কলকাতা , 16 অক্টোবর : আদিল খানের শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচিয়েছিল ভারত ৷ তিনি শুধু ভারতীয় ডিফেন্ডার হিসেবে সমতা সূচক গোল করেননি ৷ পিছিয়ে থাকা অবস্থায় গোললাইন সেভ করেন ।
জাতীয় দলের জার্সি পরে গ্যালারিতে উপস্থিত ছিলেন 61 হাজারের বেশি দর্শক ৷ 90 মিনিট ভারতীয় দলকে উৎসাহ দিয়েছেন । রাত এগারোটার সময়ও স্টেডিয়াম ফেরত দর্শকদের ভিড়ে বাইপাসে ৷ ভারতীয় দলের সমর্থকদের উৎসাহে অভিভূত অধিনায়ক সুনীল ছেত্রী । কিন্তু দর্শকদের জয়ের স্বাদ না দিতে পারায় আশাহতও বটে ৷ ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন ভারত অধিনায়ক । তিনি বললেন, দর্শকদের আবেগের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা ।
বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারার আক্ষেপ ভারতীয় শিবিরজুড়ে । ড্রেসিংরুমে শুধুই হতাশা । সঠিক সুযোগে গোল না করাই তাঁদের ব্যর্থতার কারণ৷ পরের ম্যাচে লড়াই করার আশ্বাস দিয়েছেন তিনি । কোচ স্টিমাচ ইতিমধ্যে তার আফসোসের কথা জানিয়েছেন ৷ তবে, গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর ভূমিকার পরোক্ষ সমালোচনা করেছেন তিনি । অঙ্কের বিচারে প্রাক-বিশ্বকাপে পরবর্তী পর্বে যাওয়ার আশা থাকলেও তার সম্ভাবনা কম, সেটা ভালোই জানেন কোচ-অধিনায়ক ।