ETV Bharat / bharat

BCCI-র হৃতগৌরব ফেরাবেন সৌরভ - বোর্ডের ভাবমূর্তি

দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ অলঙ্করণের সুযোগ পাওয়াকে সৌরভ বলছেন, "দারুণ অনুভূতি" ৷ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর সামনে এখন অনেক কাজ রয়েছে ৷ বিশেষ করে যখন বোর্ডের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ৷

সৌরভ
author img

By

Published : Oct 14, 2019, 1:34 PM IST


মুম্বই, 14 অক্টোবর : BCCI সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে উঠে এসেছে সৌরভ গাঙ্গুলির নাম ৷ দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ অলঙ্করণের সুযোগ পাওয়াকে মহারাজ বলছেন, "দারুণ অনুভূতি" ৷ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর সামনে এখন অনেক কাজ রয়েছে ৷ বিশেষ করে যখন বোর্ডের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ৷

2000 সালে এক অন্ধকার সময়ে তাঁর হাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দিয়েছিল BCCI ৷ তার পরের ইতিহাস সকলেরই জানা ৷ ফিনিক্সের মতো 2003 সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছানই হোক কিংবা 2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসের বারান্দায় মহারাজের জার্সি ঘোরানো ৷ ক্রিকেট বিশ্ব তখন বুঁদ "দাদাগিরি"-তে ৷

এখানেই শেষ নয় ৷ এর আগে 2001 সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ৷ স্টিভ ওয়ার নেতৃত্বে তখন অজিরা বিশ্বসেরা ৷ স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া আটকায় কার সাধ্যি ৷ সেই ঘোড়া শুধু আটকানোই নয়, ভেঙে দিয়েছিলেন স্টিভ ওয়ার দর্প ৷ স্টিভ ওয়াকে টসের আগে দাঁড় করিয়ে রেখেছিলেন ৷ বুঝিয়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক এখন মহারাজ ৷ সেই সিরিজ় জায়গা করে নিয়ে ক্রিকেটের ক্লাসিক তালিকায় ৷

সেই মহারাজ এখন ক্রিকেট প্রশাসক ৷ বঙ্গ ক্রিকেটের রাশ ধরেন কিংবদন্তি প্রশাসক জগমোহন জালমিয়ার প্রয়াণের সঙ্গে সঙ্গেই ৷ তখন থেকেই ভারতীয় বোর্ডে মহারাজের অভিষেকের দিন গুনছিলেন অনুরাগীরা ৷ সেই দিন গোনা শেষ হতেই মহারাজ জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী লক্ষ্যর কথা৷ তিনি বলেন " আমি দেশের হয়ে খেলেছি ৷ দেশের অধিনায়কত্বও করেছি ৷ আর এমন সময় দেশের ক্রিকেটের প্রশাসন সামলাবার দায়িত্ব পেলাম যখন BCCI গত তিন বছর ধরে তার সেরা অবস্থানে নেই ৷ আমার সামনে সেরা সুয়োগ ভালো কিছু করার ৷ "

সদ্যই বিনা প্রতিদ্বন্দ্বীতায় CAB সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি ৷ লোধা কমিশনের সুপারিশ মতো 2020 সালের সেপ্টেম্বরে সেই দায়িত্ব ছেড়ে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে হবে মহারাজকে ৷ মহারাজ বলেছেন, "আমার প্রথম কাজ প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালি করা ৷ গত তিন বছর ধরে COA-র কাছে বার বার দরবার করলেও তারা কোনও কথা শোনেনি ৷ "

COA বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন ঘোষণা করতেই ভোটের দামামা বেজে গেছিল ৷ ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের বিভিন্ন গোষ্ঠী ৷ আপাতত সেই "যুদ্ধং দেহী" মেজাজ উধাও ৷ বোর্ড সভাপতি হিসেবে সর্বসম্মত ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঠিক হওয়ায় থেমে গেছে যুদ্ধের দামামা ৷ আজ (14 অক্টোবর) নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ সূত্রের খবর এবার আর নির্বাচন হচ্ছে না ৷ মহারাজের ক্যারিশমায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বাকিরাও ৷


মুম্বই, 14 অক্টোবর : BCCI সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে উঠে এসেছে সৌরভ গাঙ্গুলির নাম ৷ দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ অলঙ্করণের সুযোগ পাওয়াকে মহারাজ বলছেন, "দারুণ অনুভূতি" ৷ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর সামনে এখন অনেক কাজ রয়েছে ৷ বিশেষ করে যখন বোর্ডের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ৷

2000 সালে এক অন্ধকার সময়ে তাঁর হাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দিয়েছিল BCCI ৷ তার পরের ইতিহাস সকলেরই জানা ৷ ফিনিক্সের মতো 2003 সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছানই হোক কিংবা 2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসের বারান্দায় মহারাজের জার্সি ঘোরানো ৷ ক্রিকেট বিশ্ব তখন বুঁদ "দাদাগিরি"-তে ৷

এখানেই শেষ নয় ৷ এর আগে 2001 সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ৷ স্টিভ ওয়ার নেতৃত্বে তখন অজিরা বিশ্বসেরা ৷ স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া আটকায় কার সাধ্যি ৷ সেই ঘোড়া শুধু আটকানোই নয়, ভেঙে দিয়েছিলেন স্টিভ ওয়ার দর্প ৷ স্টিভ ওয়াকে টসের আগে দাঁড় করিয়ে রেখেছিলেন ৷ বুঝিয়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক এখন মহারাজ ৷ সেই সিরিজ় জায়গা করে নিয়ে ক্রিকেটের ক্লাসিক তালিকায় ৷

সেই মহারাজ এখন ক্রিকেট প্রশাসক ৷ বঙ্গ ক্রিকেটের রাশ ধরেন কিংবদন্তি প্রশাসক জগমোহন জালমিয়ার প্রয়াণের সঙ্গে সঙ্গেই ৷ তখন থেকেই ভারতীয় বোর্ডে মহারাজের অভিষেকের দিন গুনছিলেন অনুরাগীরা ৷ সেই দিন গোনা শেষ হতেই মহারাজ জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী লক্ষ্যর কথা৷ তিনি বলেন " আমি দেশের হয়ে খেলেছি ৷ দেশের অধিনায়কত্বও করেছি ৷ আর এমন সময় দেশের ক্রিকেটের প্রশাসন সামলাবার দায়িত্ব পেলাম যখন BCCI গত তিন বছর ধরে তার সেরা অবস্থানে নেই ৷ আমার সামনে সেরা সুয়োগ ভালো কিছু করার ৷ "

সদ্যই বিনা প্রতিদ্বন্দ্বীতায় CAB সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি ৷ লোধা কমিশনের সুপারিশ মতো 2020 সালের সেপ্টেম্বরে সেই দায়িত্ব ছেড়ে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে হবে মহারাজকে ৷ মহারাজ বলেছেন, "আমার প্রথম কাজ প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালি করা ৷ গত তিন বছর ধরে COA-র কাছে বার বার দরবার করলেও তারা কোনও কথা শোনেনি ৷ "

COA বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন ঘোষণা করতেই ভোটের দামামা বেজে গেছিল ৷ ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের বিভিন্ন গোষ্ঠী ৷ আপাতত সেই "যুদ্ধং দেহী" মেজাজ উধাও ৷ বোর্ড সভাপতি হিসেবে সর্বসম্মত ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঠিক হওয়ায় থেমে গেছে যুদ্ধের দামামা ৷ আজ (14 অক্টোবর) নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ সূত্রের খবর এবার আর নির্বাচন হচ্ছে না ৷ মহারাজের ক্যারিশমায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বাকিরাও ৷

Mahabalipuram (TN), Oct 13 (ANI): During his informal summit with Chinese President Xi Jinping in Tamil Nadu, Prime Minister Narendra Modi also took out time to stretch his muscles at the beautiful and scenic Mamallapuram beach on October 12. The Prime Minister was also seen cleaning up the beach by picking up litter and other waste during his morning walk on the last day of the summit.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.