ETV Bharat / bharat

বছরের বিজ্ঞাননামা - উল্কাপিণ্ডে সুগার

ভারতের কাছে যেমন চন্দ্রযান 2 প্রাপ্তি , সেভাবেই বিশ্ব পেল DNA স্টোরেজের মতো যুগান্তকারী আবিষ্কার। এবছরই আবার উল্কাপিণ্ডে সুগারের দেখা মিলল । অন্যদিকে কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় তা বিশ্বের সামনে এনে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন উইলিয়াম কায়েলিন জুনিয়র, পিটার জে. র‍্যাটক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা। একনজরে বছর জুড়ে বিজ্ঞানের নানা তথ্য ।

science
ছবি
author img

By

Published : Dec 30, 2019, 4:26 PM IST

Updated : Dec 30, 2019, 4:35 PM IST

ব্ল্যাক হোল থেকে চন্দ্রযান 2 কিংবা DNA স্টোরেজের আবিষ্কার । বছর ঘুরে কী কী পেল বিজ্ঞান । দেখে নেওয়া যাক-

  • ব্ল্যাক হোল। এক দশকের চেষ্টা সফল । এবছরই ক্যামেরাবন্দী হল ব্ল্যাকহোলের ছবি । দেখতে গাঢ় অন্ধকারে আলোর আংটি । পৃথিবী থেকে 54 মিলিয়ন আলোকবর্ষ দূরে । পরিধি 6.5 বিলিয়ন সংখ্যক সূর্যের সমান ।
    image
    ব্ল্যাক হোল
  • শনি গ্রহে একটি দিন কতক্ষণের ? এবছর তা জানা গেল । আজ পর্যন্ত এর উত্তর জানা ছিল না । কারণ সময়ের কোনও নিদির্ষ্ট সূচক ছিল না । অবশেষে শনির বলয়ের পরিমাপ থেকেই নির্ণয় করা একটা পুরো দিনের সময় 10 ঘণ্টা 33 মিনিট 38 সেকেন্ড ।
  • DNA স্টোরেজ । জানেন কি কয়েক গ্রাম DNA এক কুইন্টিলিয়ন (10 টু দি পাওয়ার 18) তথ্য হাজার বছর ধরে নিরাপদে আগলে রাখতে পারে । সিন্থেটিক DNA ব্যবহার করে এই কাজ করা যায় । 2020 সালের মার্চে বাণিজ্যিকভাবে DNA স্টোরেজ পরিষেবা চালু করতে চলেছে হার্ভার্ড লাইফ ল্যাব ।
    image
    DNA স্টোরেজ
  • 22 জুলাই দুপুর 2 টা 43 মিনিটে উৎক্ষেপণ হয় চন্দ্রযান-2 এর । মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-2 ৷ 2 সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম ৷ 4 সেপ্টেম্বর, সফলভাবে দ্বিতীয় ডি-অর্বিটিং সম্পন্ন করে ল্যান্ডার বিক্রম । 7 সেপ্টেম্বর, প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে নামার কয়েক মুহূর্তে আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ISTRAC কেন্দ্রের ।
    image
    চন্দ্রযান 2
  • খোঁজ মিলল ৪ টি ভিন গ্রহের । যার একটি আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ । এবং আমাদের নেপচুন গ্রহের অর্ধেক । নাসার ‘টেস’ উপগ্রহের চোখে আলাদাভাবে ধরা পড়ল বাকি তিনটি ভিন গ্রহ । সেগুলিও অনেকটাই পৃথিবীর মতো ।
  • অস্ত্র মিশাইল । এবছর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল । এর রেঞ্জ 25-40 কিমি । তৈরি করেছে DRDO । শহরগুলির থ্রিটায়ার ডিফেন্স সিস্টেমকে মাথায় রেখে এটি তৈরি করা হয় । অ্যামেরিকার 9-11 ঘটনার পর নড়েচড়ে বসে প্রতিরক্ষাদপ্তর । তারপরই এই মিশাইলের পরিকল্পনা ।
  • বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করল ISRO । শ্রীহরিকোটা থেকে PSLV 44 লঞ্চারের মাধ্যমে এটি স্থাপন করা হয় । পাশাপাশি বেঙ্গালুরুতে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার স্থাপন করল ISRO । 2022-র মধ্যে মানবচালিত মহাকাশযান পাঠানোর লক্ষ্য ।
  • এবছরই ব্যাকটেরিয়াকে কার্বন ডাই অক্সাইড শোষকে পরিণত করা । যা কমাচ্ছে গ্রিন হাউজ় গ্যাসের পরিমাণ । প্রথমে ব্যাকটেরিয়াকে (E.coli) অটোট্রফিক স্ট্রেনে রুপান্তরিত করা হয় । এই অটোট্রফিক স্ট্রেন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ।
    image
    E.Coli ব্যাকটেরিয়া
  • 26 ডিসেম্বর আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় । প্রায় এক দশক পরে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল । পাশাপাশি এটি এবছরের শেষ সূর্যগ্রহণ । দক্ষিণ ভারতের একাংশ সহ দেশের কয়েকটি জায়গা থেকে এই গ্রহণ দেখা যায় । পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আপেক্ষিক দূরত্বের ফারাকের জন্য আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় । সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের আকারে দেখায় ।
    image
    আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ
  • অ্যামেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের শীর্ষপদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী সেতুরামন পঞ্চনাথন । নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন স্বয়ং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 1981 সালে সেতুরামন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন । পরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ।
    image
    সেতুরামন পঞ্চনাথন
  • 26 বছর আগে প্রথম পূর্বাভাস দিয়েছিলেন দুই বাঙালি বিজ্ঞানী । এবার তা সত্যি হল । সৌরমণ্ডলের আশপাশে দেখা গেল এক ধুমকেতু । নাম বরিসভ । অবস্থান সূর্যের পিছনের দিকে । দূরত্ব প্রায় ১৪ কোটি ৯৫ লক্ষ ৯৭ হাজার ৮৭১ কিলোমিটার ।
  • মঙ্গলের বায়ুমণ্ডলে প্রথমবার মিলল অক্সিজেন অণু । এই আবিষ্কারের নেপথ্যে রয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশীল আত্রেয় । মঙ্গলের বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের সঙ্গে অক্সিজেনের পরিমাণ ০.১৩ শতাংশ । পাশাপাশি মঙ্গলে ঋতু বৈচিত্র্যও প্রত্যক্ষ করা হয়েছে । মঙ্গলে পাঠানো হয়েছে নাসার রোভার কিউরিওসিটি । যা প্রত্যক্ষ করছে এই ঋতু বৈচিত্র্য ।
  • উল্কাপিণ্ডে সুগারের দেখা মিলল । এনডব্লিউএ-৮০১ এবং মুর্চিসন নামে দুটি উল্কাপিণ্ডে সুগার গোত্রের তিনটি যৌগ রাইবোজ, জাইলোজ ও আরবিনোজের দেখা পাওয়া গেল । নভেম্বরে প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয় । এর আগে প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান অ্যামাইনো অ্যাসিডের হদিশ মিলেছিল মহাকাশে ।
  • এবছর, ১২ জন ভাটনগর পুরস্কার প্রাপকের মধ্যে ছ’জনই বাঙালি । ২০১২ সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের তালিকাতেও ছ’জন বাঙালি বিজ্ঞানীর নাম ছিল । এবার রসায়নে তাপস মাজি, গণিতে নীনা গুপ্ত, পদার্থবিজ্ঞানে অনিন্দ্য সিংহ ও শঙ্কর ঘোষ, জীববিজ্ঞানে সৌমেন বসাক, ভূবিজ্ঞানে সুবিমল ঘোষ ২০১৯ সালে দেশের বিজ্ঞান গবেষণায় সেরা পুরস্কার পেয়েছেন ।
  • 2019 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান উইলিয়াম কায়েলিন জুনিয়র, পিটার জে. র‍্যাটক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা । কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং এর সঙ্গে মানিয়ে নেয় তা আবিষ্কারের জন্য এই নোবেল । পদার্থবিদ্যায় নোবেল পান জিম পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ে কোয়েলোজ । মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের পুরস্কার দেওয়া হয়েছে । রসায়নে নোবেল পান জন বি গুডনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো । রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য পুরস্কার পেয়েছেন তাঁরা ।
    image
    চিকিৎসায় নোবেল প্রাপক

ব্ল্যাক হোল থেকে চন্দ্রযান 2 কিংবা DNA স্টোরেজের আবিষ্কার । বছর ঘুরে কী কী পেল বিজ্ঞান । দেখে নেওয়া যাক-

  • ব্ল্যাক হোল। এক দশকের চেষ্টা সফল । এবছরই ক্যামেরাবন্দী হল ব্ল্যাকহোলের ছবি । দেখতে গাঢ় অন্ধকারে আলোর আংটি । পৃথিবী থেকে 54 মিলিয়ন আলোকবর্ষ দূরে । পরিধি 6.5 বিলিয়ন সংখ্যক সূর্যের সমান ।
    image
    ব্ল্যাক হোল
  • শনি গ্রহে একটি দিন কতক্ষণের ? এবছর তা জানা গেল । আজ পর্যন্ত এর উত্তর জানা ছিল না । কারণ সময়ের কোনও নিদির্ষ্ট সূচক ছিল না । অবশেষে শনির বলয়ের পরিমাপ থেকেই নির্ণয় করা একটা পুরো দিনের সময় 10 ঘণ্টা 33 মিনিট 38 সেকেন্ড ।
  • DNA স্টোরেজ । জানেন কি কয়েক গ্রাম DNA এক কুইন্টিলিয়ন (10 টু দি পাওয়ার 18) তথ্য হাজার বছর ধরে নিরাপদে আগলে রাখতে পারে । সিন্থেটিক DNA ব্যবহার করে এই কাজ করা যায় । 2020 সালের মার্চে বাণিজ্যিকভাবে DNA স্টোরেজ পরিষেবা চালু করতে চলেছে হার্ভার্ড লাইফ ল্যাব ।
    image
    DNA স্টোরেজ
  • 22 জুলাই দুপুর 2 টা 43 মিনিটে উৎক্ষেপণ হয় চন্দ্রযান-2 এর । মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-2 ৷ 2 সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম ৷ 4 সেপ্টেম্বর, সফলভাবে দ্বিতীয় ডি-অর্বিটিং সম্পন্ন করে ল্যান্ডার বিক্রম । 7 সেপ্টেম্বর, প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে নামার কয়েক মুহূর্তে আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ISTRAC কেন্দ্রের ।
    image
    চন্দ্রযান 2
  • খোঁজ মিলল ৪ টি ভিন গ্রহের । যার একটি আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ । এবং আমাদের নেপচুন গ্রহের অর্ধেক । নাসার ‘টেস’ উপগ্রহের চোখে আলাদাভাবে ধরা পড়ল বাকি তিনটি ভিন গ্রহ । সেগুলিও অনেকটাই পৃথিবীর মতো ।
  • অস্ত্র মিশাইল । এবছর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল । এর রেঞ্জ 25-40 কিমি । তৈরি করেছে DRDO । শহরগুলির থ্রিটায়ার ডিফেন্স সিস্টেমকে মাথায় রেখে এটি তৈরি করা হয় । অ্যামেরিকার 9-11 ঘটনার পর নড়েচড়ে বসে প্রতিরক্ষাদপ্তর । তারপরই এই মিশাইলের পরিকল্পনা ।
  • বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করল ISRO । শ্রীহরিকোটা থেকে PSLV 44 লঞ্চারের মাধ্যমে এটি স্থাপন করা হয় । পাশাপাশি বেঙ্গালুরুতে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার স্থাপন করল ISRO । 2022-র মধ্যে মানবচালিত মহাকাশযান পাঠানোর লক্ষ্য ।
  • এবছরই ব্যাকটেরিয়াকে কার্বন ডাই অক্সাইড শোষকে পরিণত করা । যা কমাচ্ছে গ্রিন হাউজ় গ্যাসের পরিমাণ । প্রথমে ব্যাকটেরিয়াকে (E.coli) অটোট্রফিক স্ট্রেনে রুপান্তরিত করা হয় । এই অটোট্রফিক স্ট্রেন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ।
    image
    E.Coli ব্যাকটেরিয়া
  • 26 ডিসেম্বর আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় । প্রায় এক দশক পরে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল । পাশাপাশি এটি এবছরের শেষ সূর্যগ্রহণ । দক্ষিণ ভারতের একাংশ সহ দেশের কয়েকটি জায়গা থেকে এই গ্রহণ দেখা যায় । পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আপেক্ষিক দূরত্বের ফারাকের জন্য আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় । সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের আকারে দেখায় ।
    image
    আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ
  • অ্যামেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের শীর্ষপদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী সেতুরামন পঞ্চনাথন । নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন স্বয়ং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 1981 সালে সেতুরামন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন । পরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ।
    image
    সেতুরামন পঞ্চনাথন
  • 26 বছর আগে প্রথম পূর্বাভাস দিয়েছিলেন দুই বাঙালি বিজ্ঞানী । এবার তা সত্যি হল । সৌরমণ্ডলের আশপাশে দেখা গেল এক ধুমকেতু । নাম বরিসভ । অবস্থান সূর্যের পিছনের দিকে । দূরত্ব প্রায় ১৪ কোটি ৯৫ লক্ষ ৯৭ হাজার ৮৭১ কিলোমিটার ।
  • মঙ্গলের বায়ুমণ্ডলে প্রথমবার মিলল অক্সিজেন অণু । এই আবিষ্কারের নেপথ্যে রয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশীল আত্রেয় । মঙ্গলের বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের সঙ্গে অক্সিজেনের পরিমাণ ০.১৩ শতাংশ । পাশাপাশি মঙ্গলে ঋতু বৈচিত্র্যও প্রত্যক্ষ করা হয়েছে । মঙ্গলে পাঠানো হয়েছে নাসার রোভার কিউরিওসিটি । যা প্রত্যক্ষ করছে এই ঋতু বৈচিত্র্য ।
  • উল্কাপিণ্ডে সুগারের দেখা মিলল । এনডব্লিউএ-৮০১ এবং মুর্চিসন নামে দুটি উল্কাপিণ্ডে সুগার গোত্রের তিনটি যৌগ রাইবোজ, জাইলোজ ও আরবিনোজের দেখা পাওয়া গেল । নভেম্বরে প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয় । এর আগে প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান অ্যামাইনো অ্যাসিডের হদিশ মিলেছিল মহাকাশে ।
  • এবছর, ১২ জন ভাটনগর পুরস্কার প্রাপকের মধ্যে ছ’জনই বাঙালি । ২০১২ সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের তালিকাতেও ছ’জন বাঙালি বিজ্ঞানীর নাম ছিল । এবার রসায়নে তাপস মাজি, গণিতে নীনা গুপ্ত, পদার্থবিজ্ঞানে অনিন্দ্য সিংহ ও শঙ্কর ঘোষ, জীববিজ্ঞানে সৌমেন বসাক, ভূবিজ্ঞানে সুবিমল ঘোষ ২০১৯ সালে দেশের বিজ্ঞান গবেষণায় সেরা পুরস্কার পেয়েছেন ।
  • 2019 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান উইলিয়াম কায়েলিন জুনিয়র, পিটার জে. র‍্যাটক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা । কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং এর সঙ্গে মানিয়ে নেয় তা আবিষ্কারের জন্য এই নোবেল । পদার্থবিদ্যায় নোবেল পান জিম পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ে কোয়েলোজ । মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের পুরস্কার দেওয়া হয়েছে । রসায়নে নোবেল পান জন বি গুডনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো । রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য পুরস্কার পেয়েছেন তাঁরা ।
    image
    চিকিৎসায় নোবেল প্রাপক
New Delhi, Dec 29 (ANI): Prime Minister Narendra Modi addressed the nation through his radio program Mann Ki Baat and stated that unfortunately he was not able to watch solar eclipse but he got to see beautiful pictures."Like everyone in the country, I also wanted to watch solar eclipse on December 26 but unfortunately it was not visible due to clouds in Delhi. However, we got to see beautiful pictures of solar eclipse from Kozhikode and some other parts of India," said PM Modi.
Last Updated : Dec 30, 2019, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.