ETV Bharat / bharat

6 ঘণ্টা ধরে মারধর, থানার দেওয়ালে রক্তের দাগ ; তামিলনাড়ুতে বাবা-ছেলের মৃত্যুর তদন্তে জানাল CBI

19 জুন জয়রাজ এবং বেন্নিকসকে গ্রেপ্তার করেছিল তামিলনাড়ু পুলিশ । পুলিশ হেপাজতে মৃত্যু হয় তাঁদের । CBI তদন্তে জানা যায়, সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে রাত 3টে পর্যন্ত তাঁদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল ।

author img

By

Published : Oct 27, 2020, 5:30 PM IST

tamil nadu
tamil nadu

চেন্নাই, 27 অক্টোবর : ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল শারীরিক অত্যাচার । থানার দেওয়ালে লেগেছিল রক্ত । জুনে পুলিশ হেপাজতে তামিলনাড়ুর বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় CBI তদন্তে উঠে এল এই সব তথ্যই ।

দেশজুড়ে তখন লকডাউন । কিছুটা শিথিল হলেও অনেক কিছুতে তখনও নিষেধাজ্ঞা রয়েছে । অতিরিক্ত 15 মিনিট মোবাইল দোকান খুলে রেখেছিলেন তাঁরা । এই অভিযোগেই 19 জুন জয়রাজ এবং বেন্নিকসকে গ্রেপ্তার করেছিল তামিলনাড়ু পুলিশ । প্রথমে জয়রাজকে গ্রেপ্তার করা হয় । থানায় যেতেই তাঁর ছেলে বেন্নিকসকেও গ্রেপ্তার করে তারা ।

CBI-এর তরফে সম্প্রতি চার্জশিট পেশ করা হয়েছে । সেখানে উল্লেখ করা হয়েছে, "সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে রাত 3টে পর্যন্ত বারবার তাঁদের উপর চলেছিল নৃশংস অত্যাচার ।" পুলিশকর্মীরা বেন্নিকসকে দিয়ে জোর করে থানার দেওয়ালে লেগে যাওয়া রক্ত মোছায় । ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, গুরুতর আঘাতের কারণে বেন্নিকসের মৃত্যু হয়েছে । সনথানকুলম থানার দেওয়ালে রক্তের দাগ পায় ফরেনসিক দল ।

অপরাধ ঢাকা দেওয়ার জন্য বেন্নিকস এবং জয়রাজের বিরুদ্ধে মিথ্যে FIR দায়ের করা হয় বলে জানায় CBI । তাঁরা লকডাউন নির্দেশিকা লঙ্ঘন করেননি । এখানেই শেষ হয়নি । এরপর পুলিশ সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করে । দু'জনের রক্ত মাখা জামা সরকারি হাসপাতালের ডাস্টবিনে ফেলে দেয় ।

19 জুন সন্ধ্যা থেকে রাত-ভোর পর্যন্ত তাঁদের উপর অকথ্য অত্যাচার করে পুলিশ । লাঠি দিয়ে তাঁদের মারা হয় । 22 জুন মৃত্যু হয় জয়রাজ ও বেন্নিকসের । তবে সেইদিনের কোনও CCTV ফুটেজ পাওয়া যায়নি ।

তাঁদের মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চলে বিক্ষোভ-প্রতিবাদ । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী তদন্তের দায়িত্ব দেন CBI-কে । মৃতদের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারকে একজনের চাকরি দেবেন বলেও ঘোষণা করেন । কিন্তু পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে কিছু বলেননি তিনি ।

চেন্নাই, 27 অক্টোবর : ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল শারীরিক অত্যাচার । থানার দেওয়ালে লেগেছিল রক্ত । জুনে পুলিশ হেপাজতে তামিলনাড়ুর বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় CBI তদন্তে উঠে এল এই সব তথ্যই ।

দেশজুড়ে তখন লকডাউন । কিছুটা শিথিল হলেও অনেক কিছুতে তখনও নিষেধাজ্ঞা রয়েছে । অতিরিক্ত 15 মিনিট মোবাইল দোকান খুলে রেখেছিলেন তাঁরা । এই অভিযোগেই 19 জুন জয়রাজ এবং বেন্নিকসকে গ্রেপ্তার করেছিল তামিলনাড়ু পুলিশ । প্রথমে জয়রাজকে গ্রেপ্তার করা হয় । থানায় যেতেই তাঁর ছেলে বেন্নিকসকেও গ্রেপ্তার করে তারা ।

CBI-এর তরফে সম্প্রতি চার্জশিট পেশ করা হয়েছে । সেখানে উল্লেখ করা হয়েছে, "সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে রাত 3টে পর্যন্ত বারবার তাঁদের উপর চলেছিল নৃশংস অত্যাচার ।" পুলিশকর্মীরা বেন্নিকসকে দিয়ে জোর করে থানার দেওয়ালে লেগে যাওয়া রক্ত মোছায় । ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, গুরুতর আঘাতের কারণে বেন্নিকসের মৃত্যু হয়েছে । সনথানকুলম থানার দেওয়ালে রক্তের দাগ পায় ফরেনসিক দল ।

অপরাধ ঢাকা দেওয়ার জন্য বেন্নিকস এবং জয়রাজের বিরুদ্ধে মিথ্যে FIR দায়ের করা হয় বলে জানায় CBI । তাঁরা লকডাউন নির্দেশিকা লঙ্ঘন করেননি । এখানেই শেষ হয়নি । এরপর পুলিশ সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করে । দু'জনের রক্ত মাখা জামা সরকারি হাসপাতালের ডাস্টবিনে ফেলে দেয় ।

19 জুন সন্ধ্যা থেকে রাত-ভোর পর্যন্ত তাঁদের উপর অকথ্য অত্যাচার করে পুলিশ । লাঠি দিয়ে তাঁদের মারা হয় । 22 জুন মৃত্যু হয় জয়রাজ ও বেন্নিকসের । তবে সেইদিনের কোনও CCTV ফুটেজ পাওয়া যায়নি ।

তাঁদের মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চলে বিক্ষোভ-প্রতিবাদ । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী তদন্তের দায়িত্ব দেন CBI-কে । মৃতদের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারকে একজনের চাকরি দেবেন বলেও ঘোষণা করেন । কিন্তু পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে কিছু বলেননি তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.