ETV Bharat / bharat

প্রাক-মামলা মধ্যস্থতার SOP তৈরির আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস

প্রাক-মামলা মধ্যস্থতায় SOP তৈরির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল । এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের কী প্রতিক্রিয়া তা জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ।

supreme court
কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Oct 22, 2020, 5:45 PM IST

দিল্লি, 22 অক্টোবর : প্রাক-মামলা মধ্যস্থতার ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির আর্জিও জানানো হয় সুপ্রিম কোর্টে । সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল শীর্ষ আদালত । এই প্রক্রিয়া পড়ে থাকা মামলার সংখ্যা কমাবে ।

এই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ভি রামসুব্রমনিয়মের বেঞ্চ নোটিস পাঠায় । একাধিক হাইকোর্টে এবং আইন মন্ত্রকে পাঠানো হয় নোটিসে । চার সপ্তাহের মধ্যে এই নোটিসের উত্তর দিতে হবে ।

মামল দায়ের হওয়ার আগে একটি প্রক্রিয়া নির্দিষ্ট করতেই হবে । বা অন্য কোনও পদ্ধতি স্থির করতে হবে । এই আর্জি জানিয়ে বাকি মামলার সংখ্যা কমাতেই ইয়ুথ বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও আইনজীবী সনপ্রীত সিং আজমানি শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ।

এই আবেদন জানানো হয়, প্রাক-মামলা মধ্যস্থতা দুই পক্ষের মধ্যে সমস্যার সমাধান করতে সাহায্য করবে । এবং একটি তৃতীয় পক্ষ সমঝোতাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে পারেন । দু'পক্ষের কেউ আদালতে যাওয়ার আগে বা মামলা দায়ের হওয়ার আগে বা নোটিস পাঠানোর আগে এই পথ অবলম্বন করতে পারবেন । এইভাবে দু'পক্ষের মধ্যে সমস্যা দ্রুত সমাধান করা যাবে ।

এর ফলে পড়ে থাকা মামলার সংখ্যা কমবে । সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত ও প্রাক-মামলা মধ্যস্থতার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে আবেদনে ।

দিল্লি, 22 অক্টোবর : প্রাক-মামলা মধ্যস্থতার ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির আর্জিও জানানো হয় সুপ্রিম কোর্টে । সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল শীর্ষ আদালত । এই প্রক্রিয়া পড়ে থাকা মামলার সংখ্যা কমাবে ।

এই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ভি রামসুব্রমনিয়মের বেঞ্চ নোটিস পাঠায় । একাধিক হাইকোর্টে এবং আইন মন্ত্রকে পাঠানো হয় নোটিসে । চার সপ্তাহের মধ্যে এই নোটিসের উত্তর দিতে হবে ।

মামল দায়ের হওয়ার আগে একটি প্রক্রিয়া নির্দিষ্ট করতেই হবে । বা অন্য কোনও পদ্ধতি স্থির করতে হবে । এই আর্জি জানিয়ে বাকি মামলার সংখ্যা কমাতেই ইয়ুথ বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও আইনজীবী সনপ্রীত সিং আজমানি শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ।

এই আবেদন জানানো হয়, প্রাক-মামলা মধ্যস্থতা দুই পক্ষের মধ্যে সমস্যার সমাধান করতে সাহায্য করবে । এবং একটি তৃতীয় পক্ষ সমঝোতাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে পারেন । দু'পক্ষের কেউ আদালতে যাওয়ার আগে বা মামলা দায়ের হওয়ার আগে বা নোটিস পাঠানোর আগে এই পথ অবলম্বন করতে পারবেন । এইভাবে দু'পক্ষের মধ্যে সমস্যা দ্রুত সমাধান করা যাবে ।

এর ফলে পড়ে থাকা মামলার সংখ্যা কমবে । সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত ও প্রাক-মামলা মধ্যস্থতার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে আবেদনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.