ETV Bharat / bharat

পর্যটকদের জন্য এখনই খুলছে না তাজমহল, আগ্রা ফোর্ট, আকবর টম্ব - Taj Mahal

পর্যটকদের জন্য এখনই খুলছে না তাজমহল, আগ্রা ফোর্ট, আকবর টম্ব ৷ বাফার জ়োনে থাকায় এই স্মৃতি সৌধগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Taj Mahal, other monuments to not reopen as Agra sees surge in COVID-19
পর্যটকেদের প্রবেশে নিষেধজ্ঞা বহাল 'তাজমহলে'
author img

By

Published : Jul 6, 2020, 3:07 PM IST

আগ্রা, 6 জুলাই : বাফার জো্নে রয়েছে 'তাজমহল', 'আগ্রা ফোর্ট', 'আকবর টম্ব' ৷ তাই কোরোনা পরিস্থিতিতে বন্ধ রাখা হবে এই স্মৃতিসৌধগুলো ৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্মৃতিসৌধগুলো বন্ধ রাখা হবে বলে জানান আগ্রার জেলা শাসক প্রভু এন সিং৷

এবিষয়ে আগ্রার জেলাশাসক প্রভু এন সিং বলেন, "গত চার দিনে এই এলাকায় 55 জন কোরোনা আক্রান্তের হদিশ মিলেছে ৷ যার ফলে 71টি কনটেইনমেন্ট জো্ন তৈরি হয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে যদি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাহলে আরও দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷"

উল্লেখ্য, আনলক 2 পর্বেও উত্তরপ্রদেশে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে এরাজ্য়ে কোরোনা আক্রান্তের সংখ্যা পাড় করেছে 26 হাজার ৷ সুস্থ হয়ে উঠেছেন 18 হাজার 154 জন ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 773 জনের ৷ এমন পরিস্থিতিতে তাজমহলে পর্যটকেদের প্রবেশাধিকারের অনুমতি দিলে, সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ তাই যতদিন পর্যন্ত না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততদিন বন্ধ রাখা হবে 'তাজমহল', 'আগ্রা ফোর্ট', 'আকবর টম্ব' ৷

প্রসঙ্গত, দেশজুড়ে কোরোনা মোকাবিলায় জারি হয় লকডাউন ৷ এরফলে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত পর্যটন কেন্দ্র ও স্মৃতিসৌধগুলো ৷ কিন্তু, কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী 6 জুলাই থেকে দেশের স্মৃতিসৌধগুলো পর্যটকেদের জন্য খুলে দেওয়ার ঘোষণা করেন ৷ সেক্ষেত্রেও সরকারের বিধিনিষেধ মেনেই খোলার নির্দেশ দেওয়া হয় ৷ সেইমতোআর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে অন্য সমস্ত স্মৃতিসৌধগুলো আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ৷

আগ্রা, 6 জুলাই : বাফার জো্নে রয়েছে 'তাজমহল', 'আগ্রা ফোর্ট', 'আকবর টম্ব' ৷ তাই কোরোনা পরিস্থিতিতে বন্ধ রাখা হবে এই স্মৃতিসৌধগুলো ৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্মৃতিসৌধগুলো বন্ধ রাখা হবে বলে জানান আগ্রার জেলা শাসক প্রভু এন সিং৷

এবিষয়ে আগ্রার জেলাশাসক প্রভু এন সিং বলেন, "গত চার দিনে এই এলাকায় 55 জন কোরোনা আক্রান্তের হদিশ মিলেছে ৷ যার ফলে 71টি কনটেইনমেন্ট জো্ন তৈরি হয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে যদি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাহলে আরও দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷"

উল্লেখ্য, আনলক 2 পর্বেও উত্তরপ্রদেশে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে এরাজ্য়ে কোরোনা আক্রান্তের সংখ্যা পাড় করেছে 26 হাজার ৷ সুস্থ হয়ে উঠেছেন 18 হাজার 154 জন ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 773 জনের ৷ এমন পরিস্থিতিতে তাজমহলে পর্যটকেদের প্রবেশাধিকারের অনুমতি দিলে, সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ তাই যতদিন পর্যন্ত না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততদিন বন্ধ রাখা হবে 'তাজমহল', 'আগ্রা ফোর্ট', 'আকবর টম্ব' ৷

প্রসঙ্গত, দেশজুড়ে কোরোনা মোকাবিলায় জারি হয় লকডাউন ৷ এরফলে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত পর্যটন কেন্দ্র ও স্মৃতিসৌধগুলো ৷ কিন্তু, কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী 6 জুলাই থেকে দেশের স্মৃতিসৌধগুলো পর্যটকেদের জন্য খুলে দেওয়ার ঘোষণা করেন ৷ সেক্ষেত্রেও সরকারের বিধিনিষেধ মেনেই খোলার নির্দেশ দেওয়া হয় ৷ সেইমতোআর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে অন্য সমস্ত স্মৃতিসৌধগুলো আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.