ETV Bharat / bharat

পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে BDU গঠন দক্ষিণ রেলের - দক্ষিণ রেল

এই পদক্ষেপের ফলে পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলের শেয়ার বাড়ানোর সুযোগও পাওয়া যাবে বলে দক্ষিণ রেলের তরফে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ।

freight transport
freight transport
author img

By

Published : Jul 5, 2020, 9:10 PM IST

চেন্নাই, 5 জুলাই : বাণিজ্য ও শিল্পের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যবসায়িক উন্নয়ন ইউনিট (BDU) গঠন করেছে দক্ষিণ রেলওয়ে । রেলবোর্ডের নির্দেশ অনুযায়ী রেলওয়ের জ়োনাল এবং ডিভিশনাল স্তরে এই BDU গঠন করা হয়েছে বলে আজ দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে ।

BDU-তে একজন প্রধান পণ্য পরিবহন ম্যানেজার এবং তিনজন সদস্য থাকবেন যারা শিল্পের সঙ্গে পরিবহন বৃদ্ধির লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতিরিক্ত পণ্য পরিবহনের সম্ভাবনাও খতিয়ে দেখবেন । BDU-র মতো দক্ষিণ রেলওয়ের অন্যান্য বিভাগেও এ'ধরনের পাঁচটি ইউনিট পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে ।

দক্ষিণ রেলওয়ে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, ইস্পাত কেন্দ্র ও শিল্পগুলি ছাড়াও ছ'টি বন্দর এবং কয়েকটি সিমেন্ট প্লান্টেও পণ্য সরবরাহ করে । দক্ষিণ রেলের তরফে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, রেলপথে পণ্য পরিবহণকে আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি নীতিমূলক উদ্যোগ চালু করা হয়েছে । নির্দিষ্ট শিল্পের প্রয়োজন অনুসারে আরও বেশি উদ্যোগ নিয়ে এই শিল্পগুলির সঙ্গে কাজ করতে দক্ষিণ রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ।

পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে BDU গঠন দক্ষিণ রেলের

চেন্নাই, 5 জুলাই : বাণিজ্য ও শিল্পের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যবসায়িক উন্নয়ন ইউনিট (BDU) গঠন করেছে দক্ষিণ রেলওয়ে । রেলবোর্ডের নির্দেশ অনুযায়ী রেলওয়ের জ়োনাল এবং ডিভিশনাল স্তরে এই BDU গঠন করা হয়েছে বলে আজ দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে ।

BDU-তে একজন প্রধান পণ্য পরিবহন ম্যানেজার এবং তিনজন সদস্য থাকবেন যারা শিল্পের সঙ্গে পরিবহন বৃদ্ধির লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতিরিক্ত পণ্য পরিবহনের সম্ভাবনাও খতিয়ে দেখবেন । BDU-র মতো দক্ষিণ রেলওয়ের অন্যান্য বিভাগেও এ'ধরনের পাঁচটি ইউনিট পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে ।

দক্ষিণ রেলওয়ে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, ইস্পাত কেন্দ্র ও শিল্পগুলি ছাড়াও ছ'টি বন্দর এবং কয়েকটি সিমেন্ট প্লান্টেও পণ্য সরবরাহ করে । দক্ষিণ রেলের তরফে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, রেলপথে পণ্য পরিবহণকে আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি নীতিমূলক উদ্যোগ চালু করা হয়েছে । নির্দিষ্ট শিল্পের প্রয়োজন অনুসারে আরও বেশি উদ্যোগ নিয়ে এই শিল্পগুলির সঙ্গে কাজ করতে দক্ষিণ রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.