দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের পর 24 অগাস্ট কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অন্য নেতারা কাশ্মীরে যেতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ৷ মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে সীতারাম ইয়েচুরি দেখা করতে কাশ্মীর যেতে চেয়েছিলেন ৷ এর আগেও তিনি 9 অগাস্ট কাশ্মীরে তারিগামির সঙ্গে দেখা করতে যেতে চান ৷ কিন্তু সেবারও শ্রীনগর বিমানবন্দর থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷
ইয়েচুরি সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন, তিনি কাশ্মীরে তাঁর অসুস্থ বন্ধু মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে যেতে চান ৷ কিন্তু তাঁকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না । এভাবে বাধা দিয়ে কার্যত তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন করছে কেন্দ্র ৷ পাশাপাশি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছিল, কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতায় কেন্দ্র হস্তক্ষেপ করছে ৷
আবেদন শোনার পর আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে ঢুকতে দিতে হবে ৷ শুধু ইয়েচুরি নন, মহম্মদ আলিম সইদ নামে এক ছাত্র সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, তিনি তাঁর বাবা-মার সঙ্গে দেখা করতে কাশ্মীর যেতে চান । তাঁকেও কাশ্মীর যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত ৷ আজ শীর্ষ আদালতের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈই বলেন, "আমরা আপনাকে (সীতারাম ইয়েচুরি) যেতে দেব ৷ আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে চাইছেন ৷ এতে কোনও সমস্যা নেই৷" সুপ্রিম কোর্ট আরও জানায়, ইয়েচুরি শুধু তাঁর বন্ধুর সাথে দেখা করে ফিরে আসবেন ৷ কাশ্মীরে গিয়ে কোনও রাজনৈতিক বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না ৷
ইয়েচুরি জানিয়েছেন, তিনি কাল কাশ্মীর যাচ্ছেন৷
এদিকে, আজ সকালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি টুইট করেন, "কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ এই বিষয়ে পাকিস্তান এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ মানি না ৷"