ETV Bharat / bharat

বেলে পাথরের উপর খোদাই, চূড়ান্ত পর্যায়ে রামমন্দিরের ভাস্কর্যের কাজ - অযোধ্যায় রামমন্দির

5 অগাস্ট ভূমিপুজো । জোরকদমে চলছে মন্দিরের স্থাপত্যের কাজ । রামমন্দির পাথর খোদাই কর্মশালার শিল্পী হনুমান যাদব জানাচ্ছেন, মন্দিরের প্রথমতলার নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত স্তম্ভ ও পাথরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে ।

রামমন্দির
রামমন্দির
author img

By

Published : Aug 2, 2020, 3:53 PM IST

অযোধ্যা, 2 অগাস্ট : আর দু'দিন পরেই ভূমিপুজো । মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে প্রস্তুতি চরমে । জোরকদমে চলছে মন্দির নির্মাণের জন্য স্থাপত্য ও ভাস্কর্যের কাজ । ইতিমধ্যেই প্রথম তলার পাথরের কাজ শেষ হয়েছে । জানাচ্ছেন রামমন্দির পাথর খোদাই কর্মশালার শিল্পী হনুমান যাদব ।

বহুদিন আগে থেকেই মন্দিরের স্থাপত্য-ভাস্কর্যের কাজ শুরু হয়েছে । পাথর খোদাই করে নানা স্তম্ভ নির্মাণ করার কাজও চলছে । এ বিষয়ে হনুমান যাদব বলেন, "মন্দিরের প্রথম তলার নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত স্তম্ভ ও পাথরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে । তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে । মন্দির ট্রাস্টের মিটিংয়ের পর সেগুলি শীঘ্রই সম্পন্ন হবে । "

1990 সালে এই রামমন্দির পাথর খোদাই কর্মশালার প্রতিষ্ঠা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ । ভূমিপুজোর আগে সেই কর্মশালায় এখন দ্রুতগতিতে কাজ চলছে । মন্দিরের এই স্থাপত্য ও নির্মাণ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বেল পাথরকে । কেন এই পাথর নির্বাচন ? এ বিষয়ে হনুমান যাদব বলেন, " পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে হাজার হাজার বছর পর্যন্ত মানিয়ে নিতে পারে এই পাথর । পাথরগুলি আনানোর পর মন্দিরের প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে খোদাই করা হয়েছে । কয়েক বছর ধরে শিল্পীরা এই কাজ করে চলছেন । "

5 অগাস্ট বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের রুপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদি । আগামীকাল থেকে শুরু হবে নানা বৈদিক আচার । 4 অগাস্ট চলবে গৌরি-গণেশ পুজো, রামনাম, কীর্তন সহ নানা অনুষ্ঠান ।

অযোধ্যা, 2 অগাস্ট : আর দু'দিন পরেই ভূমিপুজো । মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে প্রস্তুতি চরমে । জোরকদমে চলছে মন্দির নির্মাণের জন্য স্থাপত্য ও ভাস্কর্যের কাজ । ইতিমধ্যেই প্রথম তলার পাথরের কাজ শেষ হয়েছে । জানাচ্ছেন রামমন্দির পাথর খোদাই কর্মশালার শিল্পী হনুমান যাদব ।

বহুদিন আগে থেকেই মন্দিরের স্থাপত্য-ভাস্কর্যের কাজ শুরু হয়েছে । পাথর খোদাই করে নানা স্তম্ভ নির্মাণ করার কাজও চলছে । এ বিষয়ে হনুমান যাদব বলেন, "মন্দিরের প্রথম তলার নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত স্তম্ভ ও পাথরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে । তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে । মন্দির ট্রাস্টের মিটিংয়ের পর সেগুলি শীঘ্রই সম্পন্ন হবে । "

1990 সালে এই রামমন্দির পাথর খোদাই কর্মশালার প্রতিষ্ঠা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ । ভূমিপুজোর আগে সেই কর্মশালায় এখন দ্রুতগতিতে কাজ চলছে । মন্দিরের এই স্থাপত্য ও নির্মাণ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বেল পাথরকে । কেন এই পাথর নির্বাচন ? এ বিষয়ে হনুমান যাদব বলেন, " পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে হাজার হাজার বছর পর্যন্ত মানিয়ে নিতে পারে এই পাথর । পাথরগুলি আনানোর পর মন্দিরের প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে খোদাই করা হয়েছে । কয়েক বছর ধরে শিল্পীরা এই কাজ করে চলছেন । "

5 অগাস্ট বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের রুপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদি । আগামীকাল থেকে শুরু হবে নানা বৈদিক আচার । 4 অগাস্ট চলবে গৌরি-গণেশ পুজো, রামনাম, কীর্তন সহ নানা অনুষ্ঠান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.