ETV Bharat / bharat

পিষে দিল মালগাড়ি, মহারাষ্ট্রে ঘুমন্ত অবস্থায় মৃত 16 পরিযায়ী শ্রমিক

author img

By

Published : May 8, 2020, 9:08 AM IST

Updated : May 8, 2020, 9:42 PM IST

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত 16 জন পরিযায়ী শ্রমিক ।

ছবিgoods train
ছবিgoods train

ঔরঙ্গাবাদ, 8 মে : তখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুকনো রুটিগুলো । আধ খাওয়া । কয়েকটা রক্তে ভেজা । তরকারির দাগ মুছেছে রক্তে ।

পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহগুলি । কোথাও মাথা । কোথাও আবার মাথা কাটা শরীরটা । একটু দূরে জনা কয়েক কাতরাচ্ছেন । গলগল করে ঝরছে রক্ত । উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই ।

মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দেহগুলো । অকুস্থলেই প্রাণ হারিয়েছেন 16 জন পরিযায়ী শ্রমিক । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও পাঁচ জন । ঘটনাটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের । কারমাদ স্টেশনের কাছে । মুম্বই থেকে 360 কিলোমিটার দূরে ।

ঘড়ির কাঁটা তখন পাঁচটা বেজে পনেরো । অল্প স্বল্প ফুটছে দিনের আলো ।

লকডাউন । দীর্ঘদিন কাজ নেই । পকেটের টাকাও প্রায় শেষ । ভেবেছিলেন রেল লাইন ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে বাড়ি । আগের দিন গোটা সময়টা ধরে হাঁটা । সারাটা দিনের কান্তিতে শরীরটা আর সঙ্গ দিচ্ছিল না । অনেকে লাইনের উপরই ঘুমিয়ে পড়েছিলেন ।

দুর্ঘটনার পরের দৃশ্য

কিন্তু ঘুম থেকে আর ওঠা হল না ।

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ভারতীয় রেল । মালগাড়ির চালক খুব চেষ্টা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত ট্রেন থামাতে পারেননি । কিছু বুঝে ওঠার আগেই সব শেষ ।

  • At around 5:15 am, unfortunately a freight train ran over some people which lead to the death of 16 labourers. We are looking in to the matter: Mokshada Patil, SP Aurangabad #Maharashtra pic.twitter.com/GJaavisRv4

    — ANI (@ANI) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই 16 জন পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশের বাসিন্দা । বয়স সবারই বছর একুশের আশেপাশে ।

রেলমন্ত্রকের তরফে আজ সকালে একটি টুইটও করা হয়েছে । লেখা হয়েছে, 'আজ ভোরে পারভানি-মানমাদ শাখার বাদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় কিছু পরিযায়ী শ্রমিক রেল লাইনের উপর ঘুমোচ্ছিলেন । তাঁদের ঘুমোতে দেখে মালগাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন চালক । কিন্তু সম্ভব হয়নি । আহতদের ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে'।

  • Extremely anguished by the loss of lives due to the rail accident in Aurangabad, Maharashtra. Have spoken to Railway Minister Shri Piyush Goyal and he is closely monitoring the situation. All possible assistance required is being provided.

    — Narendra Modi (@narendramodi) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোট 21 জন পরিযায়ী শ্রমিক ছিলেন ওই দলে । বাকি কিছু শ্রমিক, যাঁরা রেললাইনের পাশে ঘুমোচ্ছিলেন, তাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রীও । লিখেছেন, 'মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেল দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত । রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা হয়েছে । তিনি বিষয়টির উপর নজর রাখছেন । যা যা সাহায্যের প্রয়োজন, তা করা হবে' ।

  • During early hours today after seeing some labourers on track, loco pilot of goods train tried to stop the train but eventually hit them between Badnapur and Karmad stations in Parbhani-Manmad section
    Injureds have been taken to Aurangabad Civil Hospital.
    Inquiry has been ordered

    — Ministry of Railways (@RailMinIndia) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের একাধিক প্রান্ত থেকে বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র । এরপরেও বহু পরিযায়ী শ্রমিক, পায়ে হেঁটে, সাইকেলে বাড়ি ফিরছেন দক্ষিণ-মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থানে RPF ও স্থানীয় পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছে ।

ঔরঙ্গাবাদ, 8 মে : তখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুকনো রুটিগুলো । আধ খাওয়া । কয়েকটা রক্তে ভেজা । তরকারির দাগ মুছেছে রক্তে ।

পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহগুলি । কোথাও মাথা । কোথাও আবার মাথা কাটা শরীরটা । একটু দূরে জনা কয়েক কাতরাচ্ছেন । গলগল করে ঝরছে রক্ত । উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই ।

মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দেহগুলো । অকুস্থলেই প্রাণ হারিয়েছেন 16 জন পরিযায়ী শ্রমিক । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও পাঁচ জন । ঘটনাটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের । কারমাদ স্টেশনের কাছে । মুম্বই থেকে 360 কিলোমিটার দূরে ।

ঘড়ির কাঁটা তখন পাঁচটা বেজে পনেরো । অল্প স্বল্প ফুটছে দিনের আলো ।

লকডাউন । দীর্ঘদিন কাজ নেই । পকেটের টাকাও প্রায় শেষ । ভেবেছিলেন রেল লাইন ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে বাড়ি । আগের দিন গোটা সময়টা ধরে হাঁটা । সারাটা দিনের কান্তিতে শরীরটা আর সঙ্গ দিচ্ছিল না । অনেকে লাইনের উপরই ঘুমিয়ে পড়েছিলেন ।

দুর্ঘটনার পরের দৃশ্য

কিন্তু ঘুম থেকে আর ওঠা হল না ।

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ভারতীয় রেল । মালগাড়ির চালক খুব চেষ্টা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত ট্রেন থামাতে পারেননি । কিছু বুঝে ওঠার আগেই সব শেষ ।

  • At around 5:15 am, unfortunately a freight train ran over some people which lead to the death of 16 labourers. We are looking in to the matter: Mokshada Patil, SP Aurangabad #Maharashtra pic.twitter.com/GJaavisRv4

    — ANI (@ANI) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই 16 জন পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশের বাসিন্দা । বয়স সবারই বছর একুশের আশেপাশে ।

রেলমন্ত্রকের তরফে আজ সকালে একটি টুইটও করা হয়েছে । লেখা হয়েছে, 'আজ ভোরে পারভানি-মানমাদ শাখার বাদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় কিছু পরিযায়ী শ্রমিক রেল লাইনের উপর ঘুমোচ্ছিলেন । তাঁদের ঘুমোতে দেখে মালগাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন চালক । কিন্তু সম্ভব হয়নি । আহতদের ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে'।

  • Extremely anguished by the loss of lives due to the rail accident in Aurangabad, Maharashtra. Have spoken to Railway Minister Shri Piyush Goyal and he is closely monitoring the situation. All possible assistance required is being provided.

    — Narendra Modi (@narendramodi) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোট 21 জন পরিযায়ী শ্রমিক ছিলেন ওই দলে । বাকি কিছু শ্রমিক, যাঁরা রেললাইনের পাশে ঘুমোচ্ছিলেন, তাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রীও । লিখেছেন, 'মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেল দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত । রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা হয়েছে । তিনি বিষয়টির উপর নজর রাখছেন । যা যা সাহায্যের প্রয়োজন, তা করা হবে' ।

  • During early hours today after seeing some labourers on track, loco pilot of goods train tried to stop the train but eventually hit them between Badnapur and Karmad stations in Parbhani-Manmad section
    Injureds have been taken to Aurangabad Civil Hospital.
    Inquiry has been ordered

    — Ministry of Railways (@RailMinIndia) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের একাধিক প্রান্ত থেকে বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র । এরপরেও বহু পরিযায়ী শ্রমিক, পায়ে হেঁটে, সাইকেলে বাড়ি ফিরছেন দক্ষিণ-মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থানে RPF ও স্থানীয় পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছে ।

Last Updated : May 8, 2020, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.