ETV Bharat / bharat

কাশ্মীর যেতে পারবেন তবে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ নয়, ইয়েচুরিকে বলল সুপ্রিম কোর্ট - জম্মু ও কাশ্মীর

24 অগাস্ট রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি সহ অন্য নেতারা কাশ্মীরে যেতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ৷ আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে ঢুকতে দিতে হবে ৷ সুপ্রিম কোর্ট আরও জানায়, কাশ্মীরে গিয়ে কোনও রাজনৈতিক বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না ৷ ইয়েচুরি জানিয়েছেন, তিনি কাল কাশ্মীর যাচ্ছেন ৷

সীতারাম ইয়েচুরি
author img

By

Published : Aug 28, 2019, 1:51 PM IST

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের পর 24 অগাস্ট কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অন্য নেতারা কাশ্মীরে যেতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ৷ মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে সীতারাম ইয়েচুরি দেখা করতে কাশ্মীর যেতে চেয়েছিলেন ৷ এর আগেও তিনি 9 অগাস্ট কাশ্মীরে তারিগামির সঙ্গে দেখা করতে যেতে চান ৷ কিন্তু সেবারও শ্রীনগর বিমানবন্দর থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷

ইয়েচুরি সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন, তিনি কাশ্মীরে তাঁর অসুস্থ বন্ধু মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে যেতে চান ৷ কিন্তু তাঁকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না । এভাবে বাধা দিয়ে কার্যত তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন করছে কেন্দ্র ৷ পাশাপাশি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছিল, কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতায় কেন্দ্র হস্তক্ষেপ করছে ৷

আবেদন শোনার পর আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে ঢুকতে দিতে হবে ৷ শুধু ইয়েচুরি নন, মহম্মদ আলিম সইদ নামে এক ছাত্র সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, তিনি তাঁর বাবা-মার সঙ্গে দেখা করতে কাশ্মীর যেতে চান । তাঁকেও কাশ্মীর যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত ৷ আজ শীর্ষ আদালতের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈই বলেন, "আমরা আপনাকে (সীতারাম ইয়েচুরি) যেতে দেব ৷ আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে চাইছেন ৷ এতে কোনও সমস্যা নেই৷" সুপ্রিম কোর্ট আরও জানায়, ইয়েচুরি শুধু তাঁর বন্ধুর সাথে দেখা করে ফিরে আসবেন ৷ কাশ্মীরে গিয়ে কোনও রাজনৈতিক বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না ৷

ইয়েচুরি জানিয়েছেন, তিনি কাল কাশ্মীর যাচ্ছেন৷

এদিকে, আজ সকালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি টুইট করেন, "কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ এই বিষয়ে পাকিস্তান এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ মানি না ৷"

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের পর 24 অগাস্ট কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অন্য নেতারা কাশ্মীরে যেতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ৷ মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে সীতারাম ইয়েচুরি দেখা করতে কাশ্মীর যেতে চেয়েছিলেন ৷ এর আগেও তিনি 9 অগাস্ট কাশ্মীরে তারিগামির সঙ্গে দেখা করতে যেতে চান ৷ কিন্তু সেবারও শ্রীনগর বিমানবন্দর থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷

ইয়েচুরি সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন, তিনি কাশ্মীরে তাঁর অসুস্থ বন্ধু মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে যেতে চান ৷ কিন্তু তাঁকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না । এভাবে বাধা দিয়ে কার্যত তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন করছে কেন্দ্র ৷ পাশাপাশি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছিল, কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতায় কেন্দ্র হস্তক্ষেপ করছে ৷

আবেদন শোনার পর আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে ঢুকতে দিতে হবে ৷ শুধু ইয়েচুরি নন, মহম্মদ আলিম সইদ নামে এক ছাত্র সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, তিনি তাঁর বাবা-মার সঙ্গে দেখা করতে কাশ্মীর যেতে চান । তাঁকেও কাশ্মীর যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত ৷ আজ শীর্ষ আদালতের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈই বলেন, "আমরা আপনাকে (সীতারাম ইয়েচুরি) যেতে দেব ৷ আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে চাইছেন ৷ এতে কোনও সমস্যা নেই৷" সুপ্রিম কোর্ট আরও জানায়, ইয়েচুরি শুধু তাঁর বন্ধুর সাথে দেখা করে ফিরে আসবেন ৷ কাশ্মীরে গিয়ে কোনও রাজনৈতিক বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না ৷

ইয়েচুরি জানিয়েছেন, তিনি কাল কাশ্মীর যাচ্ছেন৷

এদিকে, আজ সকালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি টুইট করেন, "কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ এই বিষয়ে পাকিস্তান এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ মানি না ৷"

Lucknow (Uttar Pradesh), Aug 28 (ANI): Bananas will no more be sold at the food stalls at Charbagh Railway station as the local administration has put a ban stating that its peel spread dirt at the platforms. The authorities also warned that whoever will be found breaching the ban, strict action will be taken against them. However, vendors are unhappy with this move and believe that it will not only have a negative impact on their income but will pose problems for the poor as the banana is the fruit which is incredibly cheap. A vendor said, "I am not selling bananas from the past 5 to 6 days. The administration has banned its sale." A passenger also expressed disappointment over the ban of banana sale at the station and claimed that it is the plastic waste which is making the station dirty.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.