ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল - কোরোনা ভাইরাসের খবর

শেষ কয়েকদিন ধরে নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছিলেন চিকিৎসকরা । আজ সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয় ।

বানওড়ারিলাল পুরোহিত
বানওড়ারিলাল পুরোহিত
author img

By

Published : Aug 2, 2020, 9:08 PM IST

চেন্নাই, 2 অগাস্ট : কোরোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বানওড়ারিলাল পুরোহিত । তাঁর শরীরে কোরোনার মৃদু উপসর্গ রয়েছে । আজ সকালে তামিলনাড়ুর রাজ্যপালকে চেন্নাইয়ের আলওয়াপেটে কাবেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । পরে অবশ্য তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকার জন্য বলা হয় ।

বিগত একমাসে তামিলনাড়ু রাজভবনের মোট 84 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছিল । এর মধ্যে রয়েছে রাজভবনের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও দমকলকর্মী । 29 জুলাই রাজভবনের তিনজন কর্মী কোরোনায় সংক্রমিত হন । রাজভবনের ভিতরে কোরোনা পরিস্থিতি দিন দিন কঠিন হতে শুরু করায় সেদিন থেকেই রাজ্যপাল বানওয়ারিলাল বাড়িতে কোয়ারানটিনে ছিলেন ।

বানওড়ারিলাল পুরোহিত
হাসপাতাল থেকে জারি করা মেডিকেল বুলেটিন

শেষ কয়েকদিন ধরে নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছিলেন চিকিৎসকরা । আগের মেডিকেল বুলেটিনগুলিতে কোনও সংক্রমণের হদিস না পাওয়া গেলেও এবার কোরোনার সংক্রমণ ধরা পড়ে তাঁর শরীরে । যদিও কাবেরি হাসপাতালের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

আরও পড়ুন : কোরোনায় আক্রান্ত অমিত শাহ

তবে যে 84 জন কোরোনায় কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা রাজভবনের মূল বিল্ডিংয়ে কাজ করতেন না বলে রাজভবনের তরফে জানানো হয়েছে । তাঁরা রাজ্যপাল বা রাজভবনের কোনও শীর্ষ আধিকারিকের সংস্পর্শে আসেননি বলেও রাজভবন থেকে জানানো হয়েছে ।

তামিলনাড়ুতে কোরোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে । চেন্নাই ও সংলগ্ন বেশ কিছু জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ।

চেন্নাই, 2 অগাস্ট : কোরোনায় আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বানওড়ারিলাল পুরোহিত । তাঁর শরীরে কোরোনার মৃদু উপসর্গ রয়েছে । আজ সকালে তামিলনাড়ুর রাজ্যপালকে চেন্নাইয়ের আলওয়াপেটে কাবেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । পরে অবশ্য তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকার জন্য বলা হয় ।

বিগত একমাসে তামিলনাড়ু রাজভবনের মোট 84 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছিল । এর মধ্যে রয়েছে রাজভবনের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও দমকলকর্মী । 29 জুলাই রাজভবনের তিনজন কর্মী কোরোনায় সংক্রমিত হন । রাজভবনের ভিতরে কোরোনা পরিস্থিতি দিন দিন কঠিন হতে শুরু করায় সেদিন থেকেই রাজ্যপাল বানওয়ারিলাল বাড়িতে কোয়ারানটিনে ছিলেন ।

বানওড়ারিলাল পুরোহিত
হাসপাতাল থেকে জারি করা মেডিকেল বুলেটিন

শেষ কয়েকদিন ধরে নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছিলেন চিকিৎসকরা । আগের মেডিকেল বুলেটিনগুলিতে কোনও সংক্রমণের হদিস না পাওয়া গেলেও এবার কোরোনার সংক্রমণ ধরা পড়ে তাঁর শরীরে । যদিও কাবেরি হাসপাতালের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

আরও পড়ুন : কোরোনায় আক্রান্ত অমিত শাহ

তবে যে 84 জন কোরোনায় কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা রাজভবনের মূল বিল্ডিংয়ে কাজ করতেন না বলে রাজভবনের তরফে জানানো হয়েছে । তাঁরা রাজ্যপাল বা রাজভবনের কোনও শীর্ষ আধিকারিকের সংস্পর্শে আসেননি বলেও রাজভবন থেকে জানানো হয়েছে ।

তামিলনাড়ুতে কোরোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে । চেন্নাই ও সংলগ্ন বেশ কিছু জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.