ETV Bharat / bharat

ফ্ল্যাগ মার্চে বিক্ষোভের মুখে পুলিশ, শুনতে হল গো ব্যাক স্লোগান - jnu students protest

আক্রান্ত পড়ুয়াদের একাংশের অভিযোগ, দুষ্কৃতীরা যখন রড ও পাথর নিয়ে হামলা চালায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল । সাহায্যের জন্য আবেদন করলেও তারা না কি সাড়া দেয়নি । গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ।

jnu students protest
গো ব্যাক স্লোগান
author img

By

Published : Jan 6, 2020, 3:23 AM IST

Updated : Jan 6, 2020, 7:09 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : ক্যাম্পাসে মোতায়েন ছিল পুলিশ । তাদের সামনেই মুখে কাপড় বেঁধে বিনা বাধায় হামলা চালিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উপর নজিরবিহীন হামলার পর দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । পুলিশের এই ভূমিকার সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ।

আক্রান্ত পড়ুয়াদের একাংশের অভিযোগ, দুষ্কৃতীরা যখন রড ও পাথর নিয়ে হামলা চালায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল । সাহায্যের জন্য আবেদন করলেও তারা না কি সাড়া দেয়নি । গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ।

ফ্ল্যাগ মার্চে বিক্ষোভের মুখে পুলিশ

হামলার পর গভীর রাতে দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানান, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত । পুলিশ ফ্ল্যাগ মার্চ শুরু করেছে । এদিকে, পুলিশ যখন ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করছিল তখন ছাত্র-ছাত্রীদের একাংশ পুলিশকে ঘিরে "দিল্লি পুলিশ গো ব্যাক" স্লোগান দেয় । তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর লোক দেখানো ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ ।

দিল্লি, 6 জানুয়ারি : ক্যাম্পাসে মোতায়েন ছিল পুলিশ । তাদের সামনেই মুখে কাপড় বেঁধে বিনা বাধায় হামলা চালিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উপর নজিরবিহীন হামলার পর দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । পুলিশের এই ভূমিকার সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ।

আক্রান্ত পড়ুয়াদের একাংশের অভিযোগ, দুষ্কৃতীরা যখন রড ও পাথর নিয়ে হামলা চালায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল । সাহায্যের জন্য আবেদন করলেও তারা না কি সাড়া দেয়নি । গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ।

ফ্ল্যাগ মার্চে বিক্ষোভের মুখে পুলিশ

হামলার পর গভীর রাতে দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানান, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত । পুলিশ ফ্ল্যাগ মার্চ শুরু করেছে । এদিকে, পুলিশ যখন ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করছিল তখন ছাত্র-ছাত্রীদের একাংশ পুলিশকে ঘিরে "দিল্লি পুলিশ গো ব্যাক" স্লোগান দেয় । তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর লোক দেখানো ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ ।

Bengaluru, Jan 05 (ANI): Several Human Rights activists hit the streets of Bengaluru to protest against the Citizenship (Amendment) Act and proposed National Register of Citizens. Activist Irom Sharmila also took part in the demonstrations today. New citizenship act has evoked protests all over the nation. CAA gives Indian citizenship to non-Muslim immigrants from Pakistan, Afghanistan and Bangladesh.

Last Updated : Jan 6, 2020, 7:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.