাভলুর স্ত্রী ৷ ওই যুবতির বক্তব্য, তাঁর স্বামীর সঙ্গে অবিচার হয়েছে ৷ মৃত চেন্নাকেশাভলুর দেহ ফেরত পাওয়ার দাবিও করেন তিনি ৷ এদিকে এনকাউন্টারের প্রেক্ষিতে তেলাঙ্গানা হাইকোর্ট 9 ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তদের দেহ সংরক্ষিত করে রাখার নির্দেশ দিয়েছে ৷ এরপর গতকালই তেলাঙ্গানা সরকারের তরফে SIT ঘটনের কথা জানানো হয় ৷

হায়দরাবাদ, 9 ডিসেম্বর : তেলাঙ্গানায় পশু চিকিৎসক ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ ৷ সম্প্রতি ধর্ষণে অভিযুক্তদের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে ৷ হায়দরাবাদের এই এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর পর থেকেই এসেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ সুবিচার হয়েছে এনকাউন্টারেই, এই বলেই উল্লাসে মেতেছেন একাংশ ৷ একাংশ প্রশ্ন তুলেছেন এনকাউন্টারের সত্যতা কিংবা এনকাউন্টারের পদ্ধতি নিয়ে ৷ এরপর গতকালই তেলেঙ্গানা সরকারের তরফে পুলিশি এনকাউন্টারের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল ৷

SIT-এর শীর্ষে থাকছেন রাচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ এম ভাগবত ৷ বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না ৷ বিচারব্যবস্থা যদি প্রতিহিংসাপরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ এনকাউন্টারের পরে এমনটাই বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ SIT গঠন করে এই এনকাউন্টারের যথাযথ তদন্তের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেলেন আইনজীবী এম এল শর্মাও ৷ বিচার ছাড়া হত্যাকে উৎসাহ দেওয়ার জন্য রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ও দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছিলেন শর্মা৷ মানবাধিকার সংগঠনগুলির তরফেও প্রশ্ন তোলা হয়েছিল এই এনকাউন্টার নিয়ে ৷

গতকালই সাইবারাবাদের পুলিশের বিরুদ্ধে একটি FIR দায়ের হয় ৷ এনকাউন্টারটি ভুয়ো, এমনই দাবি করা হয়েছে এই অভিযোগে ৷ হায়দরাবাদ গণধর্ষণের আট দিনের মাথায় গতকাল চার অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থানে গিয়েছিল পুলিশ । ঘটনার পুনর্নির্মাণই ছিল উদ্দেশ্য । এরপরই খবর আসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরবাদ গণধর্ষণে অভিযুক্ত চার জনের । পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা । তাই পুলিশ বাধ্য হয়ে এনকাউন্টার করে । এনকাউন্টারের দায়িত্বে ছিলেন সাইবারাবাদের পুলিশ প্রধান ভি এস সজ্জনর ৷

এনকাউন্টার নয়, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি জানান গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চেন্নাকেশাভলুর স্ত্রী ৷ ওই যুবতির বক্তব্য, তাঁর স্বামীর সঙ্গে অবিচার হয়েছে ৷ মৃত চেন্নাকেশাভলুর দেহ ফেরত পাওয়ার দাবিও করেন তিনি ৷ এদিকে এনকাউন্টারের প্রেক্ষিতে তেলাঙ্গানা হাইকোর্ট 9 ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তদের দেহ সংরক্ষিত করে রাখার নির্দেশ দিয়েছে ৷ এরপর গতকালই তেলাঙ্গানা সরকারের তরফে SIT ঘটনের কথা জানানো হয় ৷

New Delhi, Dec 08 (ANI): Forget about the narrow structures in high-density areas like Shahdara and Seelampur in East Delhi. Even the buildings like the Parliament House Annexe, Vayu Bhawan, Sena Bhawan and offices of various central ministries in Lutyens' Delhi are ranked very low in terms of fire safety. The Delhi Fire Service (DFS), in the course of inspections, has found that these high-security buildings have various shortcomings and during fire incidents, these might lead to heavy loss of lives and property. According to the list of DFS, there are more than 100 such buildings in Lutyens' Delhi alone. DFS chief Atul Garg said that these buildings do not require any 'No Objection Certificate' (NoC) as these are quite old. "As per the inspections, we have found shortcomings and have suggested a few changes, which should be done," Garg told ANI.

Last Updated : Dec 9, 2019, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.