ETV Bharat / bharat

লন্ডন থেকে ফিরতে 50 হাজার, শিকাগো থেকে 1 লাখ, ঘোষণা কেন্দ্রের - COVID 19 news

সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, মালয়েশিয়া, অ্যামেরিকা, ফিলিপিনস, বাংলাদেশ, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরব, বাহরিন ও ওমান থেকে মোট 64 টি বিশেষ বিমানে আগামী সপ্তাহে দেশে ফিরিয়ে আনা হবে আটকে পড়া ভারতীয়দের ।

ছবি
ছবি
author img

By

Published : May 5, 2020, 3:34 PM IST

Updated : May 5, 2020, 7:54 PM IST

দিল্লি, 5 মে : ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া ফের চালু করছে কেন্দ্র সরকার । প্রথম দফায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15 হাজার ভারতীয় নাগরিককে দেশে ফেরানো হবে । 7 মে থেকে এই প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রক । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লন্ডন থেকে মুম্বই, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং দিল্লিতে ফিরতে লাগবে 50 হাজার এবং শিকাগো থেকে দিল্লি হয়ে হায়দরাবাদ ফিরতে প্রায় 1 লাখ টাকা করে এক এক জনের টিকিট ভাড়া পড়বে ।

কেন্দ্রের তরফে গতকালই জানানো হয়েছিল, ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া চালু করা হবে । এই কাজে উড়ান সংস্থাগুলির বিমান ও নৌসেনার জাহাজকে ব্যবহার করা হবে ।

সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, মালয়েশিয়া, অ্যামেরিকা, ফিলিপিনস, বাংলাদেশ, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরব, বাহরিন ও ওমান থেকে মোট 64 টি বিশেষ বিমানে আগামী সপ্তাহে দেশে ফিরিয়ে আনা হবে আটকে পড়া ভারতীয়দের ।

7 মে থেকে 13 মে পর্যন্ত সময়ের মধ্যে মোট 64 টি বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হবে ভিনদেশে আটকে পড়া নাগরিকদের ।

  • 64 flights will be operated in the 1st week of operation to bring stranded Indians from different countries from May 7 to May 13: Civil Aviation Minister Hardeep Singh Puri pic.twitter.com/042wthOtBt

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোন দেশ থেকে ক'টি বিমান?

  • সংযুক্ত আরব আমিরশাহী থেকে 10 টি বিমান রওনা দেবে দেশের উদ্দেশে ।
  • কাতার থেকে ছাড়বে 2 টি বিমান ।
  • সৌদি আরব থেকে ছাড়বে 5 টি বিমান ।
  • ব্রিটেনে আটকে পড়া ভারতীয়দের জন্য থাকছে 7 টি বিমান ।
  • সিঙ্গাপুর থেকে রওনা দেবে 5 টি বিমান ।
  • অ্যামেরিকা থেকে 7 টি বিশেষ বিমানে করে দেশে ফিরবেন আটকে পড়া ভারতীয়রা ।
  • ফিলিপিনস থেকে থাকছে 5 টি বিমান ।
  • বাংলাদেশ থেকে ভারতে আসবে 7 টি বিমান ।
  • বাহরিন থেকে রওনা দেবে 2 টি বিমান ।
  • মালয়েশিয়া থেকে ছাড়বে 7 টি বিমান ।
  • কুয়েত থেকে আগামী সপ্তাহে ভারতে আসবে 5 টি বিমান ।
  • ওমান থেকে থাকছে 2 টি বিশেষ বিমান ।

তবে দেশে ফেরার টিকিট কাটতে হবে যাত্রীদেরই ।

  • লন্ডন থেকে দেশ ফিরতে মাথাপিছু টিকিটের দাম 50 হাজার টাকা । লন্ডন থেকে আগামী সপ্তাহে মুম্বই, আমেদাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির উদ্দেশে রওনা দেবে বিশেষ বিমান ।
  • শিকাগো থেকে দিল্লি হয়ে হায়দরাবাদ আসার বিশেষ বিমানের যাত্রীপিছু ভাড়া প্রায় 1 লাখ টাকা ।
    • The 64 flights include-UAE- 10 flights, Qatar- 2, Saudi Arabia- 5, UK- 7, Singapore- 5, United States-7, Philippines- 5, Bangladesh- 7, Bahrain - 2, Malaysia-7, Kuwait-5, and Oman-2: Civil Aviation Minister Hardeep Singh Puri https://t.co/n2l8L7DeRj

      — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় মিশনগুলি বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য নাম নিবন্ধীকরণের কাজ করছে । এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন, যারা বিদেশে কাজ হারিয়েছেন, এবং কিছু রয়েছেন, যারা দেশে পরিবারের কাছে ফিরতে চান । গতকালই কেন্দ্রের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "যখন টাকা জমা দেওয়া হবে, সেই অনুযায়ী বিমানের টিকিট পাওয়া যাবে ।"

  • The rates fixed for the journey will be Rs 50,000 for London-Mumbai, similarly for London to Ahmedabad, London to Bengaluru and London to Delhi. For Chicago-Delhi-Hyderabad the rough cost will be about Rs 1 lakh: Civil Aviation Minister Hardeep Singh Puri

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যাত্রীরা বিমানে ওঠার আগে তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে । ভারতের মাটিতে নামার পর বাকি নাগরিকদের সুরক্ষার স্বার্থে তাঁদের আরোগ্য সেতু অ্যাপে রেজিস্টার করা আবশ্যিক করা হয়েছে । পাশাপাশি দেশে ফিরে তাঁদের 14 দিনের কোয়ারানটিনে থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।

দিল্লি, 5 মে : ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া ফের চালু করছে কেন্দ্র সরকার । প্রথম দফায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15 হাজার ভারতীয় নাগরিককে দেশে ফেরানো হবে । 7 মে থেকে এই প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রক । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লন্ডন থেকে মুম্বই, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং দিল্লিতে ফিরতে লাগবে 50 হাজার এবং শিকাগো থেকে দিল্লি হয়ে হায়দরাবাদ ফিরতে প্রায় 1 লাখ টাকা করে এক এক জনের টিকিট ভাড়া পড়বে ।

কেন্দ্রের তরফে গতকালই জানানো হয়েছিল, ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া চালু করা হবে । এই কাজে উড়ান সংস্থাগুলির বিমান ও নৌসেনার জাহাজকে ব্যবহার করা হবে ।

সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, মালয়েশিয়া, অ্যামেরিকা, ফিলিপিনস, বাংলাদেশ, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরব, বাহরিন ও ওমান থেকে মোট 64 টি বিশেষ বিমানে আগামী সপ্তাহে দেশে ফিরিয়ে আনা হবে আটকে পড়া ভারতীয়দের ।

7 মে থেকে 13 মে পর্যন্ত সময়ের মধ্যে মোট 64 টি বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হবে ভিনদেশে আটকে পড়া নাগরিকদের ।

  • 64 flights will be operated in the 1st week of operation to bring stranded Indians from different countries from May 7 to May 13: Civil Aviation Minister Hardeep Singh Puri pic.twitter.com/042wthOtBt

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোন দেশ থেকে ক'টি বিমান?

  • সংযুক্ত আরব আমিরশাহী থেকে 10 টি বিমান রওনা দেবে দেশের উদ্দেশে ।
  • কাতার থেকে ছাড়বে 2 টি বিমান ।
  • সৌদি আরব থেকে ছাড়বে 5 টি বিমান ।
  • ব্রিটেনে আটকে পড়া ভারতীয়দের জন্য থাকছে 7 টি বিমান ।
  • সিঙ্গাপুর থেকে রওনা দেবে 5 টি বিমান ।
  • অ্যামেরিকা থেকে 7 টি বিশেষ বিমানে করে দেশে ফিরবেন আটকে পড়া ভারতীয়রা ।
  • ফিলিপিনস থেকে থাকছে 5 টি বিমান ।
  • বাংলাদেশ থেকে ভারতে আসবে 7 টি বিমান ।
  • বাহরিন থেকে রওনা দেবে 2 টি বিমান ।
  • মালয়েশিয়া থেকে ছাড়বে 7 টি বিমান ।
  • কুয়েত থেকে আগামী সপ্তাহে ভারতে আসবে 5 টি বিমান ।
  • ওমান থেকে থাকছে 2 টি বিশেষ বিমান ।

তবে দেশে ফেরার টিকিট কাটতে হবে যাত্রীদেরই ।

  • লন্ডন থেকে দেশ ফিরতে মাথাপিছু টিকিটের দাম 50 হাজার টাকা । লন্ডন থেকে আগামী সপ্তাহে মুম্বই, আমেদাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির উদ্দেশে রওনা দেবে বিশেষ বিমান ।
  • শিকাগো থেকে দিল্লি হয়ে হায়দরাবাদ আসার বিশেষ বিমানের যাত্রীপিছু ভাড়া প্রায় 1 লাখ টাকা ।
    • The 64 flights include-UAE- 10 flights, Qatar- 2, Saudi Arabia- 5, UK- 7, Singapore- 5, United States-7, Philippines- 5, Bangladesh- 7, Bahrain - 2, Malaysia-7, Kuwait-5, and Oman-2: Civil Aviation Minister Hardeep Singh Puri https://t.co/n2l8L7DeRj

      — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় মিশনগুলি বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য নাম নিবন্ধীকরণের কাজ করছে । এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন, যারা বিদেশে কাজ হারিয়েছেন, এবং কিছু রয়েছেন, যারা দেশে পরিবারের কাছে ফিরতে চান । গতকালই কেন্দ্রের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "যখন টাকা জমা দেওয়া হবে, সেই অনুযায়ী বিমানের টিকিট পাওয়া যাবে ।"

  • The rates fixed for the journey will be Rs 50,000 for London-Mumbai, similarly for London to Ahmedabad, London to Bengaluru and London to Delhi. For Chicago-Delhi-Hyderabad the rough cost will be about Rs 1 lakh: Civil Aviation Minister Hardeep Singh Puri

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যাত্রীরা বিমানে ওঠার আগে তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে । ভারতের মাটিতে নামার পর বাকি নাগরিকদের সুরক্ষার স্বার্থে তাঁদের আরোগ্য সেতু অ্যাপে রেজিস্টার করা আবশ্যিক করা হয়েছে । পাশাপাশি দেশে ফিরে তাঁদের 14 দিনের কোয়ারানটিনে থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।

Last Updated : May 5, 2020, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.