দিল্লি ও আলিগড়, 23 ফেব্রুয়ারি : CAA নিয়ে ফের উত্তপ্ত রাজধানী । উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর এলাকায় আজ বিকেলে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভকারী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাধে আইনের সমর্থনকারী এক গোষ্ঠীর । দিল্লির জাফরাবাদে গতরাত থেকেই CAA বিরোধী প্রতিবাদ শুরু হয়েছে । আজকের এই সংঘর্ষের এলাকাটি জাফরাবাদের কাছেই ।
স্থানীয় BJP নেতা কপিল মিশ্রের নেতৃত্বে মৌজপুর এলাকায় আজ বিকেলে CAA -এর সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয় । ওই মিছিলকে ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে ।
-
Alok Kumar, Joint Commissioner of Police (Eastern Range): Stones were also pelted at the police, the situation has been brought under control. Adequate personnel have been deployed and are conducting flag marches. (file pic) https://t.co/CCpVlJxmsq pic.twitter.com/fxEKm3DRgw
— ANI (@ANI) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Alok Kumar, Joint Commissioner of Police (Eastern Range): Stones were also pelted at the police, the situation has been brought under control. Adequate personnel have been deployed and are conducting flag marches. (file pic) https://t.co/CCpVlJxmsq pic.twitter.com/fxEKm3DRgw
— ANI (@ANI) February 23, 2020Alok Kumar, Joint Commissioner of Police (Eastern Range): Stones were also pelted at the police, the situation has been brought under control. Adequate personnel have been deployed and are conducting flag marches. (file pic) https://t.co/CCpVlJxmsq pic.twitter.com/fxEKm3DRgw
— ANI (@ANI) February 23, 2020
সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় জানানো হয়েছে, এলাকায় দুই পক্ষই একে অন্যকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে । এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । নামানো হয় আধা-সেনাও । পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয়েছে বলে জানা গেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসও ব্যবহার করে ।
ইস্টার্ন রেঞ্জের জয়েন্ট পুলিশ কমিশনার অলোক কুমার জানিয়েছেন, "পুলিশকে লক্ষ্য় করে পাথর ছোড়া হয়েছে । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে । এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ।"
-
Aligarh: People protesting against Citizenship Amendment Act pelted stones at Police vehicles&tried set a transformer ablaze near Jama Masjid. Chandrabhushan Singh, Aligarh DM says,"Protestors pelted stones at Police vehicles so Police had to resort to teargas to disperse them." pic.twitter.com/UTWRB3bfwF
— ANI UP (@ANINewsUP) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Aligarh: People protesting against Citizenship Amendment Act pelted stones at Police vehicles&tried set a transformer ablaze near Jama Masjid. Chandrabhushan Singh, Aligarh DM says,"Protestors pelted stones at Police vehicles so Police had to resort to teargas to disperse them." pic.twitter.com/UTWRB3bfwF
— ANI UP (@ANINewsUP) February 23, 2020Aligarh: People protesting against Citizenship Amendment Act pelted stones at Police vehicles&tried set a transformer ablaze near Jama Masjid. Chandrabhushan Singh, Aligarh DM says,"Protestors pelted stones at Police vehicles so Police had to resort to teargas to disperse them." pic.twitter.com/UTWRB3bfwF
— ANI UP (@ANINewsUP) February 23, 2020
অন্য একটি ঘটনায় আজ বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে আলিগড় । CAA-এর প্রতিবাদে বিক্ষোভরত এক গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করলে লাঠিচার্জ শুরু করে । ব্যবহার করা হয়েছে কাঁদানে গ্যাসও । ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় RAF মোতায়েন করা হয়েছে । ঘটনার জেরে আলিগড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ।