ETV Bharat / bharat

শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি "শিকারি" টাটা কেসট্রেল - TATA Kestrel is a modern armoured personnel carrier in Indian army

কেসট্রেল হল এক ধরনের পাখি ৷ মারাত্মক শিকার ক্ষমতার জন্য এই পাখিকে অন্য পাখিদের থেকে আলাদা করা যায় ৷ সেরকমই , এই কেসট্রেল অস্ত্রও শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি ৷

TATA Kestrel is a modern armoured personnel carrier in Indian army
যে কোনও সময়ই শত্রুপক্ষের উপর ভারী উভচরী যুদ্ধ ট্যাঙ্ক কেসট্রেল
author img

By

Published : Aug 19, 2020, 7:00 AM IST

TATA কেসট্রেল হল আমার্ড পার্সোনাল ক্যারিয়ার ৷ এটি একটি সশস্ত্র যুদ্ধ ট্যাঙ্ক ৷ টাটা মোটরস ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনের (DRDO) যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্কটি ৷ এর আরেকটি নাম WhAP (Wheeled Amphibious Platform) ৷

কেসট্রেল হল এক ধরনের পাখি ৷ মারাত্মক শিকার ক্ষমতার জন্য এই পাখিকে অন্য পাখিদের থেকে আলাদা করা যায় ৷ সেরকমই , এই কেসট্রেল অস্ত্রও শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি ৷ পাশাপাশি, ট্যাঙ্কটি "উভচরী" ৷ অর্থাৎ চলতে পারে স্থলে ও জলে, দুই জায়গাতেই ৷ এর গতি স্থলে প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার ৷ জলে ঘণ্টায় 10 কিলোমিটার ৷ জলে ভাসার জন্য অস্ত্রটিতে রয়েছে দু'টি ওয়াটার জেট প্রপেলার ও একটি ট্রিম ভ্যান ৷

ভারতীয় সেনার অত্যাধুনিক পাশ্চাত্য অস্ত্রগুলির মধ্যে কেসট্রেলও একটি ৷ 2019 সালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক এই অস্ত্র ট্যাঙ্কটি তৈরিতে ছাড়পত্র দেয় ও বন্ধুদেশগুলিতে তা রপ্তানির অনুমতি দেয় ৷

ডিজ়াইন

  • ওজন - 22.5 - 26 টন
  • লম্বা - 7.80 মিটার
  • প্রস্থ - 2.95 মিটার
  • উচ্চতা - 2.28 মিটার
  • চাকা - 8x8
  • ইঞ্জিন - 600 হর্সপাওয়ারের 1 X ডিজ়েল ইঞ্জিন
  • রেঞ্জ - 600 কিলোমিটার
  • ক্রু সদস্য থাকতে পারে - 3 জন ক্রু + 9 জন প্যাসেঞ্জার

কী কী অস্ত্র থাকে এই কেসট্রেল ট্যাঙ্কে ?

  • একটি কংসবার্গ প্রোটেক্টর MCT-30R ৷ যা চলে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে ৷
  • ট্যাঙ্কটি থাকে একটি 30 mm অটোক্যানন দিয়ে ৷ এটিই এই ট্যাঙ্কের প্রধান অস্ত্র ৷ এই ক্যাননটি শত্রুপক্ষের বর্ম ভেদ করার মতো বিস্ফোরক সাবলীলভাবে ছুঁড়তে পারে ৷ পাশাপাশি, যে কোনও উচ্চ বিস্ফোরক ছুঁড়তে পারে এই ক্যানন ৷ 3 হাজার মিটার পর্যন্ত দূরত্বে ছুঁড়তে পারে বিস্ফোরক ৷
  • এছাড়াও থাকে একটি 7.62 mm - এর একটি কক্সিয়াল মেশিন গান ৷
  • কেসট্রেলের উন্নত প্রজেক্টে যুক্ত করা হয়েছে আরও একটি 12.7 mm মেশিন গান ও 40 mm অটোমেটিক গ্রেনেড লঞ্চার ৷ সঙ্গে যোগ করা হয়েছে দু'টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজ়াইল লঞ্চার, জাভেলিন ৷ যাতে আছে কুইক ফায়ার মোড ৷ নতুন কেসট্রেলের মডেলটি হয়েছে আগের থেকে আরও বেশি হালকা ৷ শত্রুপক্ষের ঘাঁটিতে ঢুকে গিয়ে হামলা করতে সক্ষম এই অস্ত্র ৷

TATA কেসট্রেল হল আমার্ড পার্সোনাল ক্যারিয়ার ৷ এটি একটি সশস্ত্র যুদ্ধ ট্যাঙ্ক ৷ টাটা মোটরস ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনের (DRDO) যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্কটি ৷ এর আরেকটি নাম WhAP (Wheeled Amphibious Platform) ৷

কেসট্রেল হল এক ধরনের পাখি ৷ মারাত্মক শিকার ক্ষমতার জন্য এই পাখিকে অন্য পাখিদের থেকে আলাদা করা যায় ৷ সেরকমই , এই কেসট্রেল অস্ত্রও শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি ৷ পাশাপাশি, ট্যাঙ্কটি "উভচরী" ৷ অর্থাৎ চলতে পারে স্থলে ও জলে, দুই জায়গাতেই ৷ এর গতি স্থলে প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার ৷ জলে ঘণ্টায় 10 কিলোমিটার ৷ জলে ভাসার জন্য অস্ত্রটিতে রয়েছে দু'টি ওয়াটার জেট প্রপেলার ও একটি ট্রিম ভ্যান ৷

ভারতীয় সেনার অত্যাধুনিক পাশ্চাত্য অস্ত্রগুলির মধ্যে কেসট্রেলও একটি ৷ 2019 সালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক এই অস্ত্র ট্যাঙ্কটি তৈরিতে ছাড়পত্র দেয় ও বন্ধুদেশগুলিতে তা রপ্তানির অনুমতি দেয় ৷

ডিজ়াইন

  • ওজন - 22.5 - 26 টন
  • লম্বা - 7.80 মিটার
  • প্রস্থ - 2.95 মিটার
  • উচ্চতা - 2.28 মিটার
  • চাকা - 8x8
  • ইঞ্জিন - 600 হর্সপাওয়ারের 1 X ডিজ়েল ইঞ্জিন
  • রেঞ্জ - 600 কিলোমিটার
  • ক্রু সদস্য থাকতে পারে - 3 জন ক্রু + 9 জন প্যাসেঞ্জার

কী কী অস্ত্র থাকে এই কেসট্রেল ট্যাঙ্কে ?

  • একটি কংসবার্গ প্রোটেক্টর MCT-30R ৷ যা চলে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে ৷
  • ট্যাঙ্কটি থাকে একটি 30 mm অটোক্যানন দিয়ে ৷ এটিই এই ট্যাঙ্কের প্রধান অস্ত্র ৷ এই ক্যাননটি শত্রুপক্ষের বর্ম ভেদ করার মতো বিস্ফোরক সাবলীলভাবে ছুঁড়তে পারে ৷ পাশাপাশি, যে কোনও উচ্চ বিস্ফোরক ছুঁড়তে পারে এই ক্যানন ৷ 3 হাজার মিটার পর্যন্ত দূরত্বে ছুঁড়তে পারে বিস্ফোরক ৷
  • এছাড়াও থাকে একটি 7.62 mm - এর একটি কক্সিয়াল মেশিন গান ৷
  • কেসট্রেলের উন্নত প্রজেক্টে যুক্ত করা হয়েছে আরও একটি 12.7 mm মেশিন গান ও 40 mm অটোমেটিক গ্রেনেড লঞ্চার ৷ সঙ্গে যোগ করা হয়েছে দু'টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজ়াইল লঞ্চার, জাভেলিন ৷ যাতে আছে কুইক ফায়ার মোড ৷ নতুন কেসট্রেলের মডেলটি হয়েছে আগের থেকে আরও বেশি হালকা ৷ শত্রুপক্ষের ঘাঁটিতে ঢুকে গিয়ে হামলা করতে সক্ষম এই অস্ত্র ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.