উন্নাও, 8 ডিসেম্বর : উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃতদেহ গতরাতেই গ্রামে পৌঁছায় । আজ সকালে মৃতদেহ নিয়ে শেষযাত্রায় বের হওয়ার উদ্যোগ নেয় প্রতিবেশীরা । কিন্তু বাধ সাধে পরিবার । নির্যাতিতার বোন জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত শেষকৃত্য করা হবে না দেহের ।
গতকাল রাতে পুলিশ প্রহরায় উন্নাওয়ের গ্রামে আনা হয় নির্যাতিতার মৃতদেহ । আজ সকালে নির্যাতিতার দেহ নিয়ে শেষযাত্রার তোড়জোড় চলছিল । কিন্তু শেষকৃত্য করতে অস্বীকার করে পরিবার । সেখানে উপস্থিত সংবাদসংস্থাকে নির্যাতিতার বোন বলেন, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না এলে শেষকৃত্য হবে না । আমি যোগীজির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই । পরিবারকে সাহায্য করার জন্য আমি সরকারি চাকরি চাই । দোষীদের ফাঁসি দিতে হবে । আমরা চাই যোগীজি এখানে এসে নিজের সিদ্ধান্ত জানাক ।"
গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যোগীর মন্ত্রিসভার দুই সদস্য কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্য । পরিবারের সঙ্গে কথা বলার পর কমলরানি বলেন, "রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সাহায্য করবে । পরিবারের দাবি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িও দেওয়া হবে ।" গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও । আজ সমাজবাদী পার্টির সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন ।
6 ডিসেম্বর দিল্লিতে চিকিৎসা চলাকালীন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয় । দুষ্কৃতীরা নির্যাতিতার গায়ে আগুন দিয়েছিল । দেহ নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল নির্যাতিতার ।