ETV Bharat / bharat

সরকারি চাকরি ও দোষীদের ফাঁসি চাই, দাবি উন্নাওয়ের নির্যাতিতার বোনের - উন্নাওর মৃত নির্যাতিতার বোনের সরকারি চাকরির দাবি

গতকাল রাতে পুলিশ প্রহরায় উন্নাওয়ের গ্রামে আনা হয় নির্যাতিতার মৃতদেহ । আজ সকালে নির্যাতিতার দেহ নিয়ে শেষযাত্রার তোড়জোড় চলছিল । কিন্তু শেষকৃত্য করতে অস্বীকার করে পরিবার । সেখানে উপস্থিত সংবাদসংস্থাকে নির্যাতিতার বোন বলেন, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না এলে শেষকৃত্য করা হবে না । আমি যোগীজির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই ।

Sister of Unnao case Victim
উন্নাওর মৃত নির্যাতিতার বোন
author img

By

Published : Dec 8, 2019, 5:09 PM IST

Updated : Dec 8, 2019, 8:27 PM IST

উন্নাও, 8 ডিসেম্বর : উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃতদেহ গতরাতেই গ্রামে পৌঁছায় । আজ সকালে মৃতদেহ নিয়ে শেষযাত্রায় বের হওয়ার উদ্যোগ নেয় প্রতিবেশীরা । কিন্তু বাধ সাধে পরিবার । নির্যাতিতার বোন জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত শেষকৃত্য করা হবে না দেহের ।

গতকাল রাতে পুলিশ প্রহরায় উন্নাওয়ের গ্রামে আনা হয় নির্যাতিতার মৃতদেহ । আজ সকালে নির্যাতিতার দেহ নিয়ে শেষযাত্রার তোড়জোড় চলছিল । কিন্তু শেষকৃত্য করতে অস্বীকার করে পরিবার । সেখানে উপস্থিত সংবাদসংস্থাকে নির্যাতিতার বোন বলেন, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না এলে শেষকৃত্য হবে না । আমি যোগীজির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই । পরিবারকে সাহায্য করার জন্য আমি সরকারি চাকরি চাই । দোষীদের ফাঁসি দিতে হবে । আমরা চাই যোগীজি এখানে এসে নিজের সিদ্ধান্ত জানাক ।"

গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যোগীর মন্ত্রিসভার দুই সদস্য কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্য । পরিবারের সঙ্গে কথা বলার পর কমলরানি বলেন, "রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সাহায্য করবে । পরিবারের দাবি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িও দেওয়া হবে ।" গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও । আজ সমাজবাদী পার্টির সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন ।

6 ডিসেম্বর দিল্লিতে চিকিৎসা চলাকালীন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয় । দুষ্কৃতীরা নির্যাতিতার গায়ে আগুন দিয়েছিল । দেহ নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল নির্যাতিতার ।

উন্নাও, 8 ডিসেম্বর : উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃতদেহ গতরাতেই গ্রামে পৌঁছায় । আজ সকালে মৃতদেহ নিয়ে শেষযাত্রায় বের হওয়ার উদ্যোগ নেয় প্রতিবেশীরা । কিন্তু বাধ সাধে পরিবার । নির্যাতিতার বোন জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত শেষকৃত্য করা হবে না দেহের ।

গতকাল রাতে পুলিশ প্রহরায় উন্নাওয়ের গ্রামে আনা হয় নির্যাতিতার মৃতদেহ । আজ সকালে নির্যাতিতার দেহ নিয়ে শেষযাত্রার তোড়জোড় চলছিল । কিন্তু শেষকৃত্য করতে অস্বীকার করে পরিবার । সেখানে উপস্থিত সংবাদসংস্থাকে নির্যাতিতার বোন বলেন, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না এলে শেষকৃত্য হবে না । আমি যোগীজির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই । পরিবারকে সাহায্য করার জন্য আমি সরকারি চাকরি চাই । দোষীদের ফাঁসি দিতে হবে । আমরা চাই যোগীজি এখানে এসে নিজের সিদ্ধান্ত জানাক ।"

গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যোগীর মন্ত্রিসভার দুই সদস্য কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্য । পরিবারের সঙ্গে কথা বলার পর কমলরানি বলেন, "রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সাহায্য করবে । পরিবারের দাবি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িও দেওয়া হবে ।" গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও । আজ সমাজবাদী পার্টির সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন ।

6 ডিসেম্বর দিল্লিতে চিকিৎসা চলাকালীন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয় । দুষ্কৃতীরা নির্যাতিতার গায়ে আগুন দিয়েছিল । দেহ নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল নির্যাতিতার ।

Kathmandu (Nepal), Dec 08 (ANI): India has continued their lead in the medal tally by crossing 200 medals in the 13th edition of the ongoing South Asian Games on Saturday. India has so far bagged 110 gold medals and remained on top in the medal tally while Nepal trailing behind it has collected 43 gold medals. Along with gold, India has collected an additional of 69 silver and 35 bronze medals with a total of 214 medals. Nepal has so far grabbed 34 silver and 65 bronze medals in the regional sporting event with total medals of 142. With India trailing high with gold, the Indian players are aiming more in the South Asian extravaganza though it is marching towards a conclusion. In the swimming event, India has been bagging the majority of the medals. On Friday, India clinched 5 out of 7 medals. Apart from swimming, the Indian wrestlers won 8 gold, 4 each in women's and men's category along with the Indian shooters clinching all three titles of the day.
Last Updated : Dec 8, 2019, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.