ETV Bharat / bharat

বিশ্বের বৃহত্তম শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি "নিষ্ঠা" - , ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (NIEPA) ,

এই নিষ্ঠা (NISHTHA)প্রকল্পটি বিশ্বের সবথেকে বড় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ৷ এই কর্মসূচিতে প্রাথমিকভাবে শিশুদের পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও দলগত মনোভাব বিকাশ সম্পর্কে সচেতন করবে ৷ এছাড়া শিশুদের যৌন নির্যাতন সম্পর্কেও সচেতন করা হবে ৷ POCSO আইন কী তা নিয়ে আলোচনা করা হবে ৷ শারীরিক প্রতিবন্ধীদের অধিকার , তাদের প্রতি সমাজের যে দায়িত্ব সেটাও ব্যাখ্যা করা হবে ৷

বিশ্বের বৃহত্তম শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি "নিষ্ঠা"
author img

By

Published : Sep 12, 2019, 8:37 PM IST

শিশুশিক্ষার বিকাশের জন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষক-শিক্ষিকাদের সৃজনশীল শিক্ষার প্রয়োজন ৷ কোঠারি, চট্টোপাধ্যায়, যশপালের মতো কমিটিগুলির সমীক্ষা ও শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখনও নিম্নমানের ৷ বার্ষিক সমীক্ষার প্রতিবেদনেই দেখা গেছে, স্কুলের গণ্ডি পেরোনো বেশিরভাগ শিক্ষার্থীই নিজের মাতৃভাষায় পড়তে, লিখতে জানে না ৷ একারণেই সরকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে এবং তাদের শিক্ষার বিকাশের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।


মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে জাতীয় স্তরে এজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ প্রকল্পটির নাম "নিষ্ঠা" NISHTHA ৷ দেশের 120 টি জায়গার স্কুল এই প্রকল্পের অন্তর্গত ৷ সেই স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ উদ্যোক্তা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) , ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (NIEPA) , কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি ৷

এই নিষ্ঠা (NISHTHA)প্রকল্পটি বিশ্বের সবথেকে বড় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ৷ এই কর্মসূচিতে প্রাথমিকভাবে শিশুদের পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও দলগত মনোভাব বিকাশ সম্পর্কে সচেতন করবে ৷ এছাড়া শিশুদের যৌন নির্যাতন সম্পর্কেও সচেতন করা হবে ৷ POCSO আইন কী তা নিয়ে আলোচনা করা হবে ৷ শারীরিক প্রতিবন্ধীদের অধিকার , তাদের প্রতি সমাজের যে দায়িত্ব সেটাও ব্যাখ্যা করা হবে ৷


প্রথম পর্যায়ে 33 হাজার 120 জন বিশেষজ্ঞ মোট ৪২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে ৷ ভারতে প্রায় 1 লাখ স্কুল রয়েছে যেগুলিতে মাত্র একজন শিক্ষক রয়েছেন ৷ এই প্রকল্পের আর একটি উদ্দেশ্য এই ধরনের স্কুলগুলির জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ ৷

শিশুশিক্ষার বিকাশের জন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষক-শিক্ষিকাদের সৃজনশীল শিক্ষার প্রয়োজন ৷ কোঠারি, চট্টোপাধ্যায়, যশপালের মতো কমিটিগুলির সমীক্ষা ও শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখনও নিম্নমানের ৷ বার্ষিক সমীক্ষার প্রতিবেদনেই দেখা গেছে, স্কুলের গণ্ডি পেরোনো বেশিরভাগ শিক্ষার্থীই নিজের মাতৃভাষায় পড়তে, লিখতে জানে না ৷ একারণেই সরকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে এবং তাদের শিক্ষার বিকাশের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।


মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে জাতীয় স্তরে এজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ প্রকল্পটির নাম "নিষ্ঠা" NISHTHA ৷ দেশের 120 টি জায়গার স্কুল এই প্রকল্পের অন্তর্গত ৷ সেই স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ উদ্যোক্তা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) , ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (NIEPA) , কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি ৷

এই নিষ্ঠা (NISHTHA)প্রকল্পটি বিশ্বের সবথেকে বড় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ৷ এই কর্মসূচিতে প্রাথমিকভাবে শিশুদের পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও দলগত মনোভাব বিকাশ সম্পর্কে সচেতন করবে ৷ এছাড়া শিশুদের যৌন নির্যাতন সম্পর্কেও সচেতন করা হবে ৷ POCSO আইন কী তা নিয়ে আলোচনা করা হবে ৷ শারীরিক প্রতিবন্ধীদের অধিকার , তাদের প্রতি সমাজের যে দায়িত্ব সেটাও ব্যাখ্যা করা হবে ৷


প্রথম পর্যায়ে 33 হাজার 120 জন বিশেষজ্ঞ মোট ৪২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে ৷ ভারতে প্রায় 1 লাখ স্কুল রয়েছে যেগুলিতে মাত্র একজন শিক্ষক রয়েছেন ৷ এই প্রকল্পের আর একটি উদ্দেশ্য এই ধরনের স্কুলগুলির জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ ৷

Bharuch (Gujarat), Sep 12 (ANI): Several parts of Gujarat's Bharuch district are facing a flood-like situation as the water-level of river Narmada has swollen due to heavy rainfall. While talking about the situation and rescue operation, Bharuch District Collector MD Modiya informed that around 4,000 people from 23 villages have been rescued. He said, "The river is flowing at 31.85 metres which is much higher than the danger level. Situation is stable. 2 NDRF and 1 SDRF teams are on standby in Bharuch".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.