ETV Bharat / bharat

বিজ্ঞান ফলাফলের দিকে তাকিয়ে থেমে থাকে না : কে শিভান

চাঁদের মাটি ছোঁয়ার মাত্র 2.1 কিলোমিটার আগে বিক্রমের অন্তর্ধানে ভেঙে পড়েছিলেন ISRO প্রধান কে শিভান ৷ ভেঙে পড়েছিলেন ISRO-র বিজ্ঞানীরাও ৷ সবাইকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ প্রাথমিক ধাক্কা সামলে ফের জেগে উঠেছেন তাঁরা ৷

author img

By

Published : Sep 7, 2019, 11:38 PM IST

Updated : Sep 8, 2019, 12:38 AM IST

কে শিভান

শ্রীহরিকোটা, 7 সেপ্টেম্বর : পৃথিবী থেকে চাঁদের দুরত্ব 3 লাখ 84 হাজার 400 কিলোমিটার৷ গোটা বিশ্বের কাছে এই হিসাব থাকলেও শনিবার মাঝরাত থেকে তা যেন বদলে গেছে ভারতের কাছে ৷ 7 সেপ্টেম্বর থেকে ভারত আর চাঁদের ব্যবধান যেন 2.1 কিলোমিটার ৷ চন্দ্রপৃষ্ঠ থেকে এই দুরত্বেই নিখোঁজ হয়ে গেছে ভারতের স্বপ্নযান ল্যাডার বিক্রম ৷

চাঁদের মাটি ছোঁয়ার মাত্র 2.1 কিলোমিটার আগে বিক্রমের অন্তর্ধানে ভেঙে পড়েছিলেন ISRO প্রধান কে শিভান ৷ ভেঙে পড়েছিলেন ISRO-র বিজ্ঞানীরাও ৷ সবাইকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ প্রাথমিক ধাক্কা সামলে ফের জেগে উঠেছেন তাঁরা ৷

বেশ প্রত্যয়ের সুরেই আজ সন্ধ্যায় কে শিভান জানালেন, এখনই তাঁরা হাল ছাড়ছেন না ৷ আগামী 14 দিন তারা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের খোঁজ চালাবেন ৷ চেষ্টা চলবে ফের যোগাযোগ স্থাপনের । তিনি আরও জানান, মিশনের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঠিক ছিল এক বছর কাজ করবে চন্দ্রযান 2-র অরবিটার ৷ তবে, অতিরিক্ত জ্বালানি মজুত থাকায় সাড়ে সাত বছর কাজ চালিয়ে যেতে পারবে অরবিটার ৷ তাঁর মতে সামগ্রিক ভাবে চন্দ্রযান-2 অভিযান 100 শতাংশ সাফল্যের খুব কাছে পৌঁছেছে ৷

কে শিভান আরও বলেন, "বিজ্ঞান কখনও ফলাফলের দিকে তাকিয়ে থেমে থাকে না ৷ নতুন নতুন পরীক্ষার ভাবনা নিয়ে বিজ্ঞান এগিয়ে যায় ৷ পরীক্ষার মাধ্যমেই একদিন ফলাফল মেলে৷ "

শ্রীহরিকোটা, 7 সেপ্টেম্বর : পৃথিবী থেকে চাঁদের দুরত্ব 3 লাখ 84 হাজার 400 কিলোমিটার৷ গোটা বিশ্বের কাছে এই হিসাব থাকলেও শনিবার মাঝরাত থেকে তা যেন বদলে গেছে ভারতের কাছে ৷ 7 সেপ্টেম্বর থেকে ভারত আর চাঁদের ব্যবধান যেন 2.1 কিলোমিটার ৷ চন্দ্রপৃষ্ঠ থেকে এই দুরত্বেই নিখোঁজ হয়ে গেছে ভারতের স্বপ্নযান ল্যাডার বিক্রম ৷

চাঁদের মাটি ছোঁয়ার মাত্র 2.1 কিলোমিটার আগে বিক্রমের অন্তর্ধানে ভেঙে পড়েছিলেন ISRO প্রধান কে শিভান ৷ ভেঙে পড়েছিলেন ISRO-র বিজ্ঞানীরাও ৷ সবাইকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ প্রাথমিক ধাক্কা সামলে ফের জেগে উঠেছেন তাঁরা ৷

বেশ প্রত্যয়ের সুরেই আজ সন্ধ্যায় কে শিভান জানালেন, এখনই তাঁরা হাল ছাড়ছেন না ৷ আগামী 14 দিন তারা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের খোঁজ চালাবেন ৷ চেষ্টা চলবে ফের যোগাযোগ স্থাপনের । তিনি আরও জানান, মিশনের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঠিক ছিল এক বছর কাজ করবে চন্দ্রযান 2-র অরবিটার ৷ তবে, অতিরিক্ত জ্বালানি মজুত থাকায় সাড়ে সাত বছর কাজ চালিয়ে যেতে পারবে অরবিটার ৷ তাঁর মতে সামগ্রিক ভাবে চন্দ্রযান-2 অভিযান 100 শতাংশ সাফল্যের খুব কাছে পৌঁছেছে ৷

কে শিভান আরও বলেন, "বিজ্ঞান কখনও ফলাফলের দিকে তাকিয়ে থেমে থাকে না ৷ নতুন নতুন পরীক্ষার ভাবনা নিয়ে বিজ্ঞান এগিয়ে যায় ৷ পরীক্ষার মাধ্যমেই একদিন ফলাফল মেলে৷ "

AP Video Delivery Log - 1400 GMT News
Saturday, 7 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1353: Germany Brexit AP Clients Only 4228764
Anti-Brexit protests at Brandenburg Gate
AP-APTN-1330: Madagascar Pope 2 AP Clients Only 4228759
Pope visits monastery on second day in Madagascar
AP-APTN-1246: Italy Arrests AP Clients Only 4228758
10 detained on Italy tax, laundering terror charges
AP-APTN-1238: China Merkel No access Germany, Austria (except by Infoscreen, ATV+), German-speaking Switzerland (except by Telezueri), Luxembourg, Alto Adige 4228757
Merkel urges China over human rights and data
AP-APTN-1229: Kashmir Pakistan Khan AP Clients Only 4228755
Pakistan PM Khan visits Kashmir line of control
AP-APTN-1215: Madagascar Pope AP Clients Only; No resale 4228733
Pope denounces Madagascar resource exploitation
AP-APTN-1214: Pakistan China No access Pakistan 4228754
China FM Wang Yi arrives in Pakistan
AP-APTN-1205: Russia Prisoners AP Clients Only 4228753
Released prisoners leave Russian airport
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
Last Updated : Sep 8, 2019, 12:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.