ETV Bharat / bharat

TDP নেতা খুন, কাঠগড়ায় YSRCP - Andhrapradesh TDP leader allegedly murdered

খুন হলেন TDP নেতা এবং ব্যবসায়ী মঞ্জুলা সুব্বারাও । YSRCP দলের লোকেরা তাঁকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে ।

image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 18, 2019, 2:20 PM IST

অন্ধ্রপ্রদেশ, 18 ডিসেম্বর : খুন হলেন TDP নেতা এবং ব্যবসায়ী মঞ্জুলা সুব্বারাও । গতকাল কুর্নল জেলার বেলুম গুহা এলাকায় তাঁকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ । প্রায় 12 জন এই খুনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে ।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা YSRCP দলের । সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP-তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে । বহু দিন থেকেই সুব্বারাওয়ের গতিবিধির উপর নজর রাখছিল খুনিরা । তাই তারা জানত যে তিনি ব্যক্তিগত কাজের জন্য বেলুম গুহায় যাবেন । সেই মতো তাঁরা সেখানে উপস্থিত হয় । সুযোগ বুঝে হামলাকারীরা TDP নেতাকে তারা গাড়ি থেকে টেনে বের করে এবং পরে তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানায় পুলিশ সূত্র ।

সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ । এ প্রসঙ্গে CI সুব্বা রায়দু বলেন, "কে নারায়ণ রেড্ডি এবং অম্বাতি গুরুভি রেড্ডি এই মামলার প্রধান অভিযুক্ত । তাঁরা YSRCP দলের । নিহত ও প্রধান অভিযুক্তরা উভয়ই একই গ্রামের বাসিন্দা । অনেক দিন থেকেই তাঁদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা ছিল । তার জেরেই এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে ।

অন্ধ্রপ্রদেশ, 18 ডিসেম্বর : খুন হলেন TDP নেতা এবং ব্যবসায়ী মঞ্জুলা সুব্বারাও । গতকাল কুর্নল জেলার বেলুম গুহা এলাকায় তাঁকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ । প্রায় 12 জন এই খুনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে ।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা YSRCP দলের । সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP-তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে । বহু দিন থেকেই সুব্বারাওয়ের গতিবিধির উপর নজর রাখছিল খুনিরা । তাই তারা জানত যে তিনি ব্যক্তিগত কাজের জন্য বেলুম গুহায় যাবেন । সেই মতো তাঁরা সেখানে উপস্থিত হয় । সুযোগ বুঝে হামলাকারীরা TDP নেতাকে তারা গাড়ি থেকে টেনে বের করে এবং পরে তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানায় পুলিশ সূত্র ।

সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ । এ প্রসঙ্গে CI সুব্বা রায়দু বলেন, "কে নারায়ণ রেড্ডি এবং অম্বাতি গুরুভি রেড্ডি এই মামলার প্রধান অভিযুক্ত । তাঁরা YSRCP দলের । নিহত ও প্রধান অভিযুক্তরা উভয়ই একই গ্রামের বাসিন্দা । অনেক দিন থেকেই তাঁদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা ছিল । তার জেরেই এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে ।

Bengaluru, Dec 18 (ANI): While speaking to ANI in Bengaluru on the Citizenship Amendment Act (CAA), Congress leader DK Shivakumar said, "Many of the Bharatiya Janata Party (BJP) states have said that it is very difficult to implement this bill. The bill itself is unconstitutional and it is not in the interest of the country." "A government or a political party can't force any individual to take any religion or practice and what the central government has done is not with the democracy," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.