ETV Bharat / bharat

এরাজ্যে কংগ্রেসের প্রচারের মুখ রাহুল, প্রিয়ঙ্কা ও আজ়হারউদ্দিন

রাজ্যে প্রচারের মুখ ঠিক করল কংগ্রেস। তালিকায় নাম রয়েছে রাহুল, প্রিয়ঙ্কা, অশোক গেহলট, আজ়হারউদ্দিন, নভজ্যোৎ সিং সিধুসহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বের।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 2, 2019, 3:32 PM IST

কলকাতা, 2 এপ্রিল : প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রদেশ কংগ্রেসের প্রচারের মুখ ঠিক করে দিল কংগ্রেস। তালিকায় জায়গা পেয়েছে হেভিওয়েটরা। 11 ও 18 তারিখে রাজ্যে প্রচারের যাবতীয় রণকৌশল ঠিক করবেন তাঁরাই। তালিকায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বসহ রয়েছে আজ়হারউদ্দিন, নাগমা, ডালু মিঞা থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম।

পিপল অ্যাক্ট ১৯৫১-র ৭৭(১) ধারা অনুযায়ী এই তালিকা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নির্বাচন সদনে। তালিকায় নাম রয়েছে রাহুল, প্রিয়ঙ্কা, অশোক গেহলট, আজ়হারউদ্দিন, নভজ্যোৎ সিং সিধুসহ কংগ্রেসের একাধিক নেতার।

তালিকায় কাদের নাম রয়েছে? দেখে নেব এক নজরে-

  • রাহুল গান্ধি
  • সনিয়া গান্ধি
  • মনমোহন সিং
  • প্রিয়ঙ্কা গান্ধি
  • গুলাম নবি আজ়াদ
  • সলমন খুরশিদ
  • আনন্দ শর্মা
  • মহম্মদ আজ়হারউদ্দিন
  • নাগমা মোরারজি
  • নভজ্যোৎ সিং সিধু
  • ক্যাপ্টেন অমরিন্দর সিং
  • জয়রাম রমেশ
  • সচিন পাইলট
  • অশোক গেহলঠ
  • ভূপেশ বাঘেল
  • কমল নাথ
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
  • সৌরভ গগৈ
  • প্রদীপ ভট্টাচার্য
  • ডালু মিঞা
  • দীপা দাশমুন্সি
  • আবদুল মান্নান
  • অভিজিৎ মুখোপাধ্যায়
  • বিপি সিংহ
  • নেপাল মাহাত
  • মনোজ চক্রবর্তী
  • শুভঙ্কর সরকার
  • শংকর মালাকার
  • মিলটন রসিদ
  • সরদার আমজাদ আলি
  • আবদুস সাত্তার
  • সৈয়দ সাহিদ
  • অমিতাভ চক্রবর্তী
  • মায়া ঘোষ
  • সুব্রত দত্ত
  • শাদাব খান

২০১৮-য় পাঁচ রাজ্যে কংগ্রেসের ভালো ফল হলেও এরাজ্যে পরিস্থিতি একটু আলাদা। বামেদের সঙ্গে জোট নিয়ে বিতর্কের পর আসন বিভাজন নিয়ে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়। তবে এখনও পর্যন্ত রাজ্যের সবকটি লোকসভা আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে কংগ্রেসের জিতে আসা রাজ্যগুলি থেকে সাংগঠনিক মুখদের আনার পাশাপাশি রাজ্যে আনা হচ্ছে দলের হেভিওয়েটদেরও।

কলকাতা, 2 এপ্রিল : প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রদেশ কংগ্রেসের প্রচারের মুখ ঠিক করে দিল কংগ্রেস। তালিকায় জায়গা পেয়েছে হেভিওয়েটরা। 11 ও 18 তারিখে রাজ্যে প্রচারের যাবতীয় রণকৌশল ঠিক করবেন তাঁরাই। তালিকায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বসহ রয়েছে আজ়হারউদ্দিন, নাগমা, ডালু মিঞা থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম।

পিপল অ্যাক্ট ১৯৫১-র ৭৭(১) ধারা অনুযায়ী এই তালিকা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নির্বাচন সদনে। তালিকায় নাম রয়েছে রাহুল, প্রিয়ঙ্কা, অশোক গেহলট, আজ়হারউদ্দিন, নভজ্যোৎ সিং সিধুসহ কংগ্রেসের একাধিক নেতার।

তালিকায় কাদের নাম রয়েছে? দেখে নেব এক নজরে-

  • রাহুল গান্ধি
  • সনিয়া গান্ধি
  • মনমোহন সিং
  • প্রিয়ঙ্কা গান্ধি
  • গুলাম নবি আজ়াদ
  • সলমন খুরশিদ
  • আনন্দ শর্মা
  • মহম্মদ আজ়হারউদ্দিন
  • নাগমা মোরারজি
  • নভজ্যোৎ সিং সিধু
  • ক্যাপ্টেন অমরিন্দর সিং
  • জয়রাম রমেশ
  • সচিন পাইলট
  • অশোক গেহলঠ
  • ভূপেশ বাঘেল
  • কমল নাথ
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
  • সৌরভ গগৈ
  • প্রদীপ ভট্টাচার্য
  • ডালু মিঞা
  • দীপা দাশমুন্সি
  • আবদুল মান্নান
  • অভিজিৎ মুখোপাধ্যায়
  • বিপি সিংহ
  • নেপাল মাহাত
  • মনোজ চক্রবর্তী
  • শুভঙ্কর সরকার
  • শংকর মালাকার
  • মিলটন রসিদ
  • সরদার আমজাদ আলি
  • আবদুস সাত্তার
  • সৈয়দ সাহিদ
  • অমিতাভ চক্রবর্তী
  • মায়া ঘোষ
  • সুব্রত দত্ত
  • শাদাব খান

২০১৮-য় পাঁচ রাজ্যে কংগ্রেসের ভালো ফল হলেও এরাজ্যে পরিস্থিতি একটু আলাদা। বামেদের সঙ্গে জোট নিয়ে বিতর্কের পর আসন বিভাজন নিয়ে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়। তবে এখনও পর্যন্ত রাজ্যের সবকটি লোকসভা আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে কংগ্রেসের জিতে আসা রাজ্যগুলি থেকে সাংগঠনিক মুখদের আনার পাশাপাশি রাজ্যে আনা হচ্ছে দলের হেভিওয়েটদেরও।


New Delhi, Apr 02 (ANI): While speaking to ANI on the statement made by National Conference president Omar Abdullah to have separate Prime Minister for Kashmir, Janata Dal (United) JD(U) national spokesperson Pavan Varma said, "I think Omar Abdullah statement has been made in JandK catering to his constituency and with the express purpose drawing support locally, because India has one Prime Minister, there are concession made to the state of JandK including article 35 A and article 370, but in our state there is no place for two Prime Ministers." While speaking on the same issue, Congress national spokesperson PL Punia said, "Omar Abdullah is a leader of one party, it's a ridiculous statement. India has its uniform constitution from Kashmir to Kanyakumari and there is no question of changing it."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.