ETV Bharat / bharat

RTI-আইনের ঊর্ধ্বে প্রধান বিচারপতিরা ? আজ রায় সুপ্রিম কোর্টে - RTI and CJI verdict

তথ্য জানার অধিকার আইনের (RTI) আওতায় পড়বেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতিরা ? আজ এনিয়ে চূড়ান্ত রায় দেবে দেশের শীর্ষ আদালত ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে ৷

বিচার ব্যবস্থা কি RTI-র আওতাধীন
author img

By

Published : Nov 13, 2019, 10:22 AM IST

দিল্লি, 13 নভেম্বর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিরা কি তথ্য জানার অধিকার আইন (RTI)-এর আওতার পড়বেন ? আজ এই বিষয়ে চূড়ান্ত রায় দিতে চলেছে শীর্ষ আদালত ৷ সংশ্লিষ্ট পদগুলি তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত হলে বিচারপতিদের নিয়োগ, তাঁদের সম্পত্তির খতিয়ানসহ আরও একাধিক বিষয়ে তথ্য জানা যাবে ৷

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় দান করবেন ৷ এই বেঞ্চে রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন এন ভি রামন, ডি ওয়াই চন্দ্রচূড়, দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না ৷ এর আগে 2010 সালে দিল্লি হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় রায়ে ভারতের প্রধান বিচারপতির পদকে তথ্য জানার অধিকার আইনের আওতায় আনার নির্দেশ দেয় ৷ দিল্লি হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট মামলা করে সুপ্রিম কোর্ট প্রশাসন ৷

তথ্য জানার অধিকার কর্মী সুভাস চন্দ্র আগরওয়ালের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের আবেদনের বিরোধিতা করেন আইনজীবি প্রশান্ত ভূষণ ৷ তিনি বলেন, "বিচার ব্যবস্থা একাধিক সময় বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রকাশের নির্দেশ দিয়ে স্বচ্ছতা সামনে এনেছে ৷ তবে বিচার ব্যবস্থার নিজস্ব ক্ষেত্রে কেন এই স্বচ্ছতা আনতে পারছে না ?" পাশাপাশি তাঁর মত, বিচারপতিরা তথ্য জানার অধিকার আইনের আওতায় এলে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে ৷

এবিষয়ে কী বলছে সুপ্রিম কোর্ট?

রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চও বিচার ব্যবস্থায় স্বচ্ছতার প্রসঙ্গটিতে সায় দিয়েছে ৷ এর আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ জানায়, সবকিছু জনসমক্ষে আনার নামে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলে লাভ নেই ৷ একটি ভারসাম্য রাখা প্রয়োজন ৷ সব তথ্য সামনে এলে ভারসাম্য রক্ষিত হবে না ৷ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও কম ৷

পাশাপাশি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনেরালের প্রতিনিধিত্ব করা অ্যাটর্নি জেনেরাল কে কে বেনুগোপাল বিচার ব্যবস্থাকে তথ্যের অধিকার সংক্রান্ত আইনের আওতায় আনার বিরোধিতা করেন ৷ তাঁর মতে, এতে আদতে বিচার ব্যবস্থার স্বাধীনতা ক্ষুন্ন হবে ৷

দিল্লি, 13 নভেম্বর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিরা কি তথ্য জানার অধিকার আইন (RTI)-এর আওতার পড়বেন ? আজ এই বিষয়ে চূড়ান্ত রায় দিতে চলেছে শীর্ষ আদালত ৷ সংশ্লিষ্ট পদগুলি তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত হলে বিচারপতিদের নিয়োগ, তাঁদের সম্পত্তির খতিয়ানসহ আরও একাধিক বিষয়ে তথ্য জানা যাবে ৷

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় দান করবেন ৷ এই বেঞ্চে রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন এন ভি রামন, ডি ওয়াই চন্দ্রচূড়, দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না ৷ এর আগে 2010 সালে দিল্লি হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় রায়ে ভারতের প্রধান বিচারপতির পদকে তথ্য জানার অধিকার আইনের আওতায় আনার নির্দেশ দেয় ৷ দিল্লি হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট মামলা করে সুপ্রিম কোর্ট প্রশাসন ৷

তথ্য জানার অধিকার কর্মী সুভাস চন্দ্র আগরওয়ালের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের আবেদনের বিরোধিতা করেন আইনজীবি প্রশান্ত ভূষণ ৷ তিনি বলেন, "বিচার ব্যবস্থা একাধিক সময় বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রকাশের নির্দেশ দিয়ে স্বচ্ছতা সামনে এনেছে ৷ তবে বিচার ব্যবস্থার নিজস্ব ক্ষেত্রে কেন এই স্বচ্ছতা আনতে পারছে না ?" পাশাপাশি তাঁর মত, বিচারপতিরা তথ্য জানার অধিকার আইনের আওতায় এলে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে ৷

এবিষয়ে কী বলছে সুপ্রিম কোর্ট?

রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চও বিচার ব্যবস্থায় স্বচ্ছতার প্রসঙ্গটিতে সায় দিয়েছে ৷ এর আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ জানায়, সবকিছু জনসমক্ষে আনার নামে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলে লাভ নেই ৷ একটি ভারসাম্য রাখা প্রয়োজন ৷ সব তথ্য সামনে এলে ভারসাম্য রক্ষিত হবে না ৷ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও কম ৷

পাশাপাশি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনেরালের প্রতিনিধিত্ব করা অ্যাটর্নি জেনেরাল কে কে বেনুগোপাল বিচার ব্যবস্থাকে তথ্যের অধিকার সংক্রান্ত আইনের আওতায় আনার বিরোধিতা করেন ৷ তাঁর মতে, এতে আদতে বিচার ব্যবস্থার স্বাধীনতা ক্ষুন্ন হবে ৷

Gurdaspur (Punjab), Nov 09 (ANI): Preparations are underway as Prime Minister Narendra Modi is set to inaugurate the Integrated Check Post of the Kartarpur Corridor in Gurdaspur's Dera Baba Nanak. The Prime Minister will also attend a public meeting at Dera Baba Nanak The inauguration of the ICP will facilitate Indian pilgrims to visit Gurdwara Kartapur Sahib in Pakistan. Meanwhile, security was beefed up at Gurdaspur's Dera Baba Nanak.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.