ETV Bharat / bharat

সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন বোন বাসন্তী বেন

ভাই নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন বাসন্তী বেন ৷ দেশের উন্নয়নে যাতে কাজ করতে পারে তাই ভাইয়ের ভালো স্বাস্থ্যেরও কামনা করেন তিনি ৷

Vasantiben
বাসন্তী বেন
author img

By

Published : Aug 2, 2020, 8:14 PM IST

মেহসানা, 2 অগাস্ট : রাখি উপলক্ষে ভাই নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন বাসন্তী বেন ৷ প্রতি বছরই তিনি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে রাখি পাঠিয়ে থাকেন ৷

বাসন্তী বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একমাত্র বোন ৷ তিনি ভিসনগরে থাকেন ৷ কয়েক বছর আগে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাখিবন্ধনের তাৎপর্য উল্লেখ করেছিলেন ৷

প্রতি বছর তিনি ভাই নরেন্দ্র মোদিকে রাখি পাঠানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ কিন্তু নিরাপত্তার তাগিদে তাঁকে সংবাদমাধ্যমের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল প্রশাসনের তরফে ৷ তারপর থেকে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন না ৷ তবে, প্রতি বারের মতো এ বছরও দেশের উন্নয়নে যাতে কাজ করতে পারে তার জন্য ভাইয়ের স্বাস্থ্যের কামনা করে রাখি পাঠিয়েছেন বাসন্তী বেন ৷

মেহসানা, 2 অগাস্ট : রাখি উপলক্ষে ভাই নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন বাসন্তী বেন ৷ প্রতি বছরই তিনি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে রাখি পাঠিয়ে থাকেন ৷

বাসন্তী বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একমাত্র বোন ৷ তিনি ভিসনগরে থাকেন ৷ কয়েক বছর আগে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাখিবন্ধনের তাৎপর্য উল্লেখ করেছিলেন ৷

প্রতি বছর তিনি ভাই নরেন্দ্র মোদিকে রাখি পাঠানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ কিন্তু নিরাপত্তার তাগিদে তাঁকে সংবাদমাধ্যমের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল প্রশাসনের তরফে ৷ তারপর থেকে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন না ৷ তবে, প্রতি বারের মতো এ বছরও দেশের উন্নয়নে যাতে কাজ করতে পারে তার জন্য ভাইয়ের স্বাস্থ্যের কামনা করে রাখি পাঠিয়েছেন বাসন্তী বেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.