ETV Bharat / bharat

আস্থা ভোট নিয়ে কমল নাথ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

author img

By

Published : Mar 17, 2020, 4:03 PM IST

গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিবরাজ সিং চৌহান সহ 9 BJP নেতা । আজ সেই মামলার শুনানির সময় মধ্যপ্রদেশ সরকারের কাছে নোটিস পাঠাল শীর্ষ আদালত ।

ছবি
ছবি

দিল্লি, 17 মার্চ : দ্রুত আস্থা ভোট করানো নিয়ে গতকাল শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল BJP । আজ সেই মামলার শুনানি ছিল । এবার BJP-র আস্থা ভোটের আবেদন নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ।

কয়েকদিন আগেই কমল নাথ জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যা রয়েছে তাঁর কাছে । এরপর বিধানসভার স্পিকার এন পি প্রজাপতি জানিয়ে দেন, কোরোনার জেরে আস্থা ভোট না করেই 26 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিধানসভা । খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল কমল নাথের সরকার । গতকালই কমল নাথকে দেওয়া একটি চিঠিতে রাজ্যপাল লালজি ট্যান্ডন জানান, আজকের মধ্যে যদি আস্থা অর্জন না করতে পারেন ধরে নেওয়া হবে আপনার সংখ্যাগরিষ্ঠতা নেই ।

এদিকে গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবরাজ সিং চৌহান সহ 9 BJP নেতা । আজ শীর্ষ আদালতে BJP জানায়, রাজ্যপাল লালজি ট্যান্ডনের নির্দেশকে অমান্য করা হয়েছে । শিবরাজ সিং চৌহানের তরফে আইনজীবী মুকুল রোহতগি জানান, দ্রুত আস্থাভোটের প্রয়োজন রয়েছে । পাশাপাশি শুনানির সময় রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি না থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি । 16 কংগ্রেস বিধায়কের তরফে আইনজীবী মনিন্দর সিংয়ের বক্তব্যও শোনে বিচারপতির বেঞ্চ । সমস্ত কিছু শোনার পর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানিয়ে দেয়, আগামীকাল সকাল সাড়ে দশটার সময় এই মামলার শুনানি হবে । পাশাপাশি এই মর্মে আজ মধ্যপ্রদেশের সরকার ও বিধানসভার সচিবকে নোটিস পাঠানো হয় ।

আপাতত, আগামীকালের শুনানির পরই জানা যাবে কোনদিকে এগোচ্ছে মধ্যপ্রদেশের সরকার গঠন ।

দিল্লি, 17 মার্চ : দ্রুত আস্থা ভোট করানো নিয়ে গতকাল শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল BJP । আজ সেই মামলার শুনানি ছিল । এবার BJP-র আস্থা ভোটের আবেদন নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ।

কয়েকদিন আগেই কমল নাথ জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যা রয়েছে তাঁর কাছে । এরপর বিধানসভার স্পিকার এন পি প্রজাপতি জানিয়ে দেন, কোরোনার জেরে আস্থা ভোট না করেই 26 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিধানসভা । খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল কমল নাথের সরকার । গতকালই কমল নাথকে দেওয়া একটি চিঠিতে রাজ্যপাল লালজি ট্যান্ডন জানান, আজকের মধ্যে যদি আস্থা অর্জন না করতে পারেন ধরে নেওয়া হবে আপনার সংখ্যাগরিষ্ঠতা নেই ।

এদিকে গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবরাজ সিং চৌহান সহ 9 BJP নেতা । আজ শীর্ষ আদালতে BJP জানায়, রাজ্যপাল লালজি ট্যান্ডনের নির্দেশকে অমান্য করা হয়েছে । শিবরাজ সিং চৌহানের তরফে আইনজীবী মুকুল রোহতগি জানান, দ্রুত আস্থাভোটের প্রয়োজন রয়েছে । পাশাপাশি শুনানির সময় রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি না থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি । 16 কংগ্রেস বিধায়কের তরফে আইনজীবী মনিন্দর সিংয়ের বক্তব্যও শোনে বিচারপতির বেঞ্চ । সমস্ত কিছু শোনার পর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানিয়ে দেয়, আগামীকাল সকাল সাড়ে দশটার সময় এই মামলার শুনানি হবে । পাশাপাশি এই মর্মে আজ মধ্যপ্রদেশের সরকার ও বিধানসভার সচিবকে নোটিস পাঠানো হয় ।

আপাতত, আগামীকালের শুনানির পরই জানা যাবে কোনদিকে এগোচ্ছে মধ্যপ্রদেশের সরকার গঠন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.