শিশুশিক্ষার বিকাশের জন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষক-শিক্ষিকাদের সৃজনশীল শিক্ষার প্রয়োজন ৷ কোঠারি, চট্টোপাধ্যায়, যশপালের মতো কমিটিগুলির সমীক্ষা ও শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখনও নিম্নমানের ৷ বার্ষিক সমীক্ষার প্রতিবেদনেই দেখা গেছে, স্কুলের গণ্ডি পেরোনো বেশিরভাগ শিক্ষার্থীই নিজের মাতৃভাষায় পড়তে, লিখতে জানে না ৷ একারণেই সরকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে এবং তাদের শিক্ষার বিকাশের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে জাতীয় স্তরে এজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ প্রকল্পটির নাম "নিষ্ঠা" NISHTHA ৷ দেশের 120 টি জায়গার স্কুল এই প্রকল্পের অন্তর্গত ৷ সেই স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ উদ্যোক্তা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) , ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (NIEPA) , কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি ৷
এই নিষ্ঠা (NISHTHA)প্রকল্পটি বিশ্বের সবথেকে বড় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ৷ এই কর্মসূচিতে প্রাথমিকভাবে শিশুদের পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও দলগত মনোভাব বিকাশ সম্পর্কে সচেতন করবে ৷ এছাড়া শিশুদের যৌন নির্যাতন সম্পর্কেও সচেতন করা হবে ৷ POCSO আইন কী তা নিয়ে আলোচনা করা হবে ৷ শারীরিক প্রতিবন্ধীদের অধিকার , তাদের প্রতি সমাজের যে দায়িত্ব সেটাও ব্যাখ্যা করা হবে ৷
প্রথম পর্যায়ে 33 হাজার 120 জন বিশেষজ্ঞ মোট ৪২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে ৷ ভারতে প্রায় 1 লাখ স্কুল রয়েছে যেগুলিতে মাত্র একজন শিক্ষক রয়েছেন ৷ এই প্রকল্পের আর একটি উদ্দেশ্য এই ধরনের স্কুলগুলির জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ ৷