ETV Bharat / bharat

ভোটে ধাক্কা, TV চ্যানেলের বিতর্কে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত কংগ্রেসের - Rahul Gandhi

কংগ্রেসের কোনও প্রতিনিধি TV চ্যানেলে বিতর্কে অংশ নেবেন না । আগামী একমাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 30, 2019, 11:27 AM IST

দিল্লি, 30 মে : TV চ্যানেলে কংগ্রেসের কোনও প্রতিনিধি বিতর্কে অংশ নেবেন না । আগামী একমাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা । প্রতিটি TV চ্যানেল ও তাদের সম্পাদকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বিতর্কে অংশ নেওয়ার জন্য কংগ্রেসের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানান ।

লোকসভা নির্বাচনে একদিকে যেমন BJP-র জয়জয়কার । তেমনই উলটো দিকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের । মাত্র 52টি আসন পেয়েছে তারা । হারের দায় স্বীকার করে সভাপতির পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধি । কিন্তু, তাঁর এই সিদ্ধান্ত মঞ্জুর করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি(CWC) ।

যাই হোক, আগামী 1 জুন UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধির নেতৃত্বে বৈঠকে বৈঠকে বসবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । উপস্থিত থাকবেন সমস্ত নব নির্বাচিত সাংসদ । থাকবেন রাজ্যসভার সাংসদও । বৈঠক থেকে লোকসভায় আগামীদিনের দলনেতাকে বেছে নেওয়া হবে ।

কেন TV চ্যানেলের বিতর্ক থেকে প্রতিনিধিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস । তার উত্তর খুঁজতে গিয়ে রাজনীতির কারবারিরা বলছেন, হারের পর দলের খোলনলচে বদলে ফেলতে চান রাহুল । শতাব্দীপ্রাচীন কংগ্রেসের মান্ধাতার নিয়ম ভেঙে নতুন করে দলকে গড়তে চান তিনি । আর তাই এই সিদ্ধান্ত ।

গত সপ্তাহে সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদবও একই সিদ্ধান্ত নেন । লোকসভা নির্বাচনে SP মাত্র 5টি আসন পায় । তারপরই অখিলেশ যাদব দলের সব মুখপাত্রদের নির্দেশ দেন, তাঁরা যেন কোনও টেলিভিশন বিতর্কে অংশ না নেন ।

দিল্লি, 30 মে : TV চ্যানেলে কংগ্রেসের কোনও প্রতিনিধি বিতর্কে অংশ নেবেন না । আগামী একমাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা । প্রতিটি TV চ্যানেল ও তাদের সম্পাদকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বিতর্কে অংশ নেওয়ার জন্য কংগ্রেসের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানান ।

লোকসভা নির্বাচনে একদিকে যেমন BJP-র জয়জয়কার । তেমনই উলটো দিকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের । মাত্র 52টি আসন পেয়েছে তারা । হারের দায় স্বীকার করে সভাপতির পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধি । কিন্তু, তাঁর এই সিদ্ধান্ত মঞ্জুর করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি(CWC) ।

যাই হোক, আগামী 1 জুন UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধির নেতৃত্বে বৈঠকে বৈঠকে বসবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । উপস্থিত থাকবেন সমস্ত নব নির্বাচিত সাংসদ । থাকবেন রাজ্যসভার সাংসদও । বৈঠক থেকে লোকসভায় আগামীদিনের দলনেতাকে বেছে নেওয়া হবে ।

কেন TV চ্যানেলের বিতর্ক থেকে প্রতিনিধিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস । তার উত্তর খুঁজতে গিয়ে রাজনীতির কারবারিরা বলছেন, হারের পর দলের খোলনলচে বদলে ফেলতে চান রাহুল । শতাব্দীপ্রাচীন কংগ্রেসের মান্ধাতার নিয়ম ভেঙে নতুন করে দলকে গড়তে চান তিনি । আর তাই এই সিদ্ধান্ত ।

গত সপ্তাহে সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদবও একই সিদ্ধান্ত নেন । লোকসভা নির্বাচনে SP মাত্র 5টি আসন পায় । তারপরই অখিলেশ যাদব দলের সব মুখপাত্রদের নির্দেশ দেন, তাঁরা যেন কোনও টেলিভিশন বিতর্কে অংশ না নেন ।

Surat (Gujarat), May 30 (ANI): People paid floral tributes to those who lost their lives in Surat fire tragedy in Gujarat. Thousands of people were present at the event. At least 22 persons lost their lives in a massive fire that broke out at a coaching institute. Several people got injured in the incident.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.