দিল্লি, 11 সেপ্টেম্বর : দিল্লিতে গণধর্ষণ নাবালিকাকে ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা এই নাবালিকা গৃহপরিচারিকা হিসেবে কাজ করত রাজধানীতে ৷ পশ্চিম দিল্লির মোতি নগরে ESI হাসপাতালের কাছে একটি পরিত্যক্ত এলাকায় ঘটনাটি ঘটে ৷ সোমবারের ঘটনা প্রকাশ্যে এসেছে আজ ৷ ধর্ষণের ঘটনায় রবি ও অঙ্কিত চৌধুরি নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এদের দুজনেরই বয়স পঁচিশের আশেপাশে ৷
বছর ষোলোর এই নাবালিকাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্তদের একজন ৷ তারপরই কাজের কারণে দেখা করতে বলা হয় মেয়েটিকে ৷ সেই সুযোগেই মেয়েটিকে ধর্ষণ করে দুই অভিযুক্ত ৷ সোমবার রাত 3.30টে নাগাদ হাসপাতালের কাছে এই জায়গায় মেয়েটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৷
নির্যাতিতা নাবালিকা দিল্লিতে সদ্য এসেছিল কাজের সূত্রে ৷ এক আত্মীয় অন্য কোনও কাজের কথা বললেও নাবালিকাকে গৃহপরিচারিকা হিসেবেই কাজে বহাল করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে কিছু গৃহস্থালি জিনিসপত্র কিনতে দিয়েছিলেন বাড়ির মালিক ৷ সেই সময় বাড়ির কাছে একটি পার্কে আলাপ হয় দুই তরুণের সঙ্গে ৷ তারাই বলে মোটা মাইনের অন্য কাজ দেবে নাবালিকাকে, যেখানে পরিশ্রম অনেক কম, সম্মান অনেক বেশি ৷ এরপরই মেয়েটি ওই দুই যুবকের সঙ্গে দেখা করতে যায় কাজ খুঁজতে ৷ সেই সময় ঘটনাটি ঘটে ৷
CDR পরীক্ষা ও CCTV ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয় ৷ এদের বাসাই দারাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷ অভিযুক্তদের নামে ভারতীয় দণ্ডবিধির দুটি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷