ETV Bharat / bharat

কোরোনামুক্তির পর মহিলাকে বাড়ি ঢুকতে বাধা, অভিযুক্ত ছেলে ও বউমা - son removes mother from home

সুস্থ হয়ে উঠেছেন । হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন । কিন্তু বাড়ি ঢুকতে পারলেন না হায়দরাবাদের এক মহিলা ।

Lady recovered from corona
Lady recovered from corona
author img

By

Published : Jul 26, 2020, 1:57 PM IST

হায়দরাবাদ, 26 জুলাই : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা । কিন্তু, তাঁকে বাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে । হায়দরাবাদের ফিল্মনগরের ঘটনা ।

55 বছর বয়সি ওই মহিলার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে গান্ধি হাসপাতালে ভরতি করা হয় । শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে । কিন্তু অভিযোগ তাঁর ছেলে ও বউমা তাঁকে বাড়ি ঢুকতে দেয়নি । শুধু তাই নয়, বাড়িতে তালা মেরে অন্যত্র চলে গেছে তারা ।

বেশ কিছুক্ষণ রাস্তায় বসেছিলেন ওই মহিলা । পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে এগিয়ে আসেন । সহযোগিতার হাত বাড়িয়ে দেন । থানায় খবর দেওয়া হয় । ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তেলাঙ্গানায় চিকিৎসাধীন কোরোনা রোগীর সংখ্যা 11 হাজার 677 । সুস্থ হয়েছে 40 হাজার 334 জন । মৃত্যু হয়েছে 455 জনের ।

হায়দরাবাদ, 26 জুলাই : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা । কিন্তু, তাঁকে বাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে । হায়দরাবাদের ফিল্মনগরের ঘটনা ।

55 বছর বয়সি ওই মহিলার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে গান্ধি হাসপাতালে ভরতি করা হয় । শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে । কিন্তু অভিযোগ তাঁর ছেলে ও বউমা তাঁকে বাড়ি ঢুকতে দেয়নি । শুধু তাই নয়, বাড়িতে তালা মেরে অন্যত্র চলে গেছে তারা ।

বেশ কিছুক্ষণ রাস্তায় বসেছিলেন ওই মহিলা । পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে এগিয়ে আসেন । সহযোগিতার হাত বাড়িয়ে দেন । থানায় খবর দেওয়া হয় । ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তেলাঙ্গানায় চিকিৎসাধীন কোরোনা রোগীর সংখ্যা 11 হাজার 677 । সুস্থ হয়েছে 40 হাজার 334 জন । মৃত্যু হয়েছে 455 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.