ETV Bharat / bharat

অসমে NRC-র সমন্বয়কারীকে বদলির নির্দেশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Oct 18, 2019, 3:21 PM IST

অসমে NRC-র সমন্বয়কারী প্রতীক হাজেলা বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷

প্রতীক হাজেলা

দিল্লি, 18 অক্টোবর : অসমে জাতীয় নাগরিকপঞ্জির সমন্বয়কারী প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তবে বদলির কারণ উল্লেখ করেনি শীর্ষ আদালত ৷

চলতি বছর 31 অগাস্ট জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ৷ 3 কোটি 29 লাখ আবেদনকারীর মধ্যে 19 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েন ৷ কিন্তু, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে ৷ বাংলাদেশ লাগোয়া অসমের জেলাগুলিতে ভুলবশত যেমন অনেকের নাম তালিকায় উঠেছে তেমনই আবার অনেকের নাম তালিকা থেকে বাদও পড়েছে বলে অভিযোগ ওঠে ৷ তাই পরীক্ষামূলকভাবে পুনরায় তালিকা যাচাইয়ের আর্জি জানায় কেন্দ্র ও অসম সরকার ৷ কিন্তু, 18 জুলাই হাজেলা সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিলেন তার ভিত্তিতে সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ রিপোর্টে বলা হয়েছিল, জেলাভিত্তিক পুনরায় যাচাই ইতিমধ্যে হয়ে গেছে ৷

এদিকে, NRC-র চূড়ান্ত তালিকায় অসামঞ্জস্যের অভিযোগে 5 সেপ্টেম্বর হাজেলার বিরুদ্ধে দুটি FIR দায়ের হয় ৷ সেই অভিযোগের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ হাজেলার বদলির নির্দেশ দেন ৷ আদালতের কাছে অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল বদলির কারণ জানতে চাইলে প্রধান বিচারপতি পালটা প্রশ্ন করেন, "কোনও কারণ ছাড়া কি কোনও নির্দেশ দেওয়া যেতে পারে? "

দিল্লি, 18 অক্টোবর : অসমে জাতীয় নাগরিকপঞ্জির সমন্বয়কারী প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তবে বদলির কারণ উল্লেখ করেনি শীর্ষ আদালত ৷

চলতি বছর 31 অগাস্ট জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ৷ 3 কোটি 29 লাখ আবেদনকারীর মধ্যে 19 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েন ৷ কিন্তু, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে ৷ বাংলাদেশ লাগোয়া অসমের জেলাগুলিতে ভুলবশত যেমন অনেকের নাম তালিকায় উঠেছে তেমনই আবার অনেকের নাম তালিকা থেকে বাদও পড়েছে বলে অভিযোগ ওঠে ৷ তাই পরীক্ষামূলকভাবে পুনরায় তালিকা যাচাইয়ের আর্জি জানায় কেন্দ্র ও অসম সরকার ৷ কিন্তু, 18 জুলাই হাজেলা সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিলেন তার ভিত্তিতে সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ রিপোর্টে বলা হয়েছিল, জেলাভিত্তিক পুনরায় যাচাই ইতিমধ্যে হয়ে গেছে ৷

এদিকে, NRC-র চূড়ান্ত তালিকায় অসামঞ্জস্যের অভিযোগে 5 সেপ্টেম্বর হাজেলার বিরুদ্ধে দুটি FIR দায়ের হয় ৷ সেই অভিযোগের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ হাজেলার বদলির নির্দেশ দেন ৷ আদালতের কাছে অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল বদলির কারণ জানতে চাইলে প্রধান বিচারপতি পালটা প্রশ্ন করেন, "কোনও কারণ ছাড়া কি কোনও নির্দেশ দেওয়া যেতে পারে? "

Intro:Body:

SUPREME COURT ORDERS IMMEDIATE TRANSFER OF NRC COORDINATOR PRATEEK HAJELA

----------------------------------



THE SUPREME COURT ON FRIDAY ORDERS IMMEDIATE TRANSFER OF ASSAM NRC COORDINATOR PRATEEK HAJELA TO MADHYA PRADESH. THE DIRECTION CAME APPARENTLY ON ACCOUNT OF THREAT PERCEPTIONS TO HAJELA. THE ORDER WAS PASSED BY A BENCH COMPRISING CHIEF JUSTICE OF INDIA RANJAN GOGOI AND JUSTICES S. A. BOBDE AND R. F. NARIMAN. 



HAJELA, AS SUPREME COURT MANDATED COORDINATOR OF NRC, WAS INVOLVED IN THE EXERCISE SINCE SEPTEMBER 2013 AND WAS RESPONSIBLE FOE CREATING "LEGACY DATA" SYSTEM. 

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.