ETV Bharat / bharat

কেন্দ্র ও সেনার নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন শেহলা, গ্রেপ্তারির দাবিতে মামলা - Shehla Rashid arrest

সুপ্রিম কোর্টের আইনজীবী মামলা করলেন শেহলা রশিদের নামে ৷

সুপ্রিম কোর্টের আইনজীবী মামলা করলেন শেহলা রশিদের নামে ৷
author img

By

Published : Aug 19, 2019, 1:30 PM IST

শ্রীনগর, 19 অগস্ট : ভারত সরকার ও ভারতীয় সেনার বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করছেন ৷ এই অভিযোগে মামলা দায়ের করা হল JNUSU নেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী আলাখ অলোক শেহলার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আজ ৷ শেহলার গ্রেপ্তারের দাবিও করেছেন তিনি অভিযোগে ৷

370 ধারা প্রত্যাহারের পর শেহলা রশিদ টুইট করে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন । শেহলার মতে জম্মু ও কাশ্মীর সরকারকে রাজ্যপাল ও গণপরিষদ থেকে আইনসভা থেকে পরিবর্তন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংবিধান-বিরোধী ।

শেহলা টুইট করেছিলেন শ্রীনগর ও তার কাছাকাছি এলাকায় যাতায়াত করা যাচ্ছে মোটামুটি ৷ তবে গণমাধ্যমের প্রবেশ নিষেধ ৷ তিনি লিখেছিলেন, রান্নার গ্যাসও ফুরিয়ে আসছে এলাকায় ৷ শেহলা টুইটারে অভিযোগ জানিয়েছিলেন, শোপিয়ান এলাকায় চার যুবকের উপর ভারতীয় সেনা অত্যাচার চালিয়েছে ৷ অত্যাচারের শব্দ যাতে এলাকাবাসী শুনতে পান, তাই মাইক লাগানোর অভিযোগও তুলেছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে ৷ এরপরই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শেহলার বিরুদ্ধে ৷

শ্রীনগর, 19 অগস্ট : ভারত সরকার ও ভারতীয় সেনার বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করছেন ৷ এই অভিযোগে মামলা দায়ের করা হল JNUSU নেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী আলাখ অলোক শেহলার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আজ ৷ শেহলার গ্রেপ্তারের দাবিও করেছেন তিনি অভিযোগে ৷

370 ধারা প্রত্যাহারের পর শেহলা রশিদ টুইট করে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন । শেহলার মতে জম্মু ও কাশ্মীর সরকারকে রাজ্যপাল ও গণপরিষদ থেকে আইনসভা থেকে পরিবর্তন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংবিধান-বিরোধী ।

শেহলা টুইট করেছিলেন শ্রীনগর ও তার কাছাকাছি এলাকায় যাতায়াত করা যাচ্ছে মোটামুটি ৷ তবে গণমাধ্যমের প্রবেশ নিষেধ ৷ তিনি লিখেছিলেন, রান্নার গ্যাসও ফুরিয়ে আসছে এলাকায় ৷ শেহলা টুইটারে অভিযোগ জানিয়েছিলেন, শোপিয়ান এলাকায় চার যুবকের উপর ভারতীয় সেনা অত্যাচার চালিয়েছে ৷ অত্যাচারের শব্দ যাতে এলাকাবাসী শুনতে পান, তাই মাইক লাগানোর অভিযোগও তুলেছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে ৷ এরপরই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শেহলার বিরুদ্ধে ৷

Agartala (Tripura), Aug 19 (ANI): Indian Army and Assam Rifles (AR), the oldest paramilitary force, jointly organised an arms display rally, 'Know Your Army' in Tripura's Agartala. The main motive behind the rally was to motivate the youth to join the defence forces. Large number of people flocked to witness the display rally. With elimination of the militant groups of Tripura to a large extent, the situation has totally changed and the youths in large number are participating for recruitment into the security forces.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.