ETV Bharat / bharat

সিভিল সার্ভিস পরীক্ষা পিছনোর আবেদনে কেন্দ্র ও UPSC- কে নোটিস সুপ্রিম কোর্টের - সিভিল সার্ভিস পরীক্ষা

কোরোনা ও বন্যা পরিস্থিতিতে দু থেকে তিন মাস সিভিল পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন পরীক্ষার্থীরা ।

Hh
Jh
author img

By

Published : Sep 24, 2020, 10:01 PM IST

দিল্লি, 24 সেপ্টেম্বর : কোরোনা ও বন্যায় বিধ্বস্ত দেশ । এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষা পিছনোর আবেদনে কেন্দ্র ও UPSC- কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট । আগামী 28 সেপ্টেম্বর বিচারপতি এ এম খানভিলকর ও সঞ্জীব খান্নার বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে ।

কোরোনা ও বন্যা পরিস্থিতিতে দু থেকে তিন মাস সিভিল পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন পরীক্ষার্থীরা । 4 অক্টোবর থেকে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি শুরু হওয়ার কথা । 20 জন প্রার্থীর দাখিল করা সেই পিটিশনে বলা হয়েছে, "এইরকম বিপদজনক সময়ে পরীক্ষা আয়োজন করা, লাখ লাখ ছাত্রের (আবেদনকারী-সহ) প্রাণ ঝুঁকির মধ্যে ফেলা ছাড়া আর কিছুই নয় ।"

আবেদনে আরও বলা হয়েছে, “কোরোনা সংক্রমণ সত্ত্বেও UPSC পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ায়নি । ফলে গ্রাম্য এলাকার পরীক্ষার্থীদের 300-400 কিলোমিটার পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে । এতে সংক্রমিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ।"

দিল্লি, 24 সেপ্টেম্বর : কোরোনা ও বন্যায় বিধ্বস্ত দেশ । এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষা পিছনোর আবেদনে কেন্দ্র ও UPSC- কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট । আগামী 28 সেপ্টেম্বর বিচারপতি এ এম খানভিলকর ও সঞ্জীব খান্নার বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে ।

কোরোনা ও বন্যা পরিস্থিতিতে দু থেকে তিন মাস সিভিল পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন পরীক্ষার্থীরা । 4 অক্টোবর থেকে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি শুরু হওয়ার কথা । 20 জন প্রার্থীর দাখিল করা সেই পিটিশনে বলা হয়েছে, "এইরকম বিপদজনক সময়ে পরীক্ষা আয়োজন করা, লাখ লাখ ছাত্রের (আবেদনকারী-সহ) প্রাণ ঝুঁকির মধ্যে ফেলা ছাড়া আর কিছুই নয় ।"

আবেদনে আরও বলা হয়েছে, “কোরোনা সংক্রমণ সত্ত্বেও UPSC পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ায়নি । ফলে গ্রাম্য এলাকার পরীক্ষার্থীদের 300-400 কিলোমিটার পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে । এতে সংক্রমিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.