ETV Bharat / bharat

বন্দে ভারত মিশন, লকডাউনে বিদেশ থেকে ফিরেছেন প্রায় 13 হাজার ভারতীয় নাগরিক - Vande Bharat Mission

কেন্দ্রীয় বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী টুইটারে জানান , " এখনও পর্যন্ত এই বন্দের ভারত মিশনে মোট 13 হাজের জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷ "

Special flight evacuates over 140 stranded Afghan nationals from Pune
বন্দেভারতমিশন, লকডাউনে বিদেশ থেকে ফিরেছেন প্রায় 13 হাজার ভারতীয় নাগরিক
author img

By

Published : May 17, 2020, 6:12 PM IST

পুনে, 17 মে : কেন্দ্র সরকার ও আফগানিস্তান সরকারের যৌথ উদ্যোগে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হল ৷ লকডাউনে ভারতে আটকে পড়া 180 জন আফগানিস্তান নাগরিকদের জন্য এই বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ জানা গেছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমির ক্যাডেট ৷ তাঁদের ফেরাতে আজ বিকেলে একটি বিশেষ বিমানের আয়োজন করল কেন্দ্র ৷ পুনে আন্তর্জাতিক বিমানবন্দ র থেকে এই বিশেষ বিমানটি ছাড়া হবে ৷

অন্যদিকে, আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে আজ টুইটারে লেখা হয়, " # বন্দেভারতমিশন ৷ কাবুল থেকে আজ ভারতীয় নাগরিকদের একটি ব্যাচ কামএয়ারের বিশেষ বিমানে দেশে ফিরছে ৷ আমরা সমস্ত ভারতীয় নাগরিকদের আবেদন করছি, ধৈর্যধরে আমাদের সঙ্গে সহযোগিতা করুন ৷ @MEAIndia ৷ " ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি বন্দে ভারত মিশনের একটি অংশ ৷ যা শুরু হয়েছে 16 মে থেকে ৷ আজ তার দ্বিতীয় পর্ব ৷ এই দ্বিতীয় পর্বে , মোট 80 টি দেশ থেকে 189 টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷

এবিষয়ে গতকাল কেন্দ্রীয় বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী টুইটারে জানান , " এখনও পর্যন্ত এই বন্দো ভারত মিশনে মোট 13 হাজের জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷ তাঁদের মধ্যে মোট 812 জন এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিশেষ বিমানে নিওয়ার্ক, লন্ডন, দুবাই ও আবু ধাবি থেকে ফিরেছেন ৷ "

পুনে, 17 মে : কেন্দ্র সরকার ও আফগানিস্তান সরকারের যৌথ উদ্যোগে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হল ৷ লকডাউনে ভারতে আটকে পড়া 180 জন আফগানিস্তান নাগরিকদের জন্য এই বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ জানা গেছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমির ক্যাডেট ৷ তাঁদের ফেরাতে আজ বিকেলে একটি বিশেষ বিমানের আয়োজন করল কেন্দ্র ৷ পুনে আন্তর্জাতিক বিমানবন্দ র থেকে এই বিশেষ বিমানটি ছাড়া হবে ৷

অন্যদিকে, আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে আজ টুইটারে লেখা হয়, " # বন্দেভারতমিশন ৷ কাবুল থেকে আজ ভারতীয় নাগরিকদের একটি ব্যাচ কামএয়ারের বিশেষ বিমানে দেশে ফিরছে ৷ আমরা সমস্ত ভারতীয় নাগরিকদের আবেদন করছি, ধৈর্যধরে আমাদের সঙ্গে সহযোগিতা করুন ৷ @MEAIndia ৷ " ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি বন্দে ভারত মিশনের একটি অংশ ৷ যা শুরু হয়েছে 16 মে থেকে ৷ আজ তার দ্বিতীয় পর্ব ৷ এই দ্বিতীয় পর্বে , মোট 80 টি দেশ থেকে 189 টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷

এবিষয়ে গতকাল কেন্দ্রীয় বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী টুইটারে জানান , " এখনও পর্যন্ত এই বন্দো ভারত মিশনে মোট 13 হাজের জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷ তাঁদের মধ্যে মোট 812 জন এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিশেষ বিমানে নিওয়ার্ক, লন্ডন, দুবাই ও আবু ধাবি থেকে ফিরেছেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.