দিল্লি, 30 মে : TV চ্যানেলে কংগ্রেসের কোনও প্রতিনিধি বিতর্কে অংশ নেবেন না । আগামী একমাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা । প্রতিটি TV চ্যানেল ও তাদের সম্পাদকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বিতর্কে অংশ নেওয়ার জন্য কংগ্রেসের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানান ।
লোকসভা নির্বাচনে একদিকে যেমন BJP-র জয়জয়কার । তেমনই উলটো দিকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের । মাত্র 52টি আসন পেয়েছে তারা । হারের দায় স্বীকার করে সভাপতির পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধি । কিন্তু, তাঁর এই সিদ্ধান্ত মঞ্জুর করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি(CWC) ।
যাই হোক, আগামী 1 জুন UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধির নেতৃত্বে বৈঠকে বৈঠকে বসবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । উপস্থিত থাকবেন সমস্ত নব নির্বাচিত সাংসদ । থাকবেন রাজ্যসভার সাংসদও । বৈঠক থেকে লোকসভায় আগামীদিনের দলনেতাকে বেছে নেওয়া হবে ।
কেন TV চ্যানেলের বিতর্ক থেকে প্রতিনিধিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস । তার উত্তর খুঁজতে গিয়ে রাজনীতির কারবারিরা বলছেন, হারের পর দলের খোলনলচে বদলে ফেলতে চান রাহুল । শতাব্দীপ্রাচীন কংগ্রেসের মান্ধাতার নিয়ম ভেঙে নতুন করে দলকে গড়তে চান তিনি । আর তাই এই সিদ্ধান্ত ।
গত সপ্তাহে সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদবও একই সিদ্ধান্ত নেন । লোকসভা নির্বাচনে SP মাত্র 5টি আসন পায় । তারপরই অখিলেশ যাদব দলের সব মুখপাত্রদের নির্দেশ দেন, তাঁরা যেন কোনও টেলিভিশন বিতর্কে অংশ না নেন ।