বারাণসী, 7 জানুয়ারি : স্টেশন চত্বর ও ট্রেনগুলিকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্য মুক্ত করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ভারতীয় রেল ৷ সেই লক্ষ্যে এক পা এগিয়ে উত্তরপ্রদেশের বারাণসী স্টেশন ৷ স্টেশন চত্বরকে প্লাস্টিকমুক্ত রাখতে এখানকার ব্যবসায়ীদের প্লাস্টিকের বদলে মাটির তৈরি মাটির ভাড়, গ্লাস ও প্লেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আধিকারিকরা জানাচ্ছেন, এর ফলে স্থানীয় মৃৎশিল্পীদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ৷
স্টেশন পরিচালক আনন্দ মোহন জানান, "দেশজুড়ে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে ৷ আমাদের এখানে তো এক বছর আগে থেকেই প্লাস্টিকের বদলে মাটির ভাড়, গ্লাস ব্যবহারের জন্য প্রচার শুরু করা হয়েছিল ৷ এখানে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে গেছে ৷ শুধু বাইরে থেকে আসা প্লাস্টিকের বোতল বা র্যাপার এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়নি ৷ পানীয় যা কিছু তা মাটির ভাড় বা গ্লাসে করে ক্রেতাদের দেওয়া হচ্ছে ৷ " IRCTC থেকে শুরু করে বেসরকারি স্টলগুলিও এখন মাটির ভাড়ে চা ও কফি বিক্রি করা শুরু করেছে ৷
লক্ষ্য, নরেন্দ্র মোদির নেতৃত্বে বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনকে পুরোপুরি প্লাস্টিকমুক্ত করা ৷ শুধুমাত্র জলের মত কয়েকটি জিনিস এখনও প্লাস্টিকের বোতলবন্দী করে বিক্রি করা হয় ৷ বাকি সবকিছুই ক্রেতাদের পেপার ব্যাগ অথবা বায়োডিগ্রেডেবল ব্যাগে করে বিক্রি করেন ব্যবসায়ীরা ৷
এক রেল যাত্রী অজিত তুফানি জানান, "এটা খুব ভালো প্রয়াস ৷ মাটির পাত্র ব্যবহারের ফলে মৃৎশিল্পীরাও উপকৃত হবেন ৷" উল্লেখ্য, রেলমন্ত্রকের তরফে গত বছর 2 অক্টোবর থেকেই 50 মাইক্রনের নিচে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ৷