ETV Bharat / bharat

নিরাপদ পানীয় জলের তালিকায় দেশে দ্বিতীয় হায়দরাবাদের কলের জল - হায়দরাবাদের পানীয় জল নিরাপদ

বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (BIS) বড় বড় শহরের কলের জলের নমুনা নিয়ে পরীক্ষা করে । এই পরীক্ষার ভিত্তিতে তৈরি রিপোর্টই প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী । এই রিপোর্ট অনুযায়ী হায়দরবাদে সরবরাহ কলের জল পান করার জন্য নিরাপদ ।

ফাইল ফোটো
author img

By

Published : Nov 19, 2019, 9:16 AM IST

হায়দরাবাদ, 19 নভেম্বর : হায়দরবাদে সরবরাহ কলের জল পানের জন্য নিরাপদ । শুধু তাই নয়, এদিক থেকে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদের কলের জল । কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে । এই রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের কলের পানীয় জল দেশের মধ্যে সবথেকে নিরাপদ ।

বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (BIS) বড় বড় শহরের কলের জলের নমুনা নিয়ে পরীক্ষা করে । এই পরীক্ষার ভিত্তিতে তৈরি রিপোর্টই প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী । এই রিপোর্ট অনুযায়ী 21 বড় শহরের মধ্যে দিল্লির কলের পানীয় জল পানের জন্য সবথেকে বেশি অযোগ্য ।

2012 সালে পানীয় জলের গুণমানের 28 টি মানদণ্ড নির্ধারণ করে বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স । এই মানদণ্ডগুলির উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন শহরের পানীয় জলের নমুনা পরীক্ষা হয় । এই পরীক্ষায় হায়দরাবাদের কলের জলের একটিমাত্র নমুনা গুণমানের মানদণ্ড পর্যন্ত পৌঁছাতে পারেনি ।

পাসওয়ান এই রিপোর্ট প্রকাশের সময় বলেন, "মানুষের পরিষ্কার ও নিরাপদ পানীয় জল পাওয়ার মৌলিক অধিকার রয়েছে । সেই কারণেই আমরা এই নমুনা পরীক্ষার কাজটা করি । এর সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় । কারণ আমরা সকলে মানুষের জীবন নিয়ে চিন্তিত ।"

এই রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ শহরের কলের জলের নমুনা গুণমানের মানদণ্ডের দিক থেকে অযোগ্য । অর্থাৎ এই শহরগুলির পানীয় জল বিভিন্নরকম অসুখের কারণ হতে পারে ।

হায়দরাবাদ, 19 নভেম্বর : হায়দরবাদে সরবরাহ কলের জল পানের জন্য নিরাপদ । শুধু তাই নয়, এদিক থেকে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদের কলের জল । কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে । এই রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের কলের পানীয় জল দেশের মধ্যে সবথেকে নিরাপদ ।

বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (BIS) বড় বড় শহরের কলের জলের নমুনা নিয়ে পরীক্ষা করে । এই পরীক্ষার ভিত্তিতে তৈরি রিপোর্টই প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী । এই রিপোর্ট অনুযায়ী 21 বড় শহরের মধ্যে দিল্লির কলের পানীয় জল পানের জন্য সবথেকে বেশি অযোগ্য ।

2012 সালে পানীয় জলের গুণমানের 28 টি মানদণ্ড নির্ধারণ করে বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স । এই মানদণ্ডগুলির উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন শহরের পানীয় জলের নমুনা পরীক্ষা হয় । এই পরীক্ষায় হায়দরাবাদের কলের জলের একটিমাত্র নমুনা গুণমানের মানদণ্ড পর্যন্ত পৌঁছাতে পারেনি ।

পাসওয়ান এই রিপোর্ট প্রকাশের সময় বলেন, "মানুষের পরিষ্কার ও নিরাপদ পানীয় জল পাওয়ার মৌলিক অধিকার রয়েছে । সেই কারণেই আমরা এই নমুনা পরীক্ষার কাজটা করি । এর সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় । কারণ আমরা সকলে মানুষের জীবন নিয়ে চিন্তিত ।"

এই রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ শহরের কলের জলের নমুনা গুণমানের মানদণ্ডের দিক থেকে অযোগ্য । অর্থাৎ এই শহরগুলির পানীয় জল বিভিন্নরকম অসুখের কারণ হতে পারে ।

Buxar (Bihar), Nov 15 (ANI): A heated argument broke out between MoS for Health and Family Welfare, Ashwini Choubey and the people who had gathered outside the guest house he was staying in, to stage a protest against defunct ultrasound machine at district hospital, in Bihar's Buxar. Speaking to ANI, a protestor said, "Since last 10 months ultrasound machine is lying defunct in the district hospital even after assurance from minister. We came to protest, minister got angry and started pushing us."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.