দিল্লি, 7 জুন : কেন্দ্রের তরফে 10 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে । জয়া জেটলির নেতৃত্বে মূলত মাতৃত্বের বয়স পরীক্ষা , মায়ের মৃত্যুর অনুপাত তাঁরা পর্যেবক্ষণ করবেন । মায়ের শরীরের পুষ্টি এবং অন্যান্য সমস্যাও খতিয়ে দেখবেন তাঁরা ।
2020-21 সালের কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিলেন । একজন মহিলার সর্বনিম্ন বিয়ের বয়স, মাতৃস্বাস্থ্য ও অন্যান্য বিষয়গুলি পর্যবেক্ষণ করে সেই সংক্রান্ত রিপোর্ট এবং পরামর্শ ছয়মাসের মধ্যে জমা দেওয়ার দায়িত্বে এই টাস্ক ফোর্সকে নিয়োগ করার প্রস্তাব দেওয়া হয় ।
বাজেট ঘোষণার সময় সীতারমন বলেছিলেন, “1978 সালে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 15 বছর থেকে 18 হয়েছে । ভারত এগোচ্ছে । মহিলাদের শিক্ষার সুযোগ বেড়েছে । ”
নারী এবং শিশু উন্নয়নমন্ত্রকের তরফে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে । কেন্দ্রীয় নারী এবং শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি এই বিষয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে এই কাজ করা হবে । আমাদের টাস্ক ফোর্স মাতৃস্বাস্থ্য পরীক্ষা করবে । একজন গর্ভবতী মহিলার পুষ্টির দিকে নজর দেবে । সেই সংক্রান্ত তথ্য জমা দেবে এই টাস্ক ফোর্স । ”