দিল্লি, 20 জানুয়ারি : নির্ভয়া মামলায় দোষী পবন কুমারের স্পেশাল লিভ পিটিশনের শুনানি আজ সুপ্রিম কোর্টে । দিল্লির ওই প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল পবন । এই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 17 জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী।
স্কুলের নথি অনুযায়ী পবনের জন্ম 8 অক্টোবর, 1996 । কিন্তু এই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট । এরপরেই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের এই রায়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ।
আরও পড়ুন : নাবালকত্ব প্রমাণ করতে সুপ্রিম কোর্টে নির্ভয়াকাণ্ডে দোষী পবন
সুপ্রিম কোর্টে আজ বিচারপতি আর ভানুমতী নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে । নির্ভয়া ধর্ষণের অপর এক দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন আগেই খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এদিকে দিল্লি আদালত ইতিমধ্যে ফাঁসির তারিখ জানিয়ে দিয়েছে ।
-
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: It is just a tactic to delay the execution. His petition was cancelled in 2013 by SC. Review petition was also dismissed by the court. He's doing it just to waste time. But all the convicts must be executed on 1 Feb only. https://t.co/NdTEstgtqE pic.twitter.com/qoxy3pyb1D
— ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: It is just a tactic to delay the execution. His petition was cancelled in 2013 by SC. Review petition was also dismissed by the court. He's doing it just to waste time. But all the convicts must be executed on 1 Feb only. https://t.co/NdTEstgtqE pic.twitter.com/qoxy3pyb1D
— ANI (@ANI) January 20, 2020Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: It is just a tactic to delay the execution. His petition was cancelled in 2013 by SC. Review petition was also dismissed by the court. He's doing it just to waste time. But all the convicts must be executed on 1 Feb only. https://t.co/NdTEstgtqE pic.twitter.com/qoxy3pyb1D
— ANI (@ANI) January 20, 2020
পবন কুমারের নাবালকত্ব প্রমাণের শুনানি নিয়ে মুখ খুলেছেন নির্ভয়ার মা । এর আগেও মৃত্যুদণ্ডে ইচ্ছাকৃতভাবে দেরি করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি । আজ তিনি ফের বলেন, " এটা শুধুমাত্র ফাঁসির আদেশে দেরি করার জন্যই করা হচ্ছে । ওর পিটিশন 2013 সালেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনও খারিজ করা হয়েছিল । ও শুধু সময় নষ্ট করতে চাইছে । সমস্ত দোষীদের 1 ফেব্রুয়ারি ফাঁসি হতেই হবে ।"