দিল্লি, 18 অক্টোবর : অসমে জাতীয় নাগরিকপঞ্জির সমন্বয়কারী প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তবে বদলির কারণ উল্লেখ করেনি শীর্ষ আদালত ৷
চলতি বছর 31 অগাস্ট জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ৷ 3 কোটি 29 লাখ আবেদনকারীর মধ্যে 19 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েন ৷ কিন্তু, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে ৷ বাংলাদেশ লাগোয়া অসমের জেলাগুলিতে ভুলবশত যেমন অনেকের নাম তালিকায় উঠেছে তেমনই আবার অনেকের নাম তালিকা থেকে বাদও পড়েছে বলে অভিযোগ ওঠে ৷ তাই পরীক্ষামূলকভাবে পুনরায় তালিকা যাচাইয়ের আর্জি জানায় কেন্দ্র ও অসম সরকার ৷ কিন্তু, 18 জুলাই হাজেলা সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিলেন তার ভিত্তিতে সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ রিপোর্টে বলা হয়েছিল, জেলাভিত্তিক পুনরায় যাচাই ইতিমধ্যে হয়ে গেছে ৷
এদিকে, NRC-র চূড়ান্ত তালিকায় অসামঞ্জস্যের অভিযোগে 5 সেপ্টেম্বর হাজেলার বিরুদ্ধে দুটি FIR দায়ের হয় ৷ সেই অভিযোগের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ হাজেলার বদলির নির্দেশ দেন ৷ আদালতের কাছে অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল বদলির কারণ জানতে চাইলে প্রধান বিচারপতি পালটা প্রশ্ন করেন, "কোনও কারণ ছাড়া কি কোনও নির্দেশ দেওয়া যেতে পারে? "