দিল্লি, 6 জানুয়ারি : ক্যাম্পাসে মোতায়েন ছিল পুলিশ । তাদের সামনেই মুখে কাপড় বেঁধে বিনা বাধায় হামলা চালিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উপর নজিরবিহীন হামলার পর দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । পুলিশের এই ভূমিকার সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ।
আক্রান্ত পড়ুয়াদের একাংশের অভিযোগ, দুষ্কৃতীরা যখন রড ও পাথর নিয়ে হামলা চালায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল । সাহায্যের জন্য আবেদন করলেও তারা না কি সাড়া দেয়নি । গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ।
হামলার পর গভীর রাতে দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানান, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত । পুলিশ ফ্ল্যাগ মার্চ শুরু করেছে । এদিকে, পুলিশ যখন ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করছিল তখন ছাত্র-ছাত্রীদের একাংশ পুলিশকে ঘিরে "দিল্লি পুলিশ গো ব্যাক" স্লোগান দেয় । তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর লোক দেখানো ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ ।