ETV Bharat / bharat

OBC সংরক্ষণে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন স্ট‍্যালিনের - ওবিসি

OBC সংরক্ষণ নিয়ে তামিলনাড়ু সরকার ও AIADMK-র করা অন্তর্বর্তীকালীন আবেদন সোমবার খারিজ করে সুপ্রিম কোর্ট ।

M K Stalin to Modi on OBC reservation
ওবিসি সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীকে স্ট‍্যালিনের আরজি
author img

By

Published : Oct 26, 2020, 9:00 PM IST

চেন্নাই, 26 অক্টোবর : মেডিকেল কলেজগুলিতে OBC সংরক্ষণ নিয়ে এবার মুখ খুললেন DMK নেতা এম কে স্ট্যালিন । তিনি বলেন, “এই বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব দেওয়া উচিত ।” এক বিবৃতি জারি করে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীকে বলেন, “তাঁঁর উচিত নরেন্দ্র মোদির উপরে এই বিষয়ে চাপ তৈরি করা ।”

OBC সংরক্ষণ নিয়ে তামিলনাড়ু সরকার ও AIADMK-র অন্তর্বর্তীকালীন আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । স্ট্যালিন অভিযোগ করেন, তামিলনাড়ু সরকার এই বিষয়ে নিজেদের পক্ষে সঠিক যুক্তি দেখাতে পারেনি । এর ফলে বহু OBC ও দলিত পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ে গেল ।

চেন্নাই, 26 অক্টোবর : মেডিকেল কলেজগুলিতে OBC সংরক্ষণ নিয়ে এবার মুখ খুললেন DMK নেতা এম কে স্ট্যালিন । তিনি বলেন, “এই বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব দেওয়া উচিত ।” এক বিবৃতি জারি করে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীকে বলেন, “তাঁঁর উচিত নরেন্দ্র মোদির উপরে এই বিষয়ে চাপ তৈরি করা ।”

OBC সংরক্ষণ নিয়ে তামিলনাড়ু সরকার ও AIADMK-র অন্তর্বর্তীকালীন আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । স্ট্যালিন অভিযোগ করেন, তামিলনাড়ু সরকার এই বিষয়ে নিজেদের পক্ষে সঠিক যুক্তি দেখাতে পারেনি । এর ফলে বহু OBC ও দলিত পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ে গেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.