ETV Bharat / bharat

কমলা হ্যারিসের জয় কামনায় পুজো, সেজে উঠেছে তামিলনাড়ুর গ্রাম

author img

By

Published : Aug 16, 2020, 9:06 PM IST

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে 55 বছর বয়সি কমলা হ্যারিসকে মনোনীত করেন । তারপরই শিরোনামনে তামিলনাড়ুর গ্রাম ।

Painganadu
Painganadu

পাইঙ্গানাড়ু (তামিলনাড়ু), 16 অগাস্ট : অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে ডেমোক্র্যাটরা । এরপরই খবরের শিরোনামে তামিলনাড়ুর একটি প্রত্যন্ত গ্রাম । কারণ হ্যারিসের দাদু-দিদা এই গ্রামেই থাকেন ।

পাইঙ্গানাড়ু কৃষি গ্রামটি কাবেরীর ব-দ্বীপে তিরুভারুর জেলার মান্নারগুড়ির কাছে অবস্থিত । কমলা হ্যারিসের জয় কামনা করে ইতিমধ্যেই সেখানে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে । পাশাপাশি সেজে উঠছে গোটা গ্রাম ।

হ্যারিসের মা, শ্যামলা ছিলেন পি ভি গোপালনের কন্যা, যিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং পরে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন । হ্যারিসের দিদা রাজম থুলাসিন্থিরাপুরম গ্রামের বাসিন্দা । তার জয় কামনা করে গ্রামে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে । কমলা হ্যারিসের পূর্বপুরুষরা গ্রাম ছেড়ে চলে গেলেও সেখানকার মন্দিরের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে ।

গোপালন এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে মন্দির সংস্কারের জন্য অনুদানও দিয়েছেন । অ্যামেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসের জয়ের জন্য গ্রামের বাসিন্দারা সেবুগা পেরুমাল মন্দিরে প্রার্থনা করছেন । এই গ্রামের ভগবান বিষ্ণুর মন্দিরে সম্প্রতি হ্যারিসের জন্য পূজারও আয়োজন করা হয় । মন্দির কর্তৃপক্ষের কথায়, কমলা হ্যারিসের পরিবার এখনও নিজেদের শিকড় এবং সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে । তাঁর পরিবার মন্দিরের জন্য অর্থও দান করেছে । 2014 সালে কমলা হ্যারিসের নামে একটি অনুদান দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মন্দিরের ট্রাস্টি রামানি ।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে 55 বছর বয়সি কমলা হ্যারিসকে মনোনীত করেন ।

পাইঙ্গানাড়ু (তামিলনাড়ু), 16 অগাস্ট : অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে ডেমোক্র্যাটরা । এরপরই খবরের শিরোনামে তামিলনাড়ুর একটি প্রত্যন্ত গ্রাম । কারণ হ্যারিসের দাদু-দিদা এই গ্রামেই থাকেন ।

পাইঙ্গানাড়ু কৃষি গ্রামটি কাবেরীর ব-দ্বীপে তিরুভারুর জেলার মান্নারগুড়ির কাছে অবস্থিত । কমলা হ্যারিসের জয় কামনা করে ইতিমধ্যেই সেখানে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে । পাশাপাশি সেজে উঠছে গোটা গ্রাম ।

হ্যারিসের মা, শ্যামলা ছিলেন পি ভি গোপালনের কন্যা, যিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং পরে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন । হ্যারিসের দিদা রাজম থুলাসিন্থিরাপুরম গ্রামের বাসিন্দা । তার জয় কামনা করে গ্রামে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে । কমলা হ্যারিসের পূর্বপুরুষরা গ্রাম ছেড়ে চলে গেলেও সেখানকার মন্দিরের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে ।

গোপালন এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে মন্দির সংস্কারের জন্য অনুদানও দিয়েছেন । অ্যামেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসের জয়ের জন্য গ্রামের বাসিন্দারা সেবুগা পেরুমাল মন্দিরে প্রার্থনা করছেন । এই গ্রামের ভগবান বিষ্ণুর মন্দিরে সম্প্রতি হ্যারিসের জন্য পূজারও আয়োজন করা হয় । মন্দির কর্তৃপক্ষের কথায়, কমলা হ্যারিসের পরিবার এখনও নিজেদের শিকড় এবং সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে । তাঁর পরিবার মন্দিরের জন্য অর্থও দান করেছে । 2014 সালে কমলা হ্যারিসের নামে একটি অনুদান দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মন্দিরের ট্রাস্টি রামানি ।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে 55 বছর বয়সি কমলা হ্যারিসকে মনোনীত করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.