ETV Bharat / bharat

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি সামান্য উদ্বেগজনক : সেনা প্রধান

পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল লাদাখে যান সেনা প্রধান নারাভানে । পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, আমাদের সেনাদের মনোবল ও উৎসাহ বিরাট রয়েছে । তাঁরা যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ।

সেনা প্রধান
সেনা প্রধান
author img

By

Published : Sep 4, 2020, 1:06 PM IST

দিল্লি, 4 সেপ্টেম্বর : যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত জওয়ানরা । তাদের মনোবল ও উৎসাহ প্রবল পরিমাণে রয়েছে । জানালেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে । এর পাশাপাশিই তিনি জানালেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সামান্য উদ্বেগজনক । সামান্য চিন্তার ।

সোমবার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও উত্তপ্ত হয় পরিস্থিতি । সূত্রের খবর, চিনের সেনা ফের অনুপ্রবেশের চেষ্টা করে । কিন্তু রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল লাদাখে যান সেনা প্রধান নারাভানে । পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, আমি লেহ-র পরিস্থিতি দেখতে গতকাল গেছিলাম । আমাদের সেনাদের মনোবল ও উৎসাহ রয়েছে । তাঁরা যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত । আমি কোনও দ্বিধা ছাড়াই আবারও বলতে পারি, আমাদের সেনারা সেরা । তাঁরা শুধু সেনাবাহিনীকে নয়, সারা দেশকে গর্বিত করেছে ।

তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে আরও জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি সামান্য চিন্তার । বিষয়টি নিয়ে আমরা নিরন্তর পর্যালোচনা করছি । আমরা আগাম সতর্কতামূলক পদক্ষেপও করেছি ।

দিল্লি, 4 সেপ্টেম্বর : যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত জওয়ানরা । তাদের মনোবল ও উৎসাহ প্রবল পরিমাণে রয়েছে । জানালেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে । এর পাশাপাশিই তিনি জানালেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সামান্য উদ্বেগজনক । সামান্য চিন্তার ।

সোমবার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও উত্তপ্ত হয় পরিস্থিতি । সূত্রের খবর, চিনের সেনা ফের অনুপ্রবেশের চেষ্টা করে । কিন্তু রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল লাদাখে যান সেনা প্রধান নারাভানে । পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, আমি লেহ-র পরিস্থিতি দেখতে গতকাল গেছিলাম । আমাদের সেনাদের মনোবল ও উৎসাহ রয়েছে । তাঁরা যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত । আমি কোনও দ্বিধা ছাড়াই আবারও বলতে পারি, আমাদের সেনারা সেরা । তাঁরা শুধু সেনাবাহিনীকে নয়, সারা দেশকে গর্বিত করেছে ।

তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে আরও জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি সামান্য চিন্তার । বিষয়টি নিয়ে আমরা নিরন্তর পর্যালোচনা করছি । আমরা আগাম সতর্কতামূলক পদক্ষেপও করেছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.