দিল্লি, 15 অগাস্ট : কয়েকদিন ধরেই সংকটজনক অবস্থায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । আজও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । ভেন্টিলেটশনেই রয়েছেন তিনি । বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা । ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করতে পারেননি তিনি । ছোটোবেলা থেকে এই দিনটিতে পতাকা উত্তোলন কোনওদিনও মিস করেননি । আক্ষেপ প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের । যদিও তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী বছর এই দিন ফের পতাকা উত্তোলন করতে দেখা যাবে তাঁর বাবাকে ।
74 তম স্বাধীনতা দিবসে বাবার স্মৃতিচারণা করে একটি টুইট করেন শর্মিষ্ঠা । পুরোনো ছবি শেয়ার করার পাশাপাশি তিনি লেখেন, "ছোটোবেলায় গ্রামে আমাদের বাড়িতে বাবা আর কাকা জাতীয় পতাকা উত্তোলন করতেন । সেই থেকে কখনও বাদ যায়নি স্বাধীনতা দিবসে তেরঙা উত্তোলন । গত বছর বাড়িতে স্বাধীনতা দিবস পালনের কিছু স্মৃতি ভাগ করে নিলাম । আমি নিশ্চিত, পরের বছর উনি আবারও এইভাবেই পতাকা উত্তোলন করবেন । জয় হিন্দ ।"
10 অগাস্ট বাথরুমে পড়ে যান প্রণববাবু । মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত । সংকটজনক অবস্থায় মাথার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । মস্তিষ্কে জমাট বেধে যাওয়া রক্ত অস্ত্রোপচার করে বের করা হয় । কিন্তু সংকট কাটেনি । মাথায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না ।
-
In his childhood, my dad & my uncle would hoist National Flag at our ancestral home in village. Since then, he never missed a year to hoist tri-colour on Independence Day. Sharing some memories from last years celebration at home. I’m sure he’ll do the same next year. Jai Hind 🇮🇳 pic.twitter.com/SX0CVO8lW6
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In his childhood, my dad & my uncle would hoist National Flag at our ancestral home in village. Since then, he never missed a year to hoist tri-colour on Independence Day. Sharing some memories from last years celebration at home. I’m sure he’ll do the same next year. Jai Hind 🇮🇳 pic.twitter.com/SX0CVO8lW6
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 15, 2020In his childhood, my dad & my uncle would hoist National Flag at our ancestral home in village. Since then, he never missed a year to hoist tri-colour on Independence Day. Sharing some memories from last years celebration at home. I’m sure he’ll do the same next year. Jai Hind 🇮🇳 pic.twitter.com/SX0CVO8lW6
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 15, 2020
এরপর তিনি গভীর কোমায় চলে যান । সেই থেকে একই অবস্থায় রয়েছেন তিনি । আজ হাসপাতালের বুলেটিনে জানানো হয়, এখনও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি প্রণব মুখোপাধ্যায়ের । ICU-তেই রয়েছেন তিনি । এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে । শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞ দল । তবে তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তারা ।
প্রণববাবু অসু্স্থ থাকায় তাঁর অফিসের তরফেও তাঁর কথা মনে করে একটি টুইট করা হয় । তারাও স্মৃতিচারণা করে লেখে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি উৎসাহের সঙ্গে যোগ দিতেন এবং কখনও মিস করেননি । আজও তেরঙ্গা উড়েছে ।
-
On behalf of #CitizenMukherjee, his office recalls some of the recent #IndependenceDay Celebations, he so enthusiastically participated in & would have never missed. Today also the Tricolor flies high. (1/2) pic.twitter.com/eo9JZTMret
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On behalf of #CitizenMukherjee, his office recalls some of the recent #IndependenceDay Celebations, he so enthusiastically participated in & would have never missed. Today also the Tricolor flies high. (1/2) pic.twitter.com/eo9JZTMret
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 15, 2020On behalf of #CitizenMukherjee, his office recalls some of the recent #IndependenceDay Celebations, he so enthusiastically participated in & would have never missed. Today also the Tricolor flies high. (1/2) pic.twitter.com/eo9JZTMret
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 15, 2020